ETV Bharat / bharat

চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল, বিজ্ঞানীদের উৎসাহবার্তা প্রধানমন্ত্রীর

ISRO-র বিজ্ঞানীদের সাহস দিয়ে প্রধানমন্ত্রী বললেন, "বিজ্ঞান পরিণাম নিয়ে সন্তুষ্ট থাকে না ৷ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবেই ৷"

author img

By

Published : Sep 7, 2019, 8:50 AM IST

Updated : Sep 7, 2019, 9:33 AM IST

ইসরোর কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদি

বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর : মাত্র দুই কিলোমিটার দূরে থমকে গেছে স্বপ্ন ৷ আশাভঙ্গের সেই বেদনা নিয়ে কাল মধ্যরাতে বাড়ি ফিরেছিলেন তিনি ৷ ভোরের আলো ফোটার আগেই টুইট করে ISRO-র বিজ্ঞানীদের ভরসা জুগিয়েছিলেন ৷ এবার সশরীরে এসে তাঁদের পাশে দাঁড়ালেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বাস লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই ৷

স্বপ্নের 'চন্দ্র মিশন' সফল না হওয়ায় মুষড়ে পড়েছিলেন বিজ্ঞানীরা ৷ আজ সকাল আটটায় জাতির উদ্দেশে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ISRO-র বিজ্ঞানীদের সাহস দিলেন ৷ বললেন, "বিজ্ঞান পরিণাম নিয়ে সন্তুষ্ট থাকে না ৷ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবেই ৷"

ISRO-র বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, "আপনারা দেশকে গর্বিত করেছেন ৷ গোটা ভারতবাসী পাশে আছে ৷ ব্যর্থতা অনেক কিছু শেখায় ৷ নতুন সম্ভাবনাকে জন্ম দেয় ৷ আমরা অমৃতের সন্তান ৷ অমৃতের সন্তানরা হারতে পারে না ৷ আমরা এগিয়ে যাবই ৷" পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশ্বাস, "একদিন চাঁদকে স্পর্শ করবই আমরা ৷ চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল ৷ "

আরও পড়ুন : বিক্রম ল্যান্ডারের সঙ্গে সংযোগ ছিন্ন : ISRO চেয়ারম্যান

প্রধানমন্ত্রী বললেন, "আমরা খুব কাছে পৌঁছে গিয়েছিলাম ৷ আমাদের চেষ্টা জারি থাকবে ৷ আজ কিছু বাধা এসেছে, সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাবই ৷" মিশন ব্যর্থ হলেও ISRO-র বিজ্ঞানীরা ভেঙে না পড়েন, সে জন্য বার বার ভরসা দিতে থাকেন প্রধানমন্ত্রী ৷ সাহস না হারানোর পরামর্শ দেন ৷ মোদির কথায়, "এই ক'দিন আমি যেখানেই ছিলাম, সেখান থেকেই চন্দ্রযান-2 এর দিকে নজর রেখেছি ৷ প্রতিটা মুহূর্তের খবর নিয়েছি ৷ " শুধু বিজ্ঞানী নয়, তাঁদের পরিবারের প্রতিও অভিনন্দন জানাতে ভোলেননি তিনি ৷ মোদি বলেন,"বিজ্ঞানীদের পরিবারের মানুষজন যেভাবে নীরবে সাহায্য করে গেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না ৷ পরিবারের সহযোগিতা না পেলে আজ এত বড় সাফল্য আসত না ৷ " এই চন্দ্রাভিযানকে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এক অভাবনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি ৷ বিজ্ঞানীদের উদ্দেশে মোদির বার্তা, "আপনারা ভেঙে পড়ার লোক নন ৷ আপনারা তো পাথরের উপর লিখতে অভ্যস্ত ৷ সোজা হয়ে তাকান ৷ এগিয়ে চলুন ৷ বিজ্ঞানীরা দেশের গর্ব ৷ আমি আপনাদের সঙ্গে আছি ৷ লক্ষ্য স্থির রাখুন, এগিয়ে চলুন ৷ নতুন সম্ভাবনাকে জাগিয়ে তুলুন ৷ "

ISRO-র সাফল্যের স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বললেন, "এখানকার বিজ্ঞানীরা হার মানতে শেখেননি ৷ তাঁরা হারতে জানেন না বলেই আজ ISRO বিশ্বের মধ্যে অন্যতম ৷ আগেও অনেক বাধা এসেছিল ৷ সব বাধাকে অতিক্রম করে আপনারা এগিয়ে গেছেন ৷ আগামী দিনেও একইভাবে এগিয়ে যাবে ISRO ৷ " গতরাতে বিক্রম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে মোদি বলেন,"কাল আপনাদের চোখের ভাষা পড়তে পারছিলাম ৷ যে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আপনারা কষ্ট পাচ্ছিলেন, তা আমি অনুভব করছিলাম ৷ তাই আজ সকালে আপনাদের কাছে ছুটে এসেছি ৷ আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছি ৷ আপনারা দেশের মাথা উঁচু করেছেন ৷"

বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর : মাত্র দুই কিলোমিটার দূরে থমকে গেছে স্বপ্ন ৷ আশাভঙ্গের সেই বেদনা নিয়ে কাল মধ্যরাতে বাড়ি ফিরেছিলেন তিনি ৷ ভোরের আলো ফোটার আগেই টুইট করে ISRO-র বিজ্ঞানীদের ভরসা জুগিয়েছিলেন ৷ এবার সশরীরে এসে তাঁদের পাশে দাঁড়ালেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বাস লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই ৷

স্বপ্নের 'চন্দ্র মিশন' সফল না হওয়ায় মুষড়ে পড়েছিলেন বিজ্ঞানীরা ৷ আজ সকাল আটটায় জাতির উদ্দেশে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ISRO-র বিজ্ঞানীদের সাহস দিলেন ৷ বললেন, "বিজ্ঞান পরিণাম নিয়ে সন্তুষ্ট থাকে না ৷ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবেই ৷"

ISRO-র বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, "আপনারা দেশকে গর্বিত করেছেন ৷ গোটা ভারতবাসী পাশে আছে ৷ ব্যর্থতা অনেক কিছু শেখায় ৷ নতুন সম্ভাবনাকে জন্ম দেয় ৷ আমরা অমৃতের সন্তান ৷ অমৃতের সন্তানরা হারতে পারে না ৷ আমরা এগিয়ে যাবই ৷" পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশ্বাস, "একদিন চাঁদকে স্পর্শ করবই আমরা ৷ চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল ৷ "

আরও পড়ুন : বিক্রম ল্যান্ডারের সঙ্গে সংযোগ ছিন্ন : ISRO চেয়ারম্যান

প্রধানমন্ত্রী বললেন, "আমরা খুব কাছে পৌঁছে গিয়েছিলাম ৷ আমাদের চেষ্টা জারি থাকবে ৷ আজ কিছু বাধা এসেছে, সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাবই ৷" মিশন ব্যর্থ হলেও ISRO-র বিজ্ঞানীরা ভেঙে না পড়েন, সে জন্য বার বার ভরসা দিতে থাকেন প্রধানমন্ত্রী ৷ সাহস না হারানোর পরামর্শ দেন ৷ মোদির কথায়, "এই ক'দিন আমি যেখানেই ছিলাম, সেখান থেকেই চন্দ্রযান-2 এর দিকে নজর রেখেছি ৷ প্রতিটা মুহূর্তের খবর নিয়েছি ৷ " শুধু বিজ্ঞানী নয়, তাঁদের পরিবারের প্রতিও অভিনন্দন জানাতে ভোলেননি তিনি ৷ মোদি বলেন,"বিজ্ঞানীদের পরিবারের মানুষজন যেভাবে নীরবে সাহায্য করে গেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না ৷ পরিবারের সহযোগিতা না পেলে আজ এত বড় সাফল্য আসত না ৷ " এই চন্দ্রাভিযানকে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এক অভাবনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি ৷ বিজ্ঞানীদের উদ্দেশে মোদির বার্তা, "আপনারা ভেঙে পড়ার লোক নন ৷ আপনারা তো পাথরের উপর লিখতে অভ্যস্ত ৷ সোজা হয়ে তাকান ৷ এগিয়ে চলুন ৷ বিজ্ঞানীরা দেশের গর্ব ৷ আমি আপনাদের সঙ্গে আছি ৷ লক্ষ্য স্থির রাখুন, এগিয়ে চলুন ৷ নতুন সম্ভাবনাকে জাগিয়ে তুলুন ৷ "

ISRO-র সাফল্যের স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বললেন, "এখানকার বিজ্ঞানীরা হার মানতে শেখেননি ৷ তাঁরা হারতে জানেন না বলেই আজ ISRO বিশ্বের মধ্যে অন্যতম ৷ আগেও অনেক বাধা এসেছিল ৷ সব বাধাকে অতিক্রম করে আপনারা এগিয়ে গেছেন ৷ আগামী দিনেও একইভাবে এগিয়ে যাবে ISRO ৷ " গতরাতে বিক্রম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে মোদি বলেন,"কাল আপনাদের চোখের ভাষা পড়তে পারছিলাম ৷ যে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আপনারা কষ্ট পাচ্ছিলেন, তা আমি অনুভব করছিলাম ৷ তাই আজ সকালে আপনাদের কাছে ছুটে এসেছি ৷ আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছি ৷ আপনারা দেশের মাথা উঁচু করেছেন ৷"

Bengaluru, Sep 07 (ANI): After ISRO lost its communication with Vikram Lander, ISRO Chief K Sivan announced the news and said that the data is being analysed. He said, "Vikram Lander descent was as planned and normal performance was observed up to an altitude of 2.1 km. Subsequently, communication from Lander to the ground stations was lost. Data is being analysed." The communication was lost with Vikram Lander at 2.1 km before it planned landing on the southern part lunar surface.
Last Updated : Sep 7, 2019, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.