বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর : মাত্র দুই কিলোমিটার দূরে থমকে গেছে স্বপ্ন ৷ আশাভঙ্গের সেই বেদনা নিয়ে কাল মধ্যরাতে বাড়ি ফিরেছিলেন তিনি ৷ ভোরের আলো ফোটার আগেই টুইট করে ISRO-র বিজ্ঞানীদের ভরসা জুগিয়েছিলেন ৷ এবার সশরীরে এসে তাঁদের পাশে দাঁড়ালেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বাস লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই ৷
স্বপ্নের 'চন্দ্র মিশন' সফল না হওয়ায় মুষড়ে পড়েছিলেন বিজ্ঞানীরা ৷ আজ সকাল আটটায় জাতির উদ্দেশে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ISRO-র বিজ্ঞানীদের সাহস দিলেন ৷ বললেন, "বিজ্ঞান পরিণাম নিয়ে সন্তুষ্ট থাকে না ৷ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবেই ৷"
ISRO-র বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, "আপনারা দেশকে গর্বিত করেছেন ৷ গোটা ভারতবাসী পাশে আছে ৷ ব্যর্থতা অনেক কিছু শেখায় ৷ নতুন সম্ভাবনাকে জন্ম দেয় ৷ আমরা অমৃতের সন্তান ৷ অমৃতের সন্তানরা হারতে পারে না ৷ আমরা এগিয়ে যাবই ৷" পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশ্বাস, "একদিন চাঁদকে স্পর্শ করবই আমরা ৷ চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল ৷ "
আরও পড়ুন : বিক্রম ল্যান্ডারের সঙ্গে সংযোগ ছিন্ন : ISRO চেয়ারম্যান
প্রধানমন্ত্রী বললেন, "আমরা খুব কাছে পৌঁছে গিয়েছিলাম ৷ আমাদের চেষ্টা জারি থাকবে ৷ আজ কিছু বাধা এসেছে, সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাবই ৷" মিশন ব্যর্থ হলেও ISRO-র বিজ্ঞানীরা ভেঙে না পড়েন, সে জন্য বার বার ভরসা দিতে থাকেন প্রধানমন্ত্রী ৷ সাহস না হারানোর পরামর্শ দেন ৷ মোদির কথায়, "এই ক'দিন আমি যেখানেই ছিলাম, সেখান থেকেই চন্দ্রযান-2 এর দিকে নজর রেখেছি ৷ প্রতিটা মুহূর্তের খবর নিয়েছি ৷ " শুধু বিজ্ঞানী নয়, তাঁদের পরিবারের প্রতিও অভিনন্দন জানাতে ভোলেননি তিনি ৷ মোদি বলেন,"বিজ্ঞানীদের পরিবারের মানুষজন যেভাবে নীরবে সাহায্য করে গেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না ৷ পরিবারের সহযোগিতা না পেলে আজ এত বড় সাফল্য আসত না ৷ " এই চন্দ্রাভিযানকে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এক অভাবনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি ৷ বিজ্ঞানীদের উদ্দেশে মোদির বার্তা, "আপনারা ভেঙে পড়ার লোক নন ৷ আপনারা তো পাথরের উপর লিখতে অভ্যস্ত ৷ সোজা হয়ে তাকান ৷ এগিয়ে চলুন ৷ বিজ্ঞানীরা দেশের গর্ব ৷ আমি আপনাদের সঙ্গে আছি ৷ লক্ষ্য স্থির রাখুন, এগিয়ে চলুন ৷ নতুন সম্ভাবনাকে জাগিয়ে তুলুন ৷ "
ISRO-র সাফল্যের স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বললেন, "এখানকার বিজ্ঞানীরা হার মানতে শেখেননি ৷ তাঁরা হারতে জানেন না বলেই আজ ISRO বিশ্বের মধ্যে অন্যতম ৷ আগেও অনেক বাধা এসেছিল ৷ সব বাধাকে অতিক্রম করে আপনারা এগিয়ে গেছেন ৷ আগামী দিনেও একইভাবে এগিয়ে যাবে ISRO ৷ " গতরাতে বিক্রম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে মোদি বলেন,"কাল আপনাদের চোখের ভাষা পড়তে পারছিলাম ৷ যে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আপনারা কষ্ট পাচ্ছিলেন, তা আমি অনুভব করছিলাম ৷ তাই আজ সকালে আপনাদের কাছে ছুটে এসেছি ৷ আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছি ৷ আপনারা দেশের মাথা উঁচু করেছেন ৷"