দিল্লি, 30 ডিসেম্বর: বুধবার ছিল পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকা উত্তোলনের বার্ষিকী। সেই উপলক্ষ্যে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি নেতাজির নাম উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, "30 ডিসেম্বর 1943, এই দিনটির কথা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ভারতীয়দের কাছে। এই দিনেই পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বিশেষ দিনের 75 তম বার্ষিকীতে আমি পোর্ট ব্লেয়ার গিয়েছিলাম। সেখানে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পেয়েছিলাম। সেই স্মৃতিই ভাগ করে নিলাম।"
-
30th December 1943...a day etched in the memory of every Indian, when the brave Netaji Subhas Bose unfurled the Tricolour at Port Blair. To mark the 75th anniversary of this special day, I had gone to Port Blair and had the honour of hoisting the Tricolour. Sharing some memories. pic.twitter.com/aUEKfvEnN8
— Narendra Modi (@narendramodi) December 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">30th December 1943...a day etched in the memory of every Indian, when the brave Netaji Subhas Bose unfurled the Tricolour at Port Blair. To mark the 75th anniversary of this special day, I had gone to Port Blair and had the honour of hoisting the Tricolour. Sharing some memories. pic.twitter.com/aUEKfvEnN8
— Narendra Modi (@narendramodi) December 30, 202030th December 1943...a day etched in the memory of every Indian, when the brave Netaji Subhas Bose unfurled the Tricolour at Port Blair. To mark the 75th anniversary of this special day, I had gone to Port Blair and had the honour of hoisting the Tricolour. Sharing some memories. pic.twitter.com/aUEKfvEnN8
— Narendra Modi (@narendramodi) December 30, 2020
প্রসঙ্গত 1943-এর 30 ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকার উত্তোলন হয়েছিল। তার 75 তম বর্ষপূর্তি আগেই হয়ে গিয়েছে। সেই বছর প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। এ বছর ওই ঘটনার 77 বছর পার হল। সেই উপলক্ষ্যে টুইট করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সীমান্তে সমস্যা করলে ভারত ছেড়ে কথা বলবে না : রাজনাথ
তবে ওয়াকিবহাল মহলের মত, যেহেতু নেতাজি বাঙালি। আর বাঙালিদের আইকন। তাই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কারণ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলার মণিষীদের প্রসঙ্গ বারবার সামনে আনছে বিজেপি।