ETV Bharat / bharat

সীমান্তে চালু আরও 1 ইন্টিগ্রেটেড চেকপোস্ট, নেপালকে সাহায্যের আশ্বাস মোদির

author img

By

Published : Jan 21, 2020, 1:42 PM IST

ভারত ও নেপালের সীমান্তে দ্বিতীয় ইন্টিগ্রেনেড চেকপোস্ট চালু হল আজ থেকে ৷ দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে আরও বেশি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই চেকপোস্ট ৷ এমনই মনে করছেন প্রধানমন্ত্রী ৷

India Nepal
ছবির সূত্র : ANI

দিল্লি, 21 জানুয়ারি : দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনে আজ যোগবাণী-বিরাটহাট সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ দুই দেশের সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে আজ কথা হয় দু্​ই দেশের প্রধানের মধ্যে ৷ সড়ক যোগাযোগ ও রেলপথ বসানোর কাজও ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে জানান নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী আজ বলেন, " নেপালের সার্বিক উন্নতির জন্য ভারত সবসময়েই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ৷ প্রতিবেশীদের পাশে সবসময়ই রয়েছে ভারত ৷ দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করাই আমাদের প্রথম লক্ষ্য ৷"

ভারতের প্রতিবেশী সমস্ত দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চায় সরকার ৷ পাশাপাশি, দ্বিপাক্ষিক স্তরে বাণিজ্যিক, সাংস্কৃতিক, ও শিক্ষার আদান প্রদানের দিকেও নজর দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ 2015 সালের ভয়াবহ ভূমিকম্প নিয়েও আজ দুঃখপ্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷

  • भारत और नेपाल कई cross-border connectivity projects जैसे रोड, रेल और transmission lines पर काम कर रहे हैं। हमारे देशों के बीच सीमा के प्रमुख स्थानों पर Integrated Check Posts आपसी व्यापार और आवागमन को बहुत सुविधाजनक बना रही हैं: PM @narendramodi pic.twitter.com/N1fhDPH1TH

    — PMO India (@PMOIndia) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ যে ইন্টিগ্রেনেড চেকপোস্টটি উদ্বোধন হল, সেটি দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে আরও উন্নত করবে বলেই মনে করছেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷ ভারত-নেপাল সীমান্তে এটি দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৷ প্রথমটি বানানো হয় 2018 সালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে ৷

দিল্লি, 21 জানুয়ারি : দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনে আজ যোগবাণী-বিরাটহাট সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ দুই দেশের সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে আজ কথা হয় দু্​ই দেশের প্রধানের মধ্যে ৷ সড়ক যোগাযোগ ও রেলপথ বসানোর কাজও ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে জানান নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী আজ বলেন, " নেপালের সার্বিক উন্নতির জন্য ভারত সবসময়েই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ৷ প্রতিবেশীদের পাশে সবসময়ই রয়েছে ভারত ৷ দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করাই আমাদের প্রথম লক্ষ্য ৷"

ভারতের প্রতিবেশী সমস্ত দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চায় সরকার ৷ পাশাপাশি, দ্বিপাক্ষিক স্তরে বাণিজ্যিক, সাংস্কৃতিক, ও শিক্ষার আদান প্রদানের দিকেও নজর দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ 2015 সালের ভয়াবহ ভূমিকম্প নিয়েও আজ দুঃখপ্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷

  • भारत और नेपाल कई cross-border connectivity projects जैसे रोड, रेल और transmission lines पर काम कर रहे हैं। हमारे देशों के बीच सीमा के प्रमुख स्थानों पर Integrated Check Posts आपसी व्यापार और आवागमन को बहुत सुविधाजनक बना रही हैं: PM @narendramodi pic.twitter.com/N1fhDPH1TH

    — PMO India (@PMOIndia) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ যে ইন্টিগ্রেনেড চেকপোস্টটি উদ্বোধন হল, সেটি দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে আরও উন্নত করবে বলেই মনে করছেন দুই দেশের প্রধানমন্ত্রী ৷ ভারত-নেপাল সীমান্তে এটি দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৷ প্রথমটি বানানো হয় 2018 সালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে ৷

New Delhi, Jan 21 (ANI): Prime Minister Narendra Modi and Nepal Prime Minister KP Sharma Oli jointly inaugurated the 2nd Integrated Check Post (ICP) at Jogbani-Biratnagar on January 21. The ICP was built with Indian assistance to facilitate trade and movement. It was inaugurated through video conferencing.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.