ETV Bharat / bharat

বিহারের জন্য 9টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর - PM Modi inaugurates project for bohar

ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বিহারের জন্য 14 কোটি টাকার নয়টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'ঘর তক ফাইবার' প্রজেক্টের আওতাধীন অপটিকাল ফাইবার ইন্টারনেট পরিষেবার মাধ্যমে 45,945 গ্রামকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে ।

Aa
Aa
author img

By

Published : Sep 21, 2020, 8:22 PM IST

দিল্লি, 21 সেপ্টেম্বর: ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ বিহারের জন্য মোট 14 কোটি টাকার নয়টি পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ 'ঘর তক ফাইবার' প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি । এই প্রকল্প অনুযায়ী বিহারের 45,945টি গ্রামকে অপটিকাল ফাইবার ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ।

মোদি বলেন, "নয়টি প্রকল্পের উদ্বোধন হল আজ । এগুলির মধ্যে ছয় লেনযুক্ত হাইওয়ে ও নদীর উপর তিনটি সেতু নির্মাণও রয়েছে । এই প্রকল্পগুলির আওতাধীন হওয়ার জন্য বিহারের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি শুধুমাত্র বিহার নয়, সমগ্র দেশের জন্য গুরুত্বপূর্ণ । আজকের দিনেই ভারতের গ্রামগুলিকে আত্মনির্ভর গড়ে তোলার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ করা হল । বিহার থেকে এই নতুন পথ চলা শুরু হতে আমি খুশি ।"

তিনি আরও বলেন, "এই প্রকল্পের আওতায় আগামী 1000 দিনে ভারতের এক লাখ গ্রাম অপটিকাল ফাইবারের মাধ্যমে সংযুক্ত হবে । নীতিশবাবুর সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস তাঁর সরকার দ্রুত বিহারের উন্নয়নের কাজ সম্পূর্ণ করবে ।"

প্রধানমন্ত্রীর কথায়, কিছুদিন আগে পর্যন্তও কেউ ভাবতে পারত না যে গ্রামগুলিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শহরগুলির তুলনায় বেশি হবে । বলেন, "এতে আমাদের দেশের চাষিরা খুবই উপকৃত হবেন । তাঁরা আবহাওয়া পরিস্থিতি, নতুন কৃষি কৌশল, বীজ, ফসল এবং অনুশীলন সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন । দেশের যে কোনও প্রান্তে তাঁরা পণ্য বিক্রি করতে পারবেন ।" তাঁর মতে, সংসদের উচ্চকক্ষে কৃষিক্ষেত্র সংস্কার বিল পাশ এক বিশাল পদক্ষেপ । এতে যে কোনও জায়গায় কৃষকদের পণ্য বিক্রির স্বাধীনতাকে আরও এক কদম এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি । বলেন, "নতুন এই কৃষিক্ষেত্র সংস্কার আইন দেশের প্রতিটি কৃষককে তাঁদের পণ্য যে কোনও জায়গায় বিক্রি করার স্বাধীনতা দিয়েছে । মাণ্ডিতে বেশি লাভ পেলে সেখানে তিনি বিক্রি করতে পারবেন । অন্য জায়গায় যদি তিনি বেশি লাভ পান তবে সেখানেও বিক্রি করতে পারবেন । কোনও জায়গাতেই তাঁকে বাধার সম্মুখীন হতে হবে না ।"

মোদি বলেন, "পণ্য বিক্রির ক্ষেত্রে আগের নিয়মগুলি পরোক্ষভাবে চাষিদের হাত বেঁধে রাখার সমান ছিল । এই আইনগুলির জন্য একদিকে বেড়েছিল কৃষকদের দুর্দশা । অন্যদিকে লাভের কড়ি গুনছিল মহাজনরা । চাষিদের সঙ্গে কতদিন এই অন্যায় হতে দিতে দেওয়া যায়?"

আজকের ভিডিয়ো কনফারেন্সে অংশ নিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, রাজকুমার সিংসহ অন্য সরকারি আধিকারিকরা । লোকসভায় কৃষিক্ষেত্র সংস্কার বিল পাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান নীতীশ কুমার । বলেন, “এই আইন প্রয়োগের পর সমাজের নিচু তলার সকল মানুষ উপকৃত হবেন ।”

দিল্লি, 21 সেপ্টেম্বর: ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ বিহারের জন্য মোট 14 কোটি টাকার নয়টি পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ 'ঘর তক ফাইবার' প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি । এই প্রকল্প অনুযায়ী বিহারের 45,945টি গ্রামকে অপটিকাল ফাইবার ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ।

মোদি বলেন, "নয়টি প্রকল্পের উদ্বোধন হল আজ । এগুলির মধ্যে ছয় লেনযুক্ত হাইওয়ে ও নদীর উপর তিনটি সেতু নির্মাণও রয়েছে । এই প্রকল্পগুলির আওতাধীন হওয়ার জন্য বিহারের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি শুধুমাত্র বিহার নয়, সমগ্র দেশের জন্য গুরুত্বপূর্ণ । আজকের দিনেই ভারতের গ্রামগুলিকে আত্মনির্ভর গড়ে তোলার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ করা হল । বিহার থেকে এই নতুন পথ চলা শুরু হতে আমি খুশি ।"

তিনি আরও বলেন, "এই প্রকল্পের আওতায় আগামী 1000 দিনে ভারতের এক লাখ গ্রাম অপটিকাল ফাইবারের মাধ্যমে সংযুক্ত হবে । নীতিশবাবুর সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস তাঁর সরকার দ্রুত বিহারের উন্নয়নের কাজ সম্পূর্ণ করবে ।"

প্রধানমন্ত্রীর কথায়, কিছুদিন আগে পর্যন্তও কেউ ভাবতে পারত না যে গ্রামগুলিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শহরগুলির তুলনায় বেশি হবে । বলেন, "এতে আমাদের দেশের চাষিরা খুবই উপকৃত হবেন । তাঁরা আবহাওয়া পরিস্থিতি, নতুন কৃষি কৌশল, বীজ, ফসল এবং অনুশীলন সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন । দেশের যে কোনও প্রান্তে তাঁরা পণ্য বিক্রি করতে পারবেন ।" তাঁর মতে, সংসদের উচ্চকক্ষে কৃষিক্ষেত্র সংস্কার বিল পাশ এক বিশাল পদক্ষেপ । এতে যে কোনও জায়গায় কৃষকদের পণ্য বিক্রির স্বাধীনতাকে আরও এক কদম এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি । বলেন, "নতুন এই কৃষিক্ষেত্র সংস্কার আইন দেশের প্রতিটি কৃষককে তাঁদের পণ্য যে কোনও জায়গায় বিক্রি করার স্বাধীনতা দিয়েছে । মাণ্ডিতে বেশি লাভ পেলে সেখানে তিনি বিক্রি করতে পারবেন । অন্য জায়গায় যদি তিনি বেশি লাভ পান তবে সেখানেও বিক্রি করতে পারবেন । কোনও জায়গাতেই তাঁকে বাধার সম্মুখীন হতে হবে না ।"

মোদি বলেন, "পণ্য বিক্রির ক্ষেত্রে আগের নিয়মগুলি পরোক্ষভাবে চাষিদের হাত বেঁধে রাখার সমান ছিল । এই আইনগুলির জন্য একদিকে বেড়েছিল কৃষকদের দুর্দশা । অন্যদিকে লাভের কড়ি গুনছিল মহাজনরা । চাষিদের সঙ্গে কতদিন এই অন্যায় হতে দিতে দেওয়া যায়?"

আজকের ভিডিয়ো কনফারেন্সে অংশ নিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, রাজকুমার সিংসহ অন্য সরকারি আধিকারিকরা । লোকসভায় কৃষিক্ষেত্র সংস্কার বিল পাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান নীতীশ কুমার । বলেন, “এই আইন প্রয়োগের পর সমাজের নিচু তলার সকল মানুষ উপকৃত হবেন ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.