দিল্লি, 7 অক্টোবর : ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
PMO- র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে দীর্ঘ বন্ধুত্ব ও সহযোগিতার কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি দু'দেশের বিশেষ বোঝাপড়া ও কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন ।
দুই রাষ্ট্রনেতাই কোরোনা পরিস্থিতিতে আগামীদিনে একে অপরের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।
জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।