ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী মোদি, চমক অমিত শাহ ; মন্ত্রিসভায় বাংলার 2 - modi swearing in ceremony 2019

কিছু মুখ বদলালেও মোটের উপর নিজের প্রথম ইনিংসের ক্যাবিনেটের উপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় দফায় মোদির মন্ত্রিসভায় বড় চমক অবশ্যই অমিত শাহ ।

মোদি
author img

By

Published : May 31, 2019, 1:45 AM IST

দিল্লি, 31 মে : কিছু মুখ বদলালেও মোটের উপর নিজের প্রথম ইনিংসের ক্যাবিনেটের উপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় দফায় মোদির মন্ত্রিসভায় বড় চমক অবশ্যই অমিত শাহ । পদোন্নতি হয়েছে প্রাক্তন বিদেশসচিব এস জয়শংকরের । তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । এছাড়া প্রত্যাশা মতোই রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রবিশংকর প্রসাদ, স্মৃতি ইরানিরা মোদির ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন । মোদি সহ আজ মোট 58 জন কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিয়েছেন ।

এই সংক্রান্ত আরও খবর : প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন যারা-

  • রাজনাথ সিং
    raj
    শপথ নিচ্ছেন রাজনাথ সিং
  • অমিত শাহ
  • নীতিন গড়কড়ি
  • সদানন্দ গৌড়া
  • নির্মলা সীতারামন
    nir
    নির্মলা সীতারমন
  • রামবিলাস পাসোয়ান
  • নরেন্দ্র সিং তোমার
  • রবিশংকর প্রসাদ
  • হরসিমরত কউর বাদল
  • থাওয়ার চাঁদ গেহলট
  • সুব্রমণিয়াম জয়শংকর (এস. জয়শংকর)
  • রমেশ পোখরিয়াল নিশান্ত
  • অর্জুন মুন্ডা
  • স্মৃতি ইরানি
  • হর্ষ বর্ধন
  • প্রকাশ জাওড়েকর
  • পীযূষ গোয়েল
  • ধর্মেন্দ্র প্রধান
  • মুখতার আব্বাস নকভি
  • প্রহ্লাদ যোশি
  • মহেন্দ্রনাথ পাণ্ডে
  • অরবিন্দ গণপত সাওয়ান্ত
  • গিরিরাজ সিং
  • গজেন্দ্র সিং শেখাওয়াত

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

  • সন্তোষ কুমার গাঙ্গোয়ার
  • ইন্দরজিৎ সিং
  • শ্রীপদ নায়েক
  • জিতেন্দ্র সিং
  • কিরেন রিজিজু
  • প্রহ্লাদ সিং প্যাটেল
  • রাজকুমার সিং
  • হরদীপ সিং পুরী
  • মনসুখলাল মাণ্ডাবিয়া

রাষ্ট্রমন্ত্রী

  • ফগন সিং কুলস্তে
  • অশ্বিনী কুমার চৌবে
  • অর্জুন রাম মেঘওয়াল
  • ভি কে সিং
  • কৃষ্ণপাল গুর্জরের
  • রাওসাহেব দানবে
  • জি কিষাণ রেড্ডি
  • পুরুষোত্তম রুপালা
  • রামদাস আটাওয়ালে
  • সাধ্বী নিরঞ্জন জ্যোতি
  • বাবুল সুপ্রিয়
  • সঞ্জীব বালিয়ান
  • সঞ্জয় শ্যাম রাও ধোতরে
  • অনুরাগ ঠাকুর
  • সুরেশ আঙ্গাড়ি
  • নিত্যানন্দ রায়
  • রতনলাল কাটারিয়া
  • বি মুরলীধরন
  • রেণুকা সিং
  • সোমপ্রকাশ
  • রামেশ্বর তেলি
  • প্রতাপচন্দ্র সারেঙ্গি
  • কৈলাস চৌধুরি
  • দেবশ্রী চৌধুরি

এই সংক্রান্ত আরও খবর : মোদির মন্ত্রিসভায় বাবুল থাকলেন, নতুন মুখ দেবশ্রী

দিল্লি, 31 মে : কিছু মুখ বদলালেও মোটের উপর নিজের প্রথম ইনিংসের ক্যাবিনেটের উপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় দফায় মোদির মন্ত্রিসভায় বড় চমক অবশ্যই অমিত শাহ । পদোন্নতি হয়েছে প্রাক্তন বিদেশসচিব এস জয়শংকরের । তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । এছাড়া প্রত্যাশা মতোই রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রবিশংকর প্রসাদ, স্মৃতি ইরানিরা মোদির ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন । মোদি সহ আজ মোট 58 জন কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিয়েছেন ।

এই সংক্রান্ত আরও খবর : প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন যারা-

  • রাজনাথ সিং
    raj
    শপথ নিচ্ছেন রাজনাথ সিং
  • অমিত শাহ
  • নীতিন গড়কড়ি
  • সদানন্দ গৌড়া
  • নির্মলা সীতারামন
    nir
    নির্মলা সীতারমন
  • রামবিলাস পাসোয়ান
  • নরেন্দ্র সিং তোমার
  • রবিশংকর প্রসাদ
  • হরসিমরত কউর বাদল
  • থাওয়ার চাঁদ গেহলট
  • সুব্রমণিয়াম জয়শংকর (এস. জয়শংকর)
  • রমেশ পোখরিয়াল নিশান্ত
  • অর্জুন মুন্ডা
  • স্মৃতি ইরানি
  • হর্ষ বর্ধন
  • প্রকাশ জাওড়েকর
  • পীযূষ গোয়েল
  • ধর্মেন্দ্র প্রধান
  • মুখতার আব্বাস নকভি
  • প্রহ্লাদ যোশি
  • মহেন্দ্রনাথ পাণ্ডে
  • অরবিন্দ গণপত সাওয়ান্ত
  • গিরিরাজ সিং
  • গজেন্দ্র সিং শেখাওয়াত

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

  • সন্তোষ কুমার গাঙ্গোয়ার
  • ইন্দরজিৎ সিং
  • শ্রীপদ নায়েক
  • জিতেন্দ্র সিং
  • কিরেন রিজিজু
  • প্রহ্লাদ সিং প্যাটেল
  • রাজকুমার সিং
  • হরদীপ সিং পুরী
  • মনসুখলাল মাণ্ডাবিয়া

রাষ্ট্রমন্ত্রী

  • ফগন সিং কুলস্তে
  • অশ্বিনী কুমার চৌবে
  • অর্জুন রাম মেঘওয়াল
  • ভি কে সিং
  • কৃষ্ণপাল গুর্জরের
  • রাওসাহেব দানবে
  • জি কিষাণ রেড্ডি
  • পুরুষোত্তম রুপালা
  • রামদাস আটাওয়ালে
  • সাধ্বী নিরঞ্জন জ্যোতি
  • বাবুল সুপ্রিয়
  • সঞ্জীব বালিয়ান
  • সঞ্জয় শ্যাম রাও ধোতরে
  • অনুরাগ ঠাকুর
  • সুরেশ আঙ্গাড়ি
  • নিত্যানন্দ রায়
  • রতনলাল কাটারিয়া
  • বি মুরলীধরন
  • রেণুকা সিং
  • সোমপ্রকাশ
  • রামেশ্বর তেলি
  • প্রতাপচন্দ্র সারেঙ্গি
  • কৈলাস চৌধুরি
  • দেবশ্রী চৌধুরি

এই সংক্রান্ত আরও খবর : মোদির মন্ত্রিসভায় বাবুল থাকলেন, নতুন মুখ দেবশ্রী

Hubli (Karnataka)/Amritsar (Punjab)/Raipur (Chhattisgarh), May 30 (ANI): BJP workers prayed for their leader and celebrated after Narendra Modi took oath as the Prime Minister of India for the second consecutive term at Rashtrapati Bhavan. BJP supporters distributed 'laddus' among party workers. People chanted pro Modi slogans with great zeal.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.