দিল্লি, 10 জুন : অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে আগুন লাগার ঘটনায় সেরাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুর্ঘটনা মোকাবিলায় অসমকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দেন তিনি ।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা এক টুইটে জানানো হয়, "বাঘজনের দুর্ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি সররকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।"
শেষ পাওয়া খবর পর্যন্ত, বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে লাগা আগুনে প্রাণ হারিয়েছেন দুইজন । ঘটনাস্থানে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং দমকল বাহিনী ।
অসমের পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ এখনও পর্যন্ত 6 জন জখম হয়েছেন ৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে ৷" অয়েল ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 6 থেকে 7 দিন সময় লাগবে ৷
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অসমের মুখ্যমন্ত্রী সোনোয়াল জানান, প্রায় 50 মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে । বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে 25-28 দিন সময় লাগবে । তবে আমরা দুর্ঘটনাস্থান থেকে সাধারণ মানুষকে বের করে আনতে পেরেছি । প্রধানমন্ত্রী সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।