ETV Bharat / bharat

কোরোনা : দায়িত্ব নিতে হবে নিজেদের রাজ্যের, মন্ত্রিসভার সদস্যদের চিঠি PMO-র

কোরোনা মোকাবিলায় মন্ত্রিসভার সদস্যদের উল্লেখ্যযোগ্য ভূমিকা নিতে হবে । এই প্যানডেমিক পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে তাঁদের । জানাল PMO ।

file photo
ছবি
author img

By

Published : Mar 26, 2020, 8:28 PM IST

দিল্লি, 26 মার্চ : কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিতে হবে নিজেদের রাজ্যের দায়িত্ব । নেতৃত্ব দিয়ে লড়তে হবে কোরোনার বিরুদ্ধে । আজ এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, PMO থেকে সকল মন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় সকলকে উল্লেখ্যযোগ্য ভূমিকা নিতে হবে । এই প্যানডেমিক পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে । চিঠিতে বলা হয়েছে, গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষরা যাতে খাবার পায়, তার জন্য সব দোকানে খাদ্য সামগ্রী মজুত রাখতে হবে । কোনও অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম যাতে না বাড়িয়ে না দেওয়া হয় সে বিষয় খেয়াল রাখতে হবে মন্ত্রিসভার সদস্যদের । পাশাপাশি প্রত্যহ তাঁর রাজ্যের, এলাকার সমস্ত বাজার, দোকান ও পরিষেবার খোঁজ রাখতে হবে । রাখতে হবে রাজ্যের কোরোনা পরিস্থিতির আপডেটও । শুধু তাই নয়, যোগাযোগ রাখতে হবে জেলা শাসকদের সঙ্গে । যাতে বাইরের রাজ্য বা বিদেশ থেকে আগত প্রত্যেকে কোয়ারান্টাইনে থাকে এবং কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলে । সঙ্গে রাজ্যে কোরোনায় মত্যুর নথিও রাখতে হবে তাঁদের ।

এক্ষেত্রে মুখতার আব্বাস নকভিকে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের দায়িত্ব, নীতিন গড়করি ও প্রকাশ জাওরেকরকে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের দায়িত্ব । রাজনাথ সিং, মহেন্দ্রনাথ পাণ্ডে, সঞ্জীব বাল্যন ও কৃষ্ণা পালগুরজারকে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্ব । বিহারের নেতৃত্ব দেবেন রবিশংকর প্রসাদ ও রামবিলাস পাসওয়ান । রাজস্থান ও পঞ্জাব সামলাবেন গজেন্দ্র সিং শেখাওয়াত ।

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান, এই 21 দিন লকডাউনে COVID 19 যাতে কোনওভাবেই সামাজিকভাবে ছড়িয়ে না পড়ে । সেকারণেই এই পদক্ষেপ । এই ভাইরাসের চেন আটকাতে পারলেই বেঁচে যাবে মানুষ । প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চান, গরিবরা যাতে ঠিত মতো খাবার পান । তার জন্যও প্রত্যেকটি রাজ্যের দিকে নজর দিতে হবে ।

দিল্লি, 26 মার্চ : কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিতে হবে নিজেদের রাজ্যের দায়িত্ব । নেতৃত্ব দিয়ে লড়তে হবে কোরোনার বিরুদ্ধে । আজ এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, PMO থেকে সকল মন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় সকলকে উল্লেখ্যযোগ্য ভূমিকা নিতে হবে । এই প্যানডেমিক পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে । চিঠিতে বলা হয়েছে, গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষরা যাতে খাবার পায়, তার জন্য সব দোকানে খাদ্য সামগ্রী মজুত রাখতে হবে । কোনও অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম যাতে না বাড়িয়ে না দেওয়া হয় সে বিষয় খেয়াল রাখতে হবে মন্ত্রিসভার সদস্যদের । পাশাপাশি প্রত্যহ তাঁর রাজ্যের, এলাকার সমস্ত বাজার, দোকান ও পরিষেবার খোঁজ রাখতে হবে । রাখতে হবে রাজ্যের কোরোনা পরিস্থিতির আপডেটও । শুধু তাই নয়, যোগাযোগ রাখতে হবে জেলা শাসকদের সঙ্গে । যাতে বাইরের রাজ্য বা বিদেশ থেকে আগত প্রত্যেকে কোয়ারান্টাইনে থাকে এবং কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলে । সঙ্গে রাজ্যে কোরোনায় মত্যুর নথিও রাখতে হবে তাঁদের ।

এক্ষেত্রে মুখতার আব্বাস নকভিকে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের দায়িত্ব, নীতিন গড়করি ও প্রকাশ জাওরেকরকে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের দায়িত্ব । রাজনাথ সিং, মহেন্দ্রনাথ পাণ্ডে, সঞ্জীব বাল্যন ও কৃষ্ণা পালগুরজারকে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্ব । বিহারের নেতৃত্ব দেবেন রবিশংকর প্রসাদ ও রামবিলাস পাসওয়ান । রাজস্থান ও পঞ্জাব সামলাবেন গজেন্দ্র সিং শেখাওয়াত ।

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান, এই 21 দিন লকডাউনে COVID 19 যাতে কোনওভাবেই সামাজিকভাবে ছড়িয়ে না পড়ে । সেকারণেই এই পদক্ষেপ । এই ভাইরাসের চেন আটকাতে পারলেই বেঁচে যাবে মানুষ । প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চান, গরিবরা যাতে ঠিত মতো খাবার পান । তার জন্যও প্রত্যেকটি রাজ্যের দিকে নজর দিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.