কলকাতা, 22 মে : আমফান বিধ্বস্ত বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে আকাশপথে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন । তারপরই পশ্চিমবঙ্গের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ।
বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়ে আমফান । এর জেরে এপর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে । ক্ষতিগ্রস্ত প্রায় 6 কোটি মানুষ । কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমফানের প্রভাব জাতীয় বিপর্যয়ের থেকেও বেশি কিছু । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবনের বেশিরভাগ এলাকায়ই পুরোপুরি বিধ্বস্ত । পরিস্থিতি দেখে আমরা কার্যত হতভম্ব ।"
পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী । রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার ভাঙর, রাজারহাট,কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ডহারবার, পাথরপ্রতিমা ও উত্তর 24 পরগনার সন্দেশখালি, হাসনাবাদ, বসিরহাট ঘুরে দেখেন । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার পর বসিরহাটে পর্যালোচনা বৈঠক করেন তিনজন । সেখানেই প্রধানমন্ত্রী বলেন,"গোটা বিশ্ব এক সংকটের সঙ্গে লড়াই করছে । কোরোনার বিরুদ্ধে ভারতও লাগাতার লড়ছে । কিন্তু এই কোরোনা যুদ্ধে জেতার মন্ত্র ও সাইক্লোন থেকে বাঁচার মন্ত্র সম্পূর্ণ আলাদা । কোরোনা থেকে বাঁচার উপায় হল যে যেখানে আছেন সেখানেই থাকুন । প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না । যেখানেই যান, সামাজিক দূরত্ব বজায় রাখুন । অন্যদিকে, সাইক্লোন এলে বাঁচার উপায় হল তাড়াতাড়ি কোনও সুরক্ষিত বা নিরাপদ স্থানে যেতে হবে আপনাকে । নিজেদের ঘর খালি করতে হবে । বর্তমান পরিস্থিতিতে দু'ধরনের লড়াই একসঙ্গে লড়তে হচ্ছে পশ্চিমবঙ্গকে । কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন । কেন্দ্রীয় সরকারেও সর্বদা পাশে রয়েছে । ঝড়ের পূর্বে, দুর্যোগকালীন পরিস্থিতিতে এবং ভবিষ্যতে সমস্তরকম সাহায্যের ক্ষেত্রে সদা তৎপর সরকার ।"
পর্যালোচনা বৈঠকটি থেকেই প্রধানমন্ত্রী জানান, আমফানে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা করে ও এই ঝড়ে যাঁরা আহত হয়েছেন তাঁদের জন্য 50 হাজার টাকা করে দেওয়া হবে । পাশাপাশি দ্রুত এই পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করা হল । তিনি বলেন, "আজ রাজা রাম মোহন রায়ের জন্মদিন । আমি সমাজ সংস্কারকের জন্মভূমিতে কোনও ভালো সময়ে থাকতে চেয়েছিলাম । যাইহোক, এই পরিস্থিতিতে বাংলার পাশে গোটা দেশ রয়েছে ।"
ফণীর স্মৃতি উসকে প্রধানমন্ত্রী বলেন, "গতবছর মে মাসে পুরো দেশ যখন নির্বাচনে ব্যস্ত, তখন আমাদের একটা সাইক্লোনের সঙ্গে লড়তে হয়েছিল, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওড়িশা । এখন এক বছর পর আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে আবার আঘাত হানল ঘূর্ণিঝড় আমফান । যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের মানুষ । বাংলার ভাই-বোনেদের আমি বলতে চাই, এই কঠিন সময়ে পুরো দেশ আপনাদের পাশে রয়েছে ।"
আমফানের জেরে পশ্চিমবঙ্গের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ওড়িশাও । পরিস্থিতি খতিয়ে দেখতে সেরাজ্যেও যাবেন তিনি ।