ETV Bharat / bharat

130 কোটি ভারতীয়র সংকল্পের নিদর্শন, অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

আজ ISRO-র স্পেস স্টেশন থেকে চন্দ্রযান-2-এর উৎক্ষেপণ নিজের অফিসে বসে দেখছিলেন প্রধানমন্ত্রী । উৎক্ষেপণের পর টুইট করে ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি ।

অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jul 22, 2019, 4:04 PM IST

Updated : Jul 23, 2019, 10:29 AM IST

দিল্লি, 22 জুলাই : চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পরই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ।

রাজ্যসভার অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সংসদেই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান
রাজ্যসভার অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সংসদেই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান

আজ ISRO-র স্পেস স্টেশন থেকে চন্দ্রযান-2-এর উৎক্ষেপণ নিজের অফিসে বসে দেখছিলেন প্রধানমন্ত্রী । উৎক্ষেপণের পর টুইট করেন তিনি ৷ লেখেন, "ISRO-র গতি ও স্থির সঙ্কল্পের জন্য অভিনন্দন । চন্দ্রযান-2-এর সফল উৎক্ষেপণ 130কোটি ভারতীয়র সংকল্পের নিদর্শন । প্রতিটি ভারতীয় আজ গর্বিত । আমাদের বিজ্ঞানীরা আমাদের গর্বিত করে চলেছেন । বিজ্ঞানীদের অভিনন্দন জানাই ।"

প্রধানমন্ত্রী টুইটে আরও লেখেন, "চন্দ্রযান-2 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে । এটা এর আগে আর কোনও মহাকাশ অভিযানে করা হয়নি । এই অভিযান আমাদের সামনে নতুন তথ্য তুলে ধরবে । পাশাপাশি এই সফল উৎক্ষেপণ দেশের তরুণদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করবে । তাদের আরও উদ্বুদ্ধ করবে । চন্দ্রযানের সফল মিশনের ফলে ভারতের লুনার প্রোগ্রামকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে ।"

প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যসভার অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সংসদেই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে প্রশংসাসূচক বক্তৃতা রাখেন । বলেন, "ISRO-র এই সফল উৎক্ষেপণের ফলে দেশ গর্বিত । আমাদের দেশের বিজ্ঞানীদের এর জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।"

দিল্লি, 22 জুলাই : চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পরই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ।

রাজ্যসভার অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সংসদেই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান
রাজ্যসভার অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সংসদেই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান

আজ ISRO-র স্পেস স্টেশন থেকে চন্দ্রযান-2-এর উৎক্ষেপণ নিজের অফিসে বসে দেখছিলেন প্রধানমন্ত্রী । উৎক্ষেপণের পর টুইট করেন তিনি ৷ লেখেন, "ISRO-র গতি ও স্থির সঙ্কল্পের জন্য অভিনন্দন । চন্দ্রযান-2-এর সফল উৎক্ষেপণ 130কোটি ভারতীয়র সংকল্পের নিদর্শন । প্রতিটি ভারতীয় আজ গর্বিত । আমাদের বিজ্ঞানীরা আমাদের গর্বিত করে চলেছেন । বিজ্ঞানীদের অভিনন্দন জানাই ।"

প্রধানমন্ত্রী টুইটে আরও লেখেন, "চন্দ্রযান-2 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে । এটা এর আগে আর কোনও মহাকাশ অভিযানে করা হয়নি । এই অভিযান আমাদের সামনে নতুন তথ্য তুলে ধরবে । পাশাপাশি এই সফল উৎক্ষেপণ দেশের তরুণদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করবে । তাদের আরও উদ্বুদ্ধ করবে । চন্দ্রযানের সফল মিশনের ফলে ভারতের লুনার প্রোগ্রামকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে ।"

প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যসভার অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সংসদেই ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে প্রশংসাসূচক বক্তৃতা রাখেন । বলেন, "ISRO-র এই সফল উৎক্ষেপণের ফলে দেশ গর্বিত । আমাদের দেশের বিজ্ঞানীদের এর জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।"

Srinagar (J-K), July 22 (ANI): Replying to Omar Abdullah's tweet, J-K Governor Satya Pal Malik said, "I agree to the matter that as a governor I should have avoided this. But if I was not a governor I would have said the same. Talking about Omar, he is a child. I had good feelings about him but he is behaving like a political juvenile. He tweets on everything but if you see the comments and reactions, 90 per cent of them abuse him and don't agree with him." In a huge controversial statement, Satya Pal Malik said that terrorists should kill corrupt bureaucrats and politicians instead of innocent people. Omar Abdullah commented on his speech through a tweet where he said, "This man, ostensibly a responsible man occupying a constitutional position, tells militants to kill politicians perceived to be corrupt. Perhaps the man should find out about his own reputation in Delhi these days before sanctioning unlawful killings and kangaroo courts." He also tweeted, "Save this tweet - after today any mainstream politician or serving/retired bureaucrat killed in J-K has been murdered on the express orders of the Governor of J-K Satyapal Malik."

Last Updated : Jul 23, 2019, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.