ETV Bharat / bharat

''আগুন নিয়ে খেলছেন'', নির্ভয়ার দোষীর আইনজীবীকে বলল আদালত - নির্ভয়া গণধর্ষণের দোষী পবন কুমার

আদালতের নির্দেশ মতো আগামীকাল ফাঁসির দিন । আজ দুপুরেই পবন কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট । পাশাপাশি দিল্লি আদালতে নির্ভয়ার দোষীদের ফাঁসির সাজা রদের আবেদনও খারিজ ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 2, 2020, 5:28 PM IST

Updated : Mar 2, 2020, 6:25 PM IST

দিল্লি, 2 মার্চ : নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর ও মুকেশ সিংয়ের ফাঁসির সাজা রদের আবেদন খারিজ করল দিল্লি আদালত । পাশাপাশি তাদের আইনজীবীকে কার্যত সতর্ক করলেন বিচারক । তিনি ভরা আদালতে দোষীদের আইনজীবীকে বলেন, "আগুন নিয়ে খেলছেন । একটিমাত্র ভুলের ফলাফল কী হতে পারে জানেন ?"

ইতিমধ্যেই শারীরিক অবস্থা, নাবালকত্বের প্রমাণসহ একাধিক কারণ দেখিয়ে একের পর এক পিটিশনের জেরে পিছিয়েছে ফাঁসির দিন । এই নিয়ে মোট তিনবার ফাঁসির দিন ধার্য করা হয়েছে । আজ দুপুরেই নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট । এর আগে নির্ভয়াকাণ্ডের আর এক দোষী বিনয় শর্মা রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল । 14 ফেব্রুয়ারি বিনয়ের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।

আজ দিল্লি আদালতে পবন,অক্ষয় ও মুকেশের সাজা রদের আবেদন খারিজ করে দেয় আদালত । ফাঁসির দিন কাছে । তার আগে বারবার এই ধরনের পিটিশন দাখিল নিয়ে আইনজীবীকে ভর্ৎসনা করেন অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা । তিনি বলেন, "আপনি আগুন নিয়ে খেলছেন । আপনার সতর্ক হওয়া উচিত । যে কারও একটি ভুল পদক্ষেপে কী ফল হতে পারে জানেন নিশ্চয়ই ।"

17 ফেব্রুয়ারি আদালতের নির্দেশ মতো আগামীকাল ফাঁসির দিন ধার্য করা হয়েছে । তবে কাল ফাঁসি হবে কি না তা এখনও জানা যায়নি ।

দিল্লি, 2 মার্চ : নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর ও মুকেশ সিংয়ের ফাঁসির সাজা রদের আবেদন খারিজ করল দিল্লি আদালত । পাশাপাশি তাদের আইনজীবীকে কার্যত সতর্ক করলেন বিচারক । তিনি ভরা আদালতে দোষীদের আইনজীবীকে বলেন, "আগুন নিয়ে খেলছেন । একটিমাত্র ভুলের ফলাফল কী হতে পারে জানেন ?"

ইতিমধ্যেই শারীরিক অবস্থা, নাবালকত্বের প্রমাণসহ একাধিক কারণ দেখিয়ে একের পর এক পিটিশনের জেরে পিছিয়েছে ফাঁসির দিন । এই নিয়ে মোট তিনবার ফাঁসির দিন ধার্য করা হয়েছে । আজ দুপুরেই নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট । এর আগে নির্ভয়াকাণ্ডের আর এক দোষী বিনয় শর্মা রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল । 14 ফেব্রুয়ারি বিনয়ের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।

আজ দিল্লি আদালতে পবন,অক্ষয় ও মুকেশের সাজা রদের আবেদন খারিজ করে দেয় আদালত । ফাঁসির দিন কাছে । তার আগে বারবার এই ধরনের পিটিশন দাখিল নিয়ে আইনজীবীকে ভর্ৎসনা করেন অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা । তিনি বলেন, "আপনি আগুন নিয়ে খেলছেন । আপনার সতর্ক হওয়া উচিত । যে কারও একটি ভুল পদক্ষেপে কী ফল হতে পারে জানেন নিশ্চয়ই ।"

17 ফেব্রুয়ারি আদালতের নির্দেশ মতো আগামীকাল ফাঁসির দিন ধার্য করা হয়েছে । তবে কাল ফাঁসি হবে কি না তা এখনও জানা যায়নি ।

Last Updated : Mar 2, 2020, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.