দিল্লি, 26 সেপ্টেম্বর: ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারায় তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের কয়েকটি বিষয় অন্তর্ভুক্তির জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করা হয়েছিল । সেখানে বলা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের উপর শারীরিক নির্যাতন একটি দণ্ডনীয় অপরাধ বলে বিবেচ্য হোক।
আবেদনে ভারতীয় দণ্ডবিধির (IPC) 354 ধারার একের উপধারার (i), (ii) এবং (iv)-কে চ্যালেঞ্জ জানানো হয়েছে । 354A- এর 1 উপধারায় পুরুষদের দ্বারা শুধুমাত্র মহিলাদের যৌন হেনস্থার বিষয়কেই অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে ।
উপধারা একের অধীনে মূল বিবরণগুলির মধ্যে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন, অনিচ্ছা সত্ত্বেও যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা ও প্রস্তাব, যৌন পক্ষপাতের জন্য চাহিদা বা অনুরোধ এবং যৌন বর্ণের মন্তব্য করা অপরাধ হিসেবে চিহ্নিত । ভারতীয় দণ্ডবিধি অনুসারে 354A ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা অথবা উভয়ই হতে পারে । তিন বছর পর্যন্ত কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি পেতে পারে । বাড়তে পারে জরিমানাও ।
আর্টিকেল 14 ( আইনের আগে সমানাধিকার), আর্টিকেল 15 বৈষম্য নিষিদ্ধ), এবং আর্টিকেল 21 (বেঁচে থাকার অধিকার) অনুযায়ী তৃতীয় লিঙ্গ বর্জন অপরাধ হিসেবে গণ্য হবে । কিন্তু শুধুমাত্র এগুলিয় যথেষ্ট নয় । তৃতীয় লিঙ্গের মানুষদের সুরক্ষা প্রদানে ও তাঁদের মৌলিক অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই সম্বন্ধে নিশ্চয়তা প্রদানে আরও কিছু নির্দেশিকার সংযোজন প্রয়োজন রয়েছে বলে আবেদনটিতে উল্লেখ করা হয়েছে ।