ETV Bharat / bharat

পকেটমারের ফ্ল্যাট ভাড়া 30 হাজার, সন্তানদের স্কুল ফি 4 লাখ !

একজন পকেটমার কীভাবে এই বিপুল সম্পত্তির অধিকারী হল ?  সেকেন্দ্রাবাদ স্টেশনের এক GRP আধিকারিক জানান, 2004 সাল থেকে পকেটমারি করছে থানেদার । তার নিশানায় থাকত মূলত দূরপাল্লার ট্রেনযাত্রীরা । কখনও সংরক্ষিত কামরা, কখনও অসংরক্ষিত কামরায় টিকিট কেটে ট্রেনে উঠত সে । থানেদারের লক্ষ্য ছিল প্রত্যেক ট্রিপে নগদ অন্তত 20 হাজার টাকা ও যাত্রীদের দামি সামগ্রী চুরি করা । চুরির 'হাতিয়ার' ছিল সাধারণ ব্লেড ।

Pickpocket
প্রতীকি ছবি
author img

By

Published : Dec 25, 2019, 4:49 PM IST

Updated : Dec 25, 2019, 11:13 PM IST

হায়দরাবাদ, 25 ডিসেম্বর : মাসে ফ্ল্যাট ভাড়া 30 হাজার টাকা । দুই সন্তান পড়াশোনা করে শহরের নামী আন্তর্জাতিক স্কুলে । পরিবারের কর্তার পেশা কী জানেন ? 'ভদ্রলোক' পেশায় পকেটমার । হ্যাঁ, ঠিকই পড়েছেন । লোকের পকেট কেটে 'রইস' জীবনযাপন চলত থানেদার সিং কুশবার । বয়স মেরেকেটে 33 । আদতে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা । তবে 2016 সাল থেকে পরিবার নিয়ে ঘাঁটি গেড়েছে হায়দরাবাদের চন্দনগড়ে । সেখানে এক বিলাসবহুল ফ্ল্যাট ছিল তার ঠিকানা । সেই ফ্ল্যাটের মাসিক ভাড়া ছিল 30 হাজার টাকা । দুই সন্তান পড়ে নামী স্কুলে । সেই স্কুলের মাথাপিছু বার্ষিক ফি 2 লাখ টাকা । থানেদারের এই আড়ম্বরপূর্ণ জীবনযাপন দেখে চক্ষু চড়কগাছ পুলিশের ।

একজন পকেটমার কীভাবে এই বিপুল সম্পত্তির অধিকারী হল ? সেকেন্দ্রাবাদ স্টেশনের এক GRP আধিকারিক জানান, 2004 সাল থেকে পকেটমারি করছে থানেদার । তার নিশানায় থাকত মূলত দূরপাল্লার ট্রেনযাত্রীরা । কখনও সংরক্ষিত কামরা, কখনও অসংরক্ষিত কামরায় টিকিট কেটে ট্রেনে উঠত সে । থানেদারের লক্ষ্য ছিল প্রত্যেক ট্রিপে নগদ অন্তত 20 হাজার টাকা ও যাত্রীদের দামি সামগ্রী চুরি করা । চুরির 'হাতিয়ার' ছিল সাধারণ ব্লেড ।

তবে থানেদার পেশায় পকেটমার হলেও যথেষ্ট বিষয়ী ছিল । পকেটমারির টাকা সে বেহিসেবি খরচ করত না । সেই টাকার একাংশ বিনিয়োগ করত শেয়ার মার্কেট ও ক্রিকেট বেটিংয়ে । টাকার অঙ্কে এখনও পর্যন্ত থানেদারের হাতসাফাইয়ের পরিমাণ কত ? নগদ ও বিভিন্ন সামগ্রী মিলিয়ে প্রায় 2 কোটি টাকা । হ্যাঁ, অঙ্কটা চোখ কপালে তোলার মতই । পুলিশ সূত্র জানাচ্ছে, প্রায় 400টি অপরাধের সঙ্গে সে জড়িত । শুধু তাই নয়, এ বছর ভিকারাবাদ এলাকায় ডাকাতির ঘটনাতেও সে জড়িত ছিল ।

2005 সাল থেকে পুলিশের নজরে ছিল থানেদার । 2007 ও 2011 সালে বানজারা হিলস থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল । তবে কিছুদিন পর ফের সে হাজত থেকে বেরিয়ে এসে পুরনো পেশায় নেমে পড়ে । গত সোমবার এক GRP আধিকারিক হায়দরাবাদে একটি ফ্লাইওভারের নিচে একটি বাইক পার্ক করা রয়েছে দেখতে পান । সন্দেহ হয় ওই GRP আধিকারিকের । তিনি পুলিশে খবর দেন । বাইকটি থানেদার ও তার সঙ্গী অরুণ ব্যবহার করত । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । থানেদার ও অরুণ যখন বাইকটি নিতে সেখানে আসে তখন পুলিশ তাড়া করে তাদের । অরুণ পালিয়ে যেতে পারলেও পুলিশের হাতে ধরা পড়ে থানেদার । তার কাছ থেকে 13 লাখ টাকা নগদ ও 27 লাখ টাকার গয়না উদ্ধার করে পুলিশ । থানেদারকে জেরা করে সে সম্প্রতি কী কী অপরাধ করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ।

হায়দরাবাদ, 25 ডিসেম্বর : মাসে ফ্ল্যাট ভাড়া 30 হাজার টাকা । দুই সন্তান পড়াশোনা করে শহরের নামী আন্তর্জাতিক স্কুলে । পরিবারের কর্তার পেশা কী জানেন ? 'ভদ্রলোক' পেশায় পকেটমার । হ্যাঁ, ঠিকই পড়েছেন । লোকের পকেট কেটে 'রইস' জীবনযাপন চলত থানেদার সিং কুশবার । বয়স মেরেকেটে 33 । আদতে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা । তবে 2016 সাল থেকে পরিবার নিয়ে ঘাঁটি গেড়েছে হায়দরাবাদের চন্দনগড়ে । সেখানে এক বিলাসবহুল ফ্ল্যাট ছিল তার ঠিকানা । সেই ফ্ল্যাটের মাসিক ভাড়া ছিল 30 হাজার টাকা । দুই সন্তান পড়ে নামী স্কুলে । সেই স্কুলের মাথাপিছু বার্ষিক ফি 2 লাখ টাকা । থানেদারের এই আড়ম্বরপূর্ণ জীবনযাপন দেখে চক্ষু চড়কগাছ পুলিশের ।

একজন পকেটমার কীভাবে এই বিপুল সম্পত্তির অধিকারী হল ? সেকেন্দ্রাবাদ স্টেশনের এক GRP আধিকারিক জানান, 2004 সাল থেকে পকেটমারি করছে থানেদার । তার নিশানায় থাকত মূলত দূরপাল্লার ট্রেনযাত্রীরা । কখনও সংরক্ষিত কামরা, কখনও অসংরক্ষিত কামরায় টিকিট কেটে ট্রেনে উঠত সে । থানেদারের লক্ষ্য ছিল প্রত্যেক ট্রিপে নগদ অন্তত 20 হাজার টাকা ও যাত্রীদের দামি সামগ্রী চুরি করা । চুরির 'হাতিয়ার' ছিল সাধারণ ব্লেড ।

তবে থানেদার পেশায় পকেটমার হলেও যথেষ্ট বিষয়ী ছিল । পকেটমারির টাকা সে বেহিসেবি খরচ করত না । সেই টাকার একাংশ বিনিয়োগ করত শেয়ার মার্কেট ও ক্রিকেট বেটিংয়ে । টাকার অঙ্কে এখনও পর্যন্ত থানেদারের হাতসাফাইয়ের পরিমাণ কত ? নগদ ও বিভিন্ন সামগ্রী মিলিয়ে প্রায় 2 কোটি টাকা । হ্যাঁ, অঙ্কটা চোখ কপালে তোলার মতই । পুলিশ সূত্র জানাচ্ছে, প্রায় 400টি অপরাধের সঙ্গে সে জড়িত । শুধু তাই নয়, এ বছর ভিকারাবাদ এলাকায় ডাকাতির ঘটনাতেও সে জড়িত ছিল ।

2005 সাল থেকে পুলিশের নজরে ছিল থানেদার । 2007 ও 2011 সালে বানজারা হিলস থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল । তবে কিছুদিন পর ফের সে হাজত থেকে বেরিয়ে এসে পুরনো পেশায় নেমে পড়ে । গত সোমবার এক GRP আধিকারিক হায়দরাবাদে একটি ফ্লাইওভারের নিচে একটি বাইক পার্ক করা রয়েছে দেখতে পান । সন্দেহ হয় ওই GRP আধিকারিকের । তিনি পুলিশে খবর দেন । বাইকটি থানেদার ও তার সঙ্গী অরুণ ব্যবহার করত । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । থানেদার ও অরুণ যখন বাইকটি নিতে সেখানে আসে তখন পুলিশ তাড়া করে তাদের । অরুণ পালিয়ে যেতে পারলেও পুলিশের হাতে ধরা পড়ে থানেদার । তার কাছ থেকে 13 লাখ টাকা নগদ ও 27 লাখ টাকার গয়না উদ্ধার করে পুলিশ । থানেদারকে জেরা করে সে সম্প্রতি কী কী অপরাধ করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Mumbai, Dec 13 (ANI): Bollywood diva Malaika Arora visited Church on Christmas Eve. Malaika wore an elegant shiny red outfit. She was accompanied by her son Arhaan.
Last Updated : Dec 25, 2019, 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.