ETV Bharat / bharat

ভারতে কোরোনা টিকার অনুমতি প্রত্যাহার করছে ফাইজার - প্রত্যাহার

ভারতে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণের অনুমতি আপাতত প্রত্যাহার করে নিচ্ছে ফাইজার৷ তাদের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে আরও তথ্য চায় ভারতের ওষুধ নিয়ামক সংস্থা৷ সেই তথ্য-সহ নতুন করে জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি চাওয়া হবে৷

Pfizer withdraws application for Covid vaccine in India
ভারতে কোরোনা টিকার অনুমতি প্রত্যাহার করছে ফাইজার
author img

By

Published : Feb 5, 2021, 12:56 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : ভারতে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণের আনুষ্ঠানিক অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ফাইজার ৷

সংস্থার এক মুখপাত্র এই প্রসঙ্গে জানান, ‘‘ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের যে অনুমতি দেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনার জন্য গত 3 ফেব্রুয়ারি একটি বৈঠক হয় ৷ সেখানে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা হয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির ৷ তার উপর ভিত্তি করেই আমাদের মনে হয়েছে, এই ব্যাপারে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার আরও কিছু তথ্য জানা দরকার ৷ এর জেরেই আপাতত ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি প্রত্য়াহার করে নেওয়া হবে৷’’

আরও পড়ুন: দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

তবে আগামী দিনে যাতে টিকাকরণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালানো যায়, তারজন্য দু’পক্ষের মধ্যে আলোচনা চলবে বলেই জানিয়েছেন ওই মুখপাত্র৷ তিনি বলেন, ‘‘ফাইজার নিয়মিত ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবে ৷ অতিরিক্ত তথ্য হাতে এলেই তা তাদের জানানো হবে৷ সেইসঙ্গে, নতুন করে চাওয়া হবে টিকাকরণের অনুমতি৷ ফাইজারের টিকা যাতে ভারত সরকার ব্যবহার করে, তা নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টাই চালাবে তারা৷ আগামী দিনে যাতে ফের জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি মেলে, তারও ব্যবস্থা করা হবে৷

দিল্লি, 5 ফেব্রুয়ারি : ভারতে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণের আনুষ্ঠানিক অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ফাইজার ৷

সংস্থার এক মুখপাত্র এই প্রসঙ্গে জানান, ‘‘ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের যে অনুমতি দেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনার জন্য গত 3 ফেব্রুয়ারি একটি বৈঠক হয় ৷ সেখানে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা হয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির ৷ তার উপর ভিত্তি করেই আমাদের মনে হয়েছে, এই ব্যাপারে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার আরও কিছু তথ্য জানা দরকার ৷ এর জেরেই আপাতত ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি প্রত্য়াহার করে নেওয়া হবে৷’’

আরও পড়ুন: দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

তবে আগামী দিনে যাতে টিকাকরণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালানো যায়, তারজন্য দু’পক্ষের মধ্যে আলোচনা চলবে বলেই জানিয়েছেন ওই মুখপাত্র৷ তিনি বলেন, ‘‘ফাইজার নিয়মিত ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবে ৷ অতিরিক্ত তথ্য হাতে এলেই তা তাদের জানানো হবে৷ সেইসঙ্গে, নতুন করে চাওয়া হবে টিকাকরণের অনুমতি৷ ফাইজারের টিকা যাতে ভারত সরকার ব্যবহার করে, তা নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টাই চালাবে তারা৷ আগামী দিনে যাতে ফের জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি মেলে, তারও ব্যবস্থা করা হবে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.