ETV Bharat / bharat

বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের প্রস্তাব - MSME

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অবসর ভাতার প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । "প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন প্রকল্প " এর অধীনে অবসর ভাতা পাবেন ব্যবসায়ীরা ।

ক্ষুদ্র ব্যবসায়ী
author img

By

Published : Jul 5, 2019, 12:30 PM IST

Updated : Jul 5, 2019, 1:13 PM IST

দিল্লি ,5 জুলাই : GST চালু হওয়ার পর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেটে। GSTর ধাক্কায় BJP-র থেকে মুখ ফিরিয়েছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী । দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তাঁদের ক্ষোভ প্রশমনে এবার দরাজ হস্ত কেন্দ্রীয় সরকার। 2019-20 বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্পের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বছরে দেড় কোটির নীচে টার্ন ওভার (লভ্যংশ) থাকা 3 কোটি খুচরো ব্যবসায়ী ও দোকানদাররা এই সুবিধা পাবেন । তাঁদের জন্য প্রস্তাবিত হল নতুন প্রকল্প "প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন প্রকল্প "। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের জন্য তৈরি হয়েছে নতুন প্ল্যাটফর্ম । GST তে নথিভুক্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের 2 শতাংশ সুদ লাঘব । বরাদ্দ হয়েছে 350 কোটি টাকা ।

দিল্লি ,5 জুলাই : GST চালু হওয়ার পর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেটে। GSTর ধাক্কায় BJP-র থেকে মুখ ফিরিয়েছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী । দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তাঁদের ক্ষোভ প্রশমনে এবার দরাজ হস্ত কেন্দ্রীয় সরকার। 2019-20 বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্পের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বছরে দেড় কোটির নীচে টার্ন ওভার (লভ্যংশ) থাকা 3 কোটি খুচরো ব্যবসায়ী ও দোকানদাররা এই সুবিধা পাবেন । তাঁদের জন্য প্রস্তাবিত হল নতুন প্রকল্প "প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন প্রকল্প "। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের জন্য তৈরি হয়েছে নতুন প্ল্যাটফর্ম । GST তে নথিভুক্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের 2 শতাংশ সুদ লাঘব । বরাদ্দ হয়েছে 350 কোটি টাকা ।

Mumbai, July 04 (ANI): Hours after allegedly misbehaving with an engineer, Congress MLA Nitesh Rane surrendered on Thursday before police in Kankavali station in Sindhudurg district who arrested him and two of his supporters. This incident took place at a bridge near Mumbai-Goa highway when they were inspecting the potholes-ridden highway in Kankavali. They later tied him to the bridge over the river. An FIR was registered against Rane and at least 40 of his supporters under several provision of the IPC.


Last Updated : Jul 5, 2019, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.