ETV Bharat / bharat

সীমান্ত পরিস্থিতি ভারত-চিন সম্পর্কের উপর প্রভাব ফেলছে, উদ্বিগ্ন বিদেশমন্ত্রী - ভারত-চিন সম্পর্ক

"1980-র দশকের শেষ দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে শুরু করে । এভাবে যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে থাকে, তাহলে তা (দ্বিপাক্ষিক) সম্পর্কের উপর প্রভাব ফেলবে । যা এখন আমরা দেখতে পাচ্ছি ।" বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

এস জয়শংকর
এস জয়শংকর
author img

By

Published : Oct 18, 2020, 9:45 AM IST

দিল্লি, 18 অক্টোবর : প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ব্যবস্থা "গভীরভাবে বিঘ্নিত" হচ্ছে । আর খুব স্বাভাবিকভাবেই এটি ভারত ও চিনের সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে । জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

প্রসঙ্গত, বিগত প্রায় মাস পাঁচেক ধরে পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা ও সংঘাতের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে । প্রকৃত নিয়ন্ত্রণরেখার উভয়দিকেই নিজেদের সেনা মোতায়েন করছে দিল্লি ও বেজিং । 50 হাজারেরও বেশি সেনা জওয়ান মোতায়েন রয়েছে সীমান্তের উভয় প্রান্তে । এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ।

বিদেশমন্ত্রী তাঁর লেখা "দ্য ইন্ডিয়া ওয়ে" বই সংক্রান্ত একটি ওয়েবিনারে গতকাল বক্তব্য রাখেন । সেখানে বিগত তিন দশকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করতে গিয়ে বলেন, ভারত-চিন সীমান্ত বিষয়ক প্রশ্নটি অত্যন্ত জটিল ও কঠিন একটি সমস্যা ।

আরও পড়ুন : কূটনৈতিক সৌজন্য ! চিনের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা ভারতের

জয়শংকর জানান, 1980-র দশকের শেষের দিক পর্যন্ত ভারত ও চিনের সম্পর্ক স্বাভাবিকই ছিল । আন্তর্জাতিক শান্তির বাতাবরণে বাণিজ্য, পর্যটন, ভ্রমণ ও অন্যান্য কার্যক্রম চালু ছিল । বলেন, "সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা শুধুমাত্র ভারতের একার হাতে নেই । আমরা বুঝতে পারি যে এটি একটি খুব জটিল এবং কঠিন সমস্যা । বিভিন্ন স্তরে বহু আলোচনা হয়েছে ... এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুব বড় একটি বাধা ।"

সীমান্তে চলতে থাকা উত্তেজনার পরিস্থিতি নিয়ে বলেন, "1980-র দশকের শেষ দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে শুরু করে । এভাবে যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে থাকে, তাহলে তা (দ্বিপাক্ষিক) সম্পর্কের উপর প্রভাব ফেলবে । যা এখন আমরা দেখতে পাচ্ছি ।"

দিল্লি, 18 অক্টোবর : প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ব্যবস্থা "গভীরভাবে বিঘ্নিত" হচ্ছে । আর খুব স্বাভাবিকভাবেই এটি ভারত ও চিনের সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে । জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

প্রসঙ্গত, বিগত প্রায় মাস পাঁচেক ধরে পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা ও সংঘাতের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে । প্রকৃত নিয়ন্ত্রণরেখার উভয়দিকেই নিজেদের সেনা মোতায়েন করছে দিল্লি ও বেজিং । 50 হাজারেরও বেশি সেনা জওয়ান মোতায়েন রয়েছে সীমান্তের উভয় প্রান্তে । এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ।

বিদেশমন্ত্রী তাঁর লেখা "দ্য ইন্ডিয়া ওয়ে" বই সংক্রান্ত একটি ওয়েবিনারে গতকাল বক্তব্য রাখেন । সেখানে বিগত তিন দশকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করতে গিয়ে বলেন, ভারত-চিন সীমান্ত বিষয়ক প্রশ্নটি অত্যন্ত জটিল ও কঠিন একটি সমস্যা ।

আরও পড়ুন : কূটনৈতিক সৌজন্য ! চিনের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা ভারতের

জয়শংকর জানান, 1980-র দশকের শেষের দিক পর্যন্ত ভারত ও চিনের সম্পর্ক স্বাভাবিকই ছিল । আন্তর্জাতিক শান্তির বাতাবরণে বাণিজ্য, পর্যটন, ভ্রমণ ও অন্যান্য কার্যক্রম চালু ছিল । বলেন, "সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা শুধুমাত্র ভারতের একার হাতে নেই । আমরা বুঝতে পারি যে এটি একটি খুব জটিল এবং কঠিন সমস্যা । বিভিন্ন স্তরে বহু আলোচনা হয়েছে ... এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুব বড় একটি বাধা ।"

সীমান্তে চলতে থাকা উত্তেজনার পরিস্থিতি নিয়ে বলেন, "1980-র দশকের শেষ দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে শুরু করে । এভাবে যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে থাকে, তাহলে তা (দ্বিপাক্ষিক) সম্পর্কের উপর প্রভাব ফেলবে । যা এখন আমরা দেখতে পাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.