ETV Bharat / bharat

শ্রীনগরে PDP কার্যালয় সিল, সরব মেহবুবা মুফতি

author img

By

Published : Oct 29, 2020, 1:01 PM IST

শ্রীনগরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির দলীয় কার্যালয় সিল করা হয়েছে । গ্রেপ্তার একাধিক PDP নেতা ও কর্মী । জম্মু-কাশ্মীর প্রশাসনের তীব্র নিন্দা করে টুইট করেছেন PDP প্রেসিডেন্ট মেহবুবা মুফতি ।

pdp
pdp

শ্রীনগর, 29 অক্টোবর : সিল করা হল শ্রীনগরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (PDP) দলীয় কার্যালয় । একাধিক PDP নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । এর বিরোধিতা করে জম্মু-কাশ্মীর প্রশাসনের তীব্র নিন্দা করেন PDP প্রেসিডেন্ট মেহবুবা মুফতি ।

শান্তিপূর্ণ আন্দোলনের জন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । মুফতি টুইটে লেখেন, "শ্রীনগরে PDP-র দলীয় কার্যালয় সিল করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন । শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য কর্মীদের গ্রেপ্তার করেছে । জম্মুতে তো এই আন্দোলনের অনুমতি ছিল । তবে এখানে নয় কেন ? এটাই কি আপনার 'সাধারণ'-র সংজ্ঞা, যা বিশ্বের সামনে দেখানো হচ্ছে ? "

  • PDP office in Srinagar sealed by J&K admin & workers arrested for organising a peaceful protest. A similar protest was allowed in Jammu so why was it thwarted here? Is this your definition of ‘normalcy’ thats being showcased in the world? @PMOIndia @HMOIndia @manojsinha_ pic.twitter.com/j9Y5L5WTyQ

    — Mehbooba Mufti (@MehboobaMufti) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

PDP office in Srinagar sealed by J&K admin & workers arrested for organising a peaceful protest. A similar protest was allowed in Jammu so why was it thwarted here? Is this your definition of ‘normalcy’ thats being showcased in the world? @PMOIndia @HMOIndia @manojsinha_ pic.twitter.com/j9Y5L5WTyQ

— Mehbooba Mufti (@MehboobaMufti) October 29, 2020 ">

গতকালও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এবং ন্যাশনাল প্যান্থার্স পার্টি শ্রীনগরে আন্দোলন করে । জম্মু-কাশ্মীরে বহিরাগতদের জমি কেনার অনুমোদনে আইন বাতিলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করে তারা ।

শ্রীনগর, 29 অক্টোবর : সিল করা হল শ্রীনগরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (PDP) দলীয় কার্যালয় । একাধিক PDP নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । এর বিরোধিতা করে জম্মু-কাশ্মীর প্রশাসনের তীব্র নিন্দা করেন PDP প্রেসিডেন্ট মেহবুবা মুফতি ।

শান্তিপূর্ণ আন্দোলনের জন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । মুফতি টুইটে লেখেন, "শ্রীনগরে PDP-র দলীয় কার্যালয় সিল করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন । শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য কর্মীদের গ্রেপ্তার করেছে । জম্মুতে তো এই আন্দোলনের অনুমতি ছিল । তবে এখানে নয় কেন ? এটাই কি আপনার 'সাধারণ'-র সংজ্ঞা, যা বিশ্বের সামনে দেখানো হচ্ছে ? "

  • PDP office in Srinagar sealed by J&K admin & workers arrested for organising a peaceful protest. A similar protest was allowed in Jammu so why was it thwarted here? Is this your definition of ‘normalcy’ thats being showcased in the world? @PMOIndia @HMOIndia @manojsinha_ pic.twitter.com/j9Y5L5WTyQ

    — Mehbooba Mufti (@MehboobaMufti) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এবং ন্যাশনাল প্যান্থার্স পার্টি শ্রীনগরে আন্দোলন করে । জম্মু-কাশ্মীরে বহিরাগতদের জমি কেনার অনুমোদনে আইন বাতিলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.