ETV Bharat / bharat

অমৃতসর বিমানবন্দরে আটকে ব্রিটেন ফেরত যাত্রীরা, করাতে হবে কোরোনা পরীক্ষা - অমৃতসর বিমানবন্দরে আটকে ব্রিটেন ফেরত যাত্রীরা

বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা গেল যাত্রীদের পরিজনদের । তাঁদের অভিযোগ, বিমানে ওঠার আগেই প্রত্যেকের কোরোনা পরীক্ষা করানো হয়েছিল । কিন্তু তারপরও ফের একবার কোরোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে ।

Amritsar News
অমৃতসর বিমানবন্দরে আটকে ব্রিটেন ফেরত যাত্রীরা
author img

By

Published : Dec 22, 2020, 2:17 PM IST

অমৃতসর , 22 ডিসেম্বর : ব্রিটেন থেকে ফিরে দীর্ঘক্ষণ অমৃতসর বিমানবন্দরে আটকে থাকলেন যাত্রীরা । আজ সকালে লন্ডন থেকে একটি বিমান 242 জন যাত্রী নিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে । তারপরই সেখানে ওই বিমানের যাত্রীদের আটকে দেওয়া হয় । অনেকেই সেখানে বিক্ষোভ দেখান । অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক ভাটিয়া জানিয়েছেন, যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানোর পর তাঁদের সেখান থেকে ছাড়া হবে ।

এদিকে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা গেল যাত্রীদের পরিজনদের । তাঁদের অভিযোগ, বিমানে ওঠার আগেই প্রত্যেকের কোরোনা পরীক্ষা করানো হয়েছিল । কিন্তু তারপরও ফের একবার কোরোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে ।

অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক ভাটিয়া বলেন, "যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে । এর জন্য ছয় থেকে আট ঘণ্টা সময় লাগবে । অন্যদিকে মুম্বই বিমানবন্দরে ব্রিটেন থেকে আসা যাত্রীদেরও ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে রাখা হয়েছে ।"

আরও পড়ুন , উদ্বেগ বাড়িয়ে লন্ডন থেকে কলকাতায় ফেরা দুই যাত্রীর শরীরে মিলল কোভিড-19

ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়ার পর থেকে ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা স্থগিত করে দেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । মন্ত্রকের তরফে টুইটারে জানানো হয়েছিল, ব্রিটেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার । ব্রিটেন থেকে ভারতে আসা সমস্ত বিমান 31 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত স্থগিত করা হয়েছে । সেই সঙ্গে বলা হয়েছিল , যে বিমানগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে বা যে বিমানগুলি 22 ডিসেম্বর রাত 11টা 59-এর মধ্যে ভারতে পৌঁছাবে, সেই বিমানের যাত্রীদের আগে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে । সেইমতো আজ অমৃতসর বিমানবন্দরে আটকে দেওয়া হয় ব্রিটেন ফেরত যাত্রীদের ।

অমৃতসর , 22 ডিসেম্বর : ব্রিটেন থেকে ফিরে দীর্ঘক্ষণ অমৃতসর বিমানবন্দরে আটকে থাকলেন যাত্রীরা । আজ সকালে লন্ডন থেকে একটি বিমান 242 জন যাত্রী নিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে । তারপরই সেখানে ওই বিমানের যাত্রীদের আটকে দেওয়া হয় । অনেকেই সেখানে বিক্ষোভ দেখান । অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক ভাটিয়া জানিয়েছেন, যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানোর পর তাঁদের সেখান থেকে ছাড়া হবে ।

এদিকে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা গেল যাত্রীদের পরিজনদের । তাঁদের অভিযোগ, বিমানে ওঠার আগেই প্রত্যেকের কোরোনা পরীক্ষা করানো হয়েছিল । কিন্তু তারপরও ফের একবার কোরোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে ।

অমৃতসর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপক ভাটিয়া বলেন, "যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে । এর জন্য ছয় থেকে আট ঘণ্টা সময় লাগবে । অন্যদিকে মুম্বই বিমানবন্দরে ব্রিটেন থেকে আসা যাত্রীদেরও ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে রাখা হয়েছে ।"

আরও পড়ুন , উদ্বেগ বাড়িয়ে লন্ডন থেকে কলকাতায় ফেরা দুই যাত্রীর শরীরে মিলল কোভিড-19

ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়ার পর থেকে ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা স্থগিত করে দেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । মন্ত্রকের তরফে টুইটারে জানানো হয়েছিল, ব্রিটেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার । ব্রিটেন থেকে ভারতে আসা সমস্ত বিমান 31 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত স্থগিত করা হয়েছে । সেই সঙ্গে বলা হয়েছিল , যে বিমানগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে বা যে বিমানগুলি 22 ডিসেম্বর রাত 11টা 59-এর মধ্যে ভারতে পৌঁছাবে, সেই বিমানের যাত্রীদের আগে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে । সেইমতো আজ অমৃতসর বিমানবন্দরে আটকে দেওয়া হয় ব্রিটেন ফেরত যাত্রীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.