ETV Bharat / bharat

1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, অধিবেশন শুরু 29 জানুয়ারি

1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন । তার আগে 29 জানুয়ারি থেকে সংসদে শুরু হতে চলেছে 2021-2022 বাজেট অধিবেশন । চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 1 তারিখ সকাল 11টা থেকে বাজেট পেশ করবেন ।

parliament-session-from-jan-29-fm-to-present-budget-on-feb-1
1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, অধিবেশন শুরু 29 জানুয়ারি
author img

By

Published : Jan 14, 2021, 7:50 PM IST

Updated : Jan 15, 2021, 8:55 AM IST

দিল্লি, 14 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন । তার আগে 29 জানুয়ারি থেকে সংসদে শুরু হতে চলেছে 2021-2022 বাজেট অধিবেশন । চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বাজেট অধিবেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে 29 জানুয়ারি থেকে 15 ফেব্রিুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে । দ্বিতীয় ধাপে 8 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত অধিবেশন বসবে সংসদে।

17 তম লোকসভার পঞ্চম সেশনে মোট 35টি অধিবেশন বসবে সংসদে। যার প্রথম ধাপে 11টি এবং শেষ ধাপে 24টি অধিবেশন হবে। 29 জানুয়ারি সকাল 11টার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন । তারপরেই শুরু হবে বাজেটের মূল অধিবেশন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 1 তারিখ সকাল 11টা থেকে বাজেট পেশ করবেন ।

আরও পড়ুন : GST ঘাটতি পূরণের বিকল্প পথ বাছল 21 রাজ্য

15 ফেব্রুয়ারির পর অধিবেশন মুলতবি হওয়ার পর, বাজেটে নিয়ে সংসদের সব স্ট্য়ান্ডিং কমিটি তাদের বক্তব্য় বা দাবি সরকারের কাছে রাখতে পারবে। সেই মত তাদের রিপোর্ট তৈরি করবে ।

দিল্লি, 14 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন । তার আগে 29 জানুয়ারি থেকে সংসদে শুরু হতে চলেছে 2021-2022 বাজেট অধিবেশন । চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বাজেট অধিবেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে 29 জানুয়ারি থেকে 15 ফেব্রিুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে । দ্বিতীয় ধাপে 8 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত অধিবেশন বসবে সংসদে।

17 তম লোকসভার পঞ্চম সেশনে মোট 35টি অধিবেশন বসবে সংসদে। যার প্রথম ধাপে 11টি এবং শেষ ধাপে 24টি অধিবেশন হবে। 29 জানুয়ারি সকাল 11টার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন । তারপরেই শুরু হবে বাজেটের মূল অধিবেশন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 1 তারিখ সকাল 11টা থেকে বাজেট পেশ করবেন ।

আরও পড়ুন : GST ঘাটতি পূরণের বিকল্প পথ বাছল 21 রাজ্য

15 ফেব্রুয়ারির পর অধিবেশন মুলতবি হওয়ার পর, বাজেটে নিয়ে সংসদের সব স্ট্য়ান্ডিং কমিটি তাদের বক্তব্য় বা দাবি সরকারের কাছে রাখতে পারবে। সেই মত তাদের রিপোর্ট তৈরি করবে ।

Last Updated : Jan 15, 2021, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.