ETV Bharat / bharat

লকডাউন : শেষ চারদিনে নতুন সংক্রমণ নেই আন্দামানে

author img

By

Published : Apr 30, 2020, 11:34 AM IST

Lockdown
লকডাউন

10:08 April 30

দিল্লি, 30 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 37 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • শেষ 12 ঘণ্টায় পুণেতে নতুন করে 127 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • রাজস্থান থেকে 86 জনের শরীরে নতুন করে সংক্রমণের খবর সামনে এসেছে । নতুন করে মারা গেছে দু'জন ।
  • লখনউতে 646 জনের নমুনা পরীক্ষা করে 27 জনের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ ।
  • রায়পুরে কোরোনামুক্ত হল দুই রোগী ।
  • আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শেষ চারদিনে নতুন করে কোনও সংক্রমণের খবর নেই ।
  • হরিয়াণার ঝাজ্জারে নতুন করে সংক্রমিত 10 । এদের মধ্যে 9 জনই সবজি বিক্রেতা ।

10:08 April 30

দিল্লি, 30 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 37 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • শেষ 12 ঘণ্টায় পুণেতে নতুন করে 127 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • রাজস্থান থেকে 86 জনের শরীরে নতুন করে সংক্রমণের খবর সামনে এসেছে । নতুন করে মারা গেছে দু'জন ।
  • লখনউতে 646 জনের নমুনা পরীক্ষা করে 27 জনের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ ।
  • রায়পুরে কোরোনামুক্ত হল দুই রোগী ।
  • আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শেষ চারদিনে নতুন করে কোনও সংক্রমণের খবর নেই ।
  • হরিয়াণার ঝাজ্জারে নতুন করে সংক্রমিত 10 । এদের মধ্যে 9 জনই সবজি বিক্রেতা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.