কুপওয়ারা, 28 সেপ্টেম্বর : ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার মচ্চল সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান । জখম হন এক ভারতীয় জওয়ান । জবাবে পালটা গুলি চালায় ভারতীয় সেনা ।
সেনাসূত্রে খবর, আহত জওয়ানকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল ।
ভারতীয় সেনার তরফে টুইট করে জানানো হয়েছে, উপযুক্ত জবাব দেওয়া হয়েছে । একজন সেনা জওয়ান জখম হয়েছেন । তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।