ETV Bharat / bharat

পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের

author img

By

Published : Mar 17, 2020, 7:39 AM IST

Updated : Mar 17, 2020, 9:52 AM IST

Pakistan violated ceasefire in Mankote & Mendhar sectors
পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের

07:33 March 17

আজ সকাল 6 টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে প্রবেশ করে পাকিস্তান সেনা ৷

জম্মু, 17 মার্চ:  যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের ৷ আজ সকাল 6 টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের মানকোট ও মেন্ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে জানা যায় ৷  

শুধু আজ নয়, গতকালও পুঞ্চের লাইন অব কন্ট্রোলের পার্শ্ববর্তী (LOC) কিরনি ও কাসবা সেক্টরে গুলিবর্ষণ ও মর্টার দিয়ে হামলা করে ৷ ভারতীয় সেনা এর জবাবে গোলা বর্ষণ করেছে কি না তা এখনও জানা যায়নি ৷  

4 মার্চ লোকসভায় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সীমান্ত ও লাইন অব কন্ট্রোলে মোট 646 বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷

07:33 March 17

আজ সকাল 6 টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে প্রবেশ করে পাকিস্তান সেনা ৷

জম্মু, 17 মার্চ:  যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের ৷ আজ সকাল 6 টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের মানকোট ও মেন্ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে জানা যায় ৷  

শুধু আজ নয়, গতকালও পুঞ্চের লাইন অব কন্ট্রোলের পার্শ্ববর্তী (LOC) কিরনি ও কাসবা সেক্টরে গুলিবর্ষণ ও মর্টার দিয়ে হামলা করে ৷ ভারতীয় সেনা এর জবাবে গোলা বর্ষণ করেছে কি না তা এখনও জানা যায়নি ৷  

4 মার্চ লোকসভায় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সীমান্ত ও লাইন অব কন্ট্রোলে মোট 646 বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷

Last Updated : Mar 17, 2020, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.