দিল্লি, 29 অগাস্ট : পাকিস্তানের সরকার ও মন্ত্রীদের সাম্প্রতিক কালে করা দায়িত্বজ্ঞানহীন মন্তব্যর কঠোর নিন্দা করল ভারত । আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, "আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের নেতাদের মন্তব্য এবং টুইটের কড়া নিন্দা করছি ।"
প্রসঙ্গত, কাশ্মীর ইশুতে রাষ্ট্রসংঘকে কাঠগড়ায় তুলে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, "কাশ্মীরের সমস্য মেটাতে সচেষ্ট নয় রাষ্ট্রসংঘ । তারা চাইলে এতদিনে কাশ্মীরে গণভোটের আয়োজন করত । সময় এসেছে কাশ্মীরে শেষ স্বাধীনতা সংগ্রামের । শীঘ্রই কাশ্মীর সফরে যাব ।"
রবিশ কুমার জানান, পাকিস্তান গজ়নভি মিজ়াইল পরীক্ষা বিষয়ে দিল্লিকে অবগত করেছে । এই প্রসঙ্গে রবিশ কুমার বলেন, "পাকিস্তানের স্বাভাবিক আচরণ, স্বাভাবিক কথাবার্তা, স্বাভাবিক বাণিজ্য চালানো উচিত...আমরা পাকিস্তানের পক্ষ থেকে স্বাভাবিক আচরণ আশা করি । পাকিস্তান আমাদের দেশে জঙ্গি অনুপ্রবেশে মদত দিক তা চাই না ।"
এরপর গুজরাতের কছ এলাকায় জারি হওয়া হাই অ্যালার্টের প্রসঙ্গে তিনি বলেন, "গুজরাতের কছ এলাকায় পাকিস্তানি কমান্ডোরা ছোট নৌকায় ঢুকতে পারে । গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই গুজরাতের কান্দলা বন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার । নিরাপত্তারক্ষীদের টহলদারিও বাড়ানো হয়েছে সেই এলাকায় ।"
এদিকে সম্প্রতি রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে দায়ের করা একটি আবেদনে রাহুলের বক্তব্য উদ্ধৃত করে পাকিস্তান । সেই আবেদনে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকেও উদ্ধৃত করা হয়েছে পাকিস্তানের তরফে । তবে রবিশ কুমার আজ জানান, সেই উল্লেখ করা মন্তব্যের কোনও মূল্য নেই ।