ETV Bharat / bharat

আইনি লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে নিজামের অর্থ আদায় করল ভারত - British High Court

ঘটনার সূত্রপাত 1948 সালে ৷ হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ 7 হাজার পাউন্ড পাঠিয়ে ছিলেন । যে অ্যাকাউন্টটি ছিল লন্ডনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন হাই কমিশনার হাবিব ইব্রাহিম রহিমতুল্লার ।

হায়দরাবাদের নিজাম
author img

By

Published : Oct 3, 2019, 5:50 AM IST

Updated : Oct 3, 2019, 6:51 AM IST

লন্ডন ও ইসলামাবাদ, 3 অক্টোবর : এ এক অন্য রকমের লড়াই ৷ সম্মান রক্ষার লড়াই ৷ দাবি প্রতিষ্ঠার লড়াই ৷ যে লড়াইয়ে শেষ হাসি হাসল দিল্লি ৷

হায়দরাবাদের প্রয়াত নিজামের 3 কোটি 50 লাখ পাউন্ডের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে জয়ী হল ভারত । এই টাকা গচ্ছিত ছিল ব্রিটেনের ব্যাঙ্কে ৷ এই অর্থের উপর নিজেদের দাবি জানিয়ে আদালতে গিয়েছিল দিল্লি ও ইসলামাবাদ ৷ পাকিস্তানের বহু দশকের এই দাবি বুধবার খারিজ করে দিল ব্রিটিশ হাইকোর্ট । তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান নয়, ওই অর্থের উত্তরাধিকারী একমাত্র নিজামের বংশধরেরা ।

ঘটনার সূত্রপাত 1948 সালে ৷ হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ 7 হাজার পাউন্ড পাঠিয়ে ছিলেন । যে অ্যাকাউন্টটি ছিল লন্ডনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন হাই কমিশনার হাবিব ইব্রাহিম রহিমতুল্লার । উদ্দেশ্যে ছিল নিরাপত্তা ৷ পরবর্তীতে হায়দরাবাদ ভারতের সঙ্গে যুক্ত হওয়ায় সেই অর্থ ফেরৎ চান নিজামের বংশধরেরা । তখনই বেঁকে বসে পাকিস্তান, নিজেদের ওই অর্থের দাবিদারি বলে জাহির করতে শুরু করে তারা ৷ পরিস্থিতি জটিল হয় 2013 সালে ৷ সে সময় পাকিস্তান‌ দাবি করেছিল ওই অর্থ তাদের সরকারের প্রাপ্য । কেন না, ওই অর্থ নিজাম দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসেবে । ইসলাবাদের তরফে এমন দাবিও কর হয়, ওই টাকা তাদের দেওয়া হয়েছিল ভারতের থেকে দূরে রাখার জন্যও । ততক্ষণে সুদে আসলে বেড়ে চলেছে মোট অর্থের পরিমাণ ৷ আজ তা বেড়ে 3 কোটি 50 লক্ষ পাউন্ড ।

অবশেষে ব্রিটিশ হাইকোর্ট রায় দিল ভারতের পক্ষে ৷ বিচারপতি মার্কাস স্মিথ তাঁর রায়ে জানিয়েছেন, পাকিস্তানের দাবির সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি ৷ এই অর্থ পুরোপুরি ভাবে নিজাম পাকিস্তানকে দিয়েছিলেন এমন কোনও তথ্য মেলেনি ৷ এর পরই বিচারপতি ভারতের পক্ষে রায় ঘোষণা করেন ৷ আর নির্দেশ শোনার পর পাকিস্তানের ইঙ্গিত, টাকা 'ফেরত' পেতে শীঘ্রই তারা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে ৷

লন্ডন ও ইসলামাবাদ, 3 অক্টোবর : এ এক অন্য রকমের লড়াই ৷ সম্মান রক্ষার লড়াই ৷ দাবি প্রতিষ্ঠার লড়াই ৷ যে লড়াইয়ে শেষ হাসি হাসল দিল্লি ৷

হায়দরাবাদের প্রয়াত নিজামের 3 কোটি 50 লাখ পাউন্ডের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে জয়ী হল ভারত । এই টাকা গচ্ছিত ছিল ব্রিটেনের ব্যাঙ্কে ৷ এই অর্থের উপর নিজেদের দাবি জানিয়ে আদালতে গিয়েছিল দিল্লি ও ইসলামাবাদ ৷ পাকিস্তানের বহু দশকের এই দাবি বুধবার খারিজ করে দিল ব্রিটিশ হাইকোর্ট । তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান নয়, ওই অর্থের উত্তরাধিকারী একমাত্র নিজামের বংশধরেরা ।

ঘটনার সূত্রপাত 1948 সালে ৷ হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ 7 হাজার পাউন্ড পাঠিয়ে ছিলেন । যে অ্যাকাউন্টটি ছিল লন্ডনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন হাই কমিশনার হাবিব ইব্রাহিম রহিমতুল্লার । উদ্দেশ্যে ছিল নিরাপত্তা ৷ পরবর্তীতে হায়দরাবাদ ভারতের সঙ্গে যুক্ত হওয়ায় সেই অর্থ ফেরৎ চান নিজামের বংশধরেরা । তখনই বেঁকে বসে পাকিস্তান, নিজেদের ওই অর্থের দাবিদারি বলে জাহির করতে শুরু করে তারা ৷ পরিস্থিতি জটিল হয় 2013 সালে ৷ সে সময় পাকিস্তান‌ দাবি করেছিল ওই অর্থ তাদের সরকারের প্রাপ্য । কেন না, ওই অর্থ নিজাম দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসেবে । ইসলাবাদের তরফে এমন দাবিও কর হয়, ওই টাকা তাদের দেওয়া হয়েছিল ভারতের থেকে দূরে রাখার জন্যও । ততক্ষণে সুদে আসলে বেড়ে চলেছে মোট অর্থের পরিমাণ ৷ আজ তা বেড়ে 3 কোটি 50 লক্ষ পাউন্ড ।

অবশেষে ব্রিটিশ হাইকোর্ট রায় দিল ভারতের পক্ষে ৷ বিচারপতি মার্কাস স্মিথ তাঁর রায়ে জানিয়েছেন, পাকিস্তানের দাবির সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি ৷ এই অর্থ পুরোপুরি ভাবে নিজাম পাকিস্তানকে দিয়েছিলেন এমন কোনও তথ্য মেলেনি ৷ এর পরই বিচারপতি ভারতের পক্ষে রায় ঘোষণা করেন ৷ আর নির্দেশ শোনার পর পাকিস্তানের ইঙ্গিত, টাকা 'ফেরত' পেতে শীঘ্রই তারা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে ৷

Bhopal (MP), Oct 02 (ANI): Former Madhya Pradesh chief minister Shivraj Singh Chouhan on October 2nd slammed state Chief Minister Kamal Nath for his remark on Mahatma Gandhi. He said that the Father of the Nation not just belongs to Congress, but everyone. He also urged to CM Kamal Nath and Congress leader Digvijaya Singh to forget all the disputes and spread message of peace, cleanliness and dedication to the mass.
Last Updated : Oct 3, 2019, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.