ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের আগেই বিচ্ছিন্নতাবাদী নেতাকে ফোন পাকিস্তানের বিদেশমন্ত্রীর - geelani

পাকিস্তানের এই পদক্ষেপে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

বিচ্ছিন্নতাবাদী নেতা
author img

By

Published : Feb 3, 2019, 4:26 AM IST

শ্রীনগর, ৩ ফেব্রুয়ারি : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ফোন করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আজ জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে পাকিস্তানের এই পদক্ষেপে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কুরেশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গিলানির সঙ্গে আলোচনা করেছেন।

কয়েকদিন আগে হুরিয়ত নেতা মিরওয়াজ় উমর ফারুককে ফোন করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। এরপরই ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানান বিদেশসচিব বিজয় গোখলে। পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তিনি বলেন, এই ধরনের প্ররোচনামূলক কাজ থেকে পাকিস্তানের বিরত থাকা উচিত।

আজই জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করবেন তিনি। পাশাপাশি শ্রীনগরের ডাল লেক ভ্রমণেও যাবেন। যদিও আজ কাশ্মীরে বনধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ় উমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানি ও ইয়াসিন মালিককে গৃহবন্দী করা হয়েছে। আঁটসাট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারকে দুর্গে পরিণত হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী। শহরে ঢোকা ও বেরনোর সময় গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। কয়েকটি জায়গায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা।

undefined

শ্রীনগর, ৩ ফেব্রুয়ারি : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ফোন করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আজ জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে পাকিস্তানের এই পদক্ষেপে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কুরেশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গিলানির সঙ্গে আলোচনা করেছেন।

কয়েকদিন আগে হুরিয়ত নেতা মিরওয়াজ় উমর ফারুককে ফোন করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। এরপরই ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানান বিদেশসচিব বিজয় গোখলে। পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তিনি বলেন, এই ধরনের প্ররোচনামূলক কাজ থেকে পাকিস্তানের বিরত থাকা উচিত।

আজই জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করবেন তিনি। পাশাপাশি শ্রীনগরের ডাল লেক ভ্রমণেও যাবেন। যদিও আজ কাশ্মীরে বনধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ় উমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানি ও ইয়াসিন মালিককে গৃহবন্দী করা হয়েছে। আঁটসাট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারকে দুর্গে পরিণত হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী। শহরে ঢোকা ও বেরনোর সময় গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। কয়েকটি জায়গায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা।

undefined
AP Video Delivery Log - 1800 GMT ENTERTAINMENT
Saturday, 2 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last 6 hours. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1754: UK Tiger AP Clients Only 4194139
Sumatran tiger gets new UK home
AP-APTN-1722: Archive Bow Wow AP Clients Only 4194135
Rapper Bow Wow arrested in Atlanta, charged with battery
AP-APTN-1630: US Groundhog Day AP Clients Only 4194127
Punxsutawney Phil predicts early spring
AP-APTN-1236: Archive Duchess of Sussex AP Clients Only 4194106
Meghan puts notes on bananas sent to needy women in Britain
AP-APTN-1139: Archive Cardi B Content has significant restrictions, see script for details 4194099
Cardi B declined Super Bowl halftime with 'mixed feelings'
AP-APTN-1132: US Miss Bala Content has significant restrictions, see script for details 4194096
Gina Rodriguez's 'very difficult' transformation for 'Miss Bala'
AP-APTN-1121: US Sundance Velvet Buzzsaw Content has significant restrictions, see script for details 4194094
'Velvet Buzzsaw' star Jake Gyllenhaal: 'Risk is reward'
AP-APTN-0132: ARCHIVE Jerry Seinfeld AP Clients Only 4194073
Comedian Seinfeld sued over auction sale of 'fake' Porsche
AP-APTN-0128: ARCHIVE Jeter Baby AP Clients Only 4194072
Derek Jeter and wife Hannah welcome baby No. 2
AP-APTN-0054: US CE Award Season Acquaintances AP Clients Only 4193979
For some on the awards circuit, it's all about the people, not the prizes
AP-APTN-0053: US Chris Stein Content has significant restrictions; see script for details 4194069
Blondie co-founder Chris Stein comfortable as an elder statesman of New York punk rock scene
AP-APTN-2313: ARCHIVE Gloria Estefan AP Clients Only 4194063
Gloria and Emilio Estefan to receive Gershwin song prize
AP-APTN-2302: US Smollett Chicago Police MUST CREDIT ABC7CHICAGO/ EMBARGOED TO CHICAGO MARKET AND U.S. BROADCAST NETWORKS 4194059
Chicago Police on Smollett: 'We have no reason to think that he's not being genuine'
AP-APTN-2300: US Super Bowl Ads Pre Analysis Content has significant restrictions; see script for details 4194061
Emory University marketing professor talks Super Bowl ads before the big game
AP-APTN-2253: US Jussie Smollett Latest AP Clients Only 4194044
'Empire' actor says account of attack has been consistent
AP-APTN-2030: US Trump Smollett Content has significant restrictions, see script for details 4193852
Trump comments on attack of 'Empire' star Jussie Smollett: 'It doesn't get worse'; still image of 'persons of interest' from Chicago police
AP-APTN-1902: UK Royals 3 AP Clients Only 4194032
Harry high-fives young boxers on gym visit with Meghan
AP-APTN-1843: test pls ignore AP Clients Only 4194031
test pls ignore
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.