কলকাতা, 04 জানুয়ারি: কেন্দ্রীয় সরকার যদি অনুমতি দেয় তাহলে কোভিশিল্ডের প্রতিটি ডোজ় 1 হাজার টাকায় পাওয়া যাবে । জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা । সম্প্রতি জরুরি ভিত্তিতে ওই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ডিসিজিআই।
সেরামের প্রধান আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম একশো মিলিয়ন ডোজ় পাওয়া যাবে মাত্র 200 টাকায়। এর পর টেন্ডার ডাকা হবে। তার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে এই ভ্যাকসিন কিনতে পারবে সাধারণ মানুষ।
তবে কেন্দ্রীয় সরকারকে যে ভ্যাকসিন ওই সংস্থা দেবে, তার জন্য কোনও দাম নেওয়া হবে না। কিন্তু বেসরকারিভাবে বাজারে বিক্রির সময় এই ভ্যাকসিনের দাম ডোজ় পিছু 1 হাজার টাকা করা হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, কোরোনার ভ্যাকসিন দু'বার নিতে হবে। প্রথমে একটি ডোজ় । 28 দিন পর একটি বুস্টার ডোজ় । ফলে সব মিলিয়ে কোভিশিল্ডের জন্য সাধারণ মানুষকে 2 হাজার টাকা খরচ করতে হতে পারে।
আরও পড়ুন: ভারতে বৈজ্ঞানিক দক্ষতার বড় মাইলফলক কোভ্যাকসিন : কৃষ্ণ এল্লা
কিন্তু কবে থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে, স্বাভাবিকভাবে এই প্রশ্ন এখনও উঠছে । তিনি জানান, সমস্ত প্রক্রিয়া শেষ হতে আরও 7 থেকে 10 দিন সময় লাগবে। তার পর 70-80 মিলিয়ন ভ্যাকসিন প্রস্তুত করতে সময় লাগবে এক থেকে দেড় মাস। এখন সংস্থার হাতে 50 মিলিয়ন ভ্যাকসিন রয়েছে।