বিহার, 26 জুলাই : বিহারের বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ মানুষ ৷ ইতিমধ্যে 15 হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে ৷ মৃত্যু হয়েছে সাতজনের ৷ NDRF ও SDRF-এর 22টি দল মোতায়েন করা হয়েছে ৷
বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বন্যার জেরে 10 কোটি 61 হাজার 152 জন ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তার মধ্যে 15 হাজার 956 জনকে শিবিরে পাঠানো হয়েছে ৷
একাধিক জেলার বিস্তীর্ণ এলাকায় জলের তলায় । দ্বারভাঙায় জলার তলায় লেহেরিয়া সরাই সহায়ক পুলিশ স্টেশন ৷ এদিকে NDRF-র কর্মীরা পূর্ব চম্পারণ থেকে 40 জনকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে ৷
এর আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন । পাশাপাশি তিনি শিবিরে থাকা প্রত্যেককে বিনামূল্যে মাস্ক বিতরণের কথা জানিয়েছেন ৷ সঙ্গে 6 হাজার জনকে গ্র্যাচুইটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷
বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত 10টি জেলা । নেপাল সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে । তার মধ্যে পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারি, শেহওর, সুপল, কিষাণগঞ্জ, দ্বারভাঙা, মুজ়ফ্ফরপুর, খগরিয়া এবং গোপালগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে । বেড়েছে একাধিক নদীর জলস্তর । 826টি পঞ্চায়েত এলাকা বন্যায় বিপর্যস্ত ।