ETV Bharat / bharat

দেশে 69 লাখের বেশি কোরোনা পরীক্ষা করা হয়েছে : ICMR - কোরোনা স্যাম্পেল পরীক্ষা

গত 24 ঘণ্টায় মোট 1 লাখ 43 হাজার 267 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । জানাল ICMR ৷

Corona
কোরোনা ভাইরাস
author img

By

Published : Jun 22, 2020, 5:06 PM IST

দিল্লি , 22 জুন : কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে । এই পরিস্থিতিতে গত 24 ঘণ্টায় প্রায় দেড় লাখের কাছাকাছি কোরোনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত সব মিলিয়ে 69 লাখের বেশি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । আজ এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর তরফে ।

ICMR জানিয়েছে, 21 জুন পর্যন্ত দেশে মোট 69 লাখ 50 হাজার 493 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে গতকাল মোট 1 লাখ 43 হাজার 267 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । বর্তমানে সারা দেশে কোরোনা পরীক্ষার জন্য রয়েছে 953 টি ল্যাবরেটরি । যার মধ্যে 699 টি সরকারি এবং 254 টি বেসরকারি ল্যাবরেটরি ।

শিথিল হয়েছে লকডাউন । শুরু হয়েছে আনলক 1.০ পর্ব । তার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 821 জন । দেশে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 870 জন । তারপরেই রয়েছে দিল্লি । এখানে কোরোনা আক্রান্ত 59 হাজার 746 জন । এরপরেই রয়েছে তামিলনাড়ু ও গুজরাত । সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গেও ।

আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 445 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 13 হাজার 699 । সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে ।

দিল্লি , 22 জুন : কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে । এই পরিস্থিতিতে গত 24 ঘণ্টায় প্রায় দেড় লাখের কাছাকাছি কোরোনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত সব মিলিয়ে 69 লাখের বেশি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । আজ এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর তরফে ।

ICMR জানিয়েছে, 21 জুন পর্যন্ত দেশে মোট 69 লাখ 50 হাজার 493 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে গতকাল মোট 1 লাখ 43 হাজার 267 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । বর্তমানে সারা দেশে কোরোনা পরীক্ষার জন্য রয়েছে 953 টি ল্যাবরেটরি । যার মধ্যে 699 টি সরকারি এবং 254 টি বেসরকারি ল্যাবরেটরি ।

শিথিল হয়েছে লকডাউন । শুরু হয়েছে আনলক 1.০ পর্ব । তার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 821 জন । দেশে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 870 জন । তারপরেই রয়েছে দিল্লি । এখানে কোরোনা আক্রান্ত 59 হাজার 746 জন । এরপরেই রয়েছে তামিলনাড়ু ও গুজরাত । সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গেও ।

আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 445 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 13 হাজার 699 । সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.