ETV Bharat / bharat

বিহারে বন্যায় মৃত 25, ক্ষতিগ্রস্ত বহু - বিহারে বন্যা

বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বিহারে । 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ক্ষতিগ্রস্থ প্রায় 25 লাখ বেশি মানুষ ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jul 16, 2019, 1:19 PM IST

পটনা, 16 জুলাই : বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে । এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় 25 লাখ । দুর্যোগ মোকাবিলায় SDRF ও NDRF-এর 26 টি টিম নামানো হয়েছে । খোলা হয়েছে 199 টি ত্রাণশিবির ।

বিপদসীমার উপর দিয়ে বইছে বিহারের একাধিক নদীর জল । বন্যার কবলে পড়েছে সহর্ষ, কাটিহার ও পূর্ণিয়া । বহু মানুষ ঘরছাড়া । বাড়ছে মৃত্যুর সংখ্যা । বিপর্যয় মোকাবিলা নামানো হয়েছে SDRF ও NDRF ।

flood
উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

এই সংক্রান্ত খবর : বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর, অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই শোচনীয়

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, এখনও পর্যন্ত 1 লাখ 25 হাজার দুর্গতকে উদ্ধার করা হয়েছে । সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ।

এই সংক্রান্ত খবর : গঙ্গারামপুরে বাঁধ ভাঙল, বন্যার আশঙ্কা

পটনা, 16 জুলাই : বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে । এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় 25 লাখ । দুর্যোগ মোকাবিলায় SDRF ও NDRF-এর 26 টি টিম নামানো হয়েছে । খোলা হয়েছে 199 টি ত্রাণশিবির ।

বিপদসীমার উপর দিয়ে বইছে বিহারের একাধিক নদীর জল । বন্যার কবলে পড়েছে সহর্ষ, কাটিহার ও পূর্ণিয়া । বহু মানুষ ঘরছাড়া । বাড়ছে মৃত্যুর সংখ্যা । বিপর্যয় মোকাবিলা নামানো হয়েছে SDRF ও NDRF ।

flood
উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

এই সংক্রান্ত খবর : বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর, অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই শোচনীয়

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, এখনও পর্যন্ত 1 লাখ 25 হাজার দুর্গতকে উদ্ধার করা হয়েছে । সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ।

এই সংক্রান্ত খবর : গঙ্গারামপুরে বাঁধ ভাঙল, বন্যার আশঙ্কা

London (UK), July 16 (ANI): Union Minister of Railways Piyush Goyal has voiced his confidence by saying that India will be a US$5 trillion economy by 2025 and the Centre is well poised towards achieving the target. "I am very confident that by 2025 we will be a US$5 trillion economy. We are well poised towards achieving that, focused on different aspects of the economy which will take us there," the Union Minister said on Monday at UK-India Joint Economic and Trade Committee meeting in London. He added, "We have opened up opportunities for single-brand retail and are easing some detrimental clauses of our policy in next few weeks which will help single brand retail come in a bigger way to our country. We have restrictions on multi-brand retail and have requested companies around the world to respect Indian sensitivities on restrictions of foreign investment and multi-brand retail. Particularly e-commerce companies coming to India would have to ensure that they stay within the letter and spirit of the law when it comes to multi-brand retail and our policies around that," he said. Goyal, is on a three-day visit to the UK to attend the India Day conclave.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.