পটনা, 16 জুলাই : বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে । এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় 25 লাখ । দুর্যোগ মোকাবিলায় SDRF ও NDRF-এর 26 টি টিম নামানো হয়েছে । খোলা হয়েছে 199 টি ত্রাণশিবির ।
বিপদসীমার উপর দিয়ে বইছে বিহারের একাধিক নদীর জল । বন্যার কবলে পড়েছে সহর্ষ, কাটিহার ও পূর্ণিয়া । বহু মানুষ ঘরছাড়া । বাড়ছে মৃত্যুর সংখ্যা । বিপর্যয় মোকাবিলা নামানো হয়েছে SDRF ও NDRF ।
এই সংক্রান্ত খবর : বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর, অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই শোচনীয়
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, এখনও পর্যন্ত 1 লাখ 25 হাজার দুর্গতকে উদ্ধার করা হয়েছে । সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ।
এই সংক্রান্ত খবর : গঙ্গারামপুরে বাঁধ ভাঙল, বন্যার আশঙ্কা