ETV Bharat / bharat

কৃষি বিলের বিরুদ্ধে সংসদ চত্বরে প্রতিবাদ বিরোধীদের, বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ - কৃষি বিলের প্রতিবাদ

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত । আর আজ সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি ।

parliament
ছবি - ANI
author img

By

Published : Sep 23, 2020, 1:09 PM IST

Updated : Sep 23, 2020, 1:15 PM IST

দিল্লি, 23 সেপ্টেম্বর : প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড । তাতে লেখা "কৃষক বাঁচাও, শ্রমিক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও" । কৃষি বিলের বিরোধিতায় আজ সংসদ চত্বরে এভাবেই বিক্ষোভ দেখালন বিরোধী দলের সাংসদরা । বিকেল পাঁচটায় তাঁদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন ।

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই । গতকালই রাজ্যসভার অধিবেশন বয়কট করেছে বিরোধী দলগুলি । জানিয়ে দিয়েছে, তারা কৃষি বিল মেনে নেবে না । এনিয়ে আজ রাজ্যসভায় কংগ্রেস দলনেতা গুলাম নবি আজ়াদ সহ পাঁচজনের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করবেন ।

20 সেপ্টেম্বর রাজ্যসভায় "কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন" এবং "কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি" সংক্রান্ত বিল পেশ হয় । চূড়ান্ত হই হট্টগোলের মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিল দু'টি । বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ অন্য সাংসদরা বিক্ষোভ দেখান । হাউজ়ের রুল বুক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে । এরপরই আট সাংসদকে সাসপেন্ড করা হয় । বিরোধীশূন্য সংসদে পাশ হয়ে যায় তৃতীয় কৃষি বিলটিও । পিঁয়াজ, আলু, ভোজ্য তেল অত্যাবশকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ে ।

গতকাল রাজ্যসভার অধিবেশন চলাকালীন গুলাম নবি আজ়াদ তিনটি দাবি পেশ করেন । আটজন সাংসদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করতে হবে । সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের(MSP) কম দামে শস্য সংগ্রহ করতে পারবে না বেসরকারি সংস্থাগুলি, এই বিষয়ে নিশ্চিত করে কেন্দ্রকে একটি বিল আনতে হবে । এম এস স্বামীনাথন কমিটির রিপোর্টের ভিত্তিতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে । এই দাবি না মেটা পর্যন্ত তাঁরা অধিবেশন বয়কট করবেন বলে জানিয়ে দেন ।

আজ সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি । সেখানে রয়েছেন গুলাম নবি আজ়াদ । ছিলেন তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন , NCP-র প্রফুল প্যাটেল সহ অন্যরা ।

এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে বিকেল পাঁচটায় দেখা করবে বিরোধীরা । কোরোনা বিধি মেনেই এই বৈঠক হবে ।

রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের, ধরনা তুললেন 8 সাংসদ

দিল্লি, 23 সেপ্টেম্বর : প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড । তাতে লেখা "কৃষক বাঁচাও, শ্রমিক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও" । কৃষি বিলের বিরোধিতায় আজ সংসদ চত্বরে এভাবেই বিক্ষোভ দেখালন বিরোধী দলের সাংসদরা । বিকেল পাঁচটায় তাঁদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন ।

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই । গতকালই রাজ্যসভার অধিবেশন বয়কট করেছে বিরোধী দলগুলি । জানিয়ে দিয়েছে, তারা কৃষি বিল মেনে নেবে না । এনিয়ে আজ রাজ্যসভায় কংগ্রেস দলনেতা গুলাম নবি আজ়াদ সহ পাঁচজনের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করবেন ।

20 সেপ্টেম্বর রাজ্যসভায় "কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন" এবং "কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি" সংক্রান্ত বিল পেশ হয় । চূড়ান্ত হই হট্টগোলের মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিল দু'টি । বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ অন্য সাংসদরা বিক্ষোভ দেখান । হাউজ়ের রুল বুক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে । এরপরই আট সাংসদকে সাসপেন্ড করা হয় । বিরোধীশূন্য সংসদে পাশ হয়ে যায় তৃতীয় কৃষি বিলটিও । পিঁয়াজ, আলু, ভোজ্য তেল অত্যাবশকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ে ।

গতকাল রাজ্যসভার অধিবেশন চলাকালীন গুলাম নবি আজ়াদ তিনটি দাবি পেশ করেন । আটজন সাংসদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করতে হবে । সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের(MSP) কম দামে শস্য সংগ্রহ করতে পারবে না বেসরকারি সংস্থাগুলি, এই বিষয়ে নিশ্চিত করে কেন্দ্রকে একটি বিল আনতে হবে । এম এস স্বামীনাথন কমিটির রিপোর্টের ভিত্তিতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে । এই দাবি না মেটা পর্যন্ত তাঁরা অধিবেশন বয়কট করবেন বলে জানিয়ে দেন ।

আজ সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি । সেখানে রয়েছেন গুলাম নবি আজ়াদ । ছিলেন তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন , NCP-র প্রফুল প্যাটেল সহ অন্যরা ।

এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে বিকেল পাঁচটায় দেখা করবে বিরোধীরা । কোরোনা বিধি মেনেই এই বৈঠক হবে ।

রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের, ধরনা তুললেন 8 সাংসদ

Last Updated : Sep 23, 2020, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.