দিল্লি, 9 মে : কোরোনা আক্রান্ত যেসব রোগী শারীরিক অবস্থা গুরুতর ছিল তাঁদের মধ্যে কেউ সুস্থ হলে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে তাঁর নমুনা RT-PCR-এর মাধ্যমে পরীক্ষা করতে হবে । আর সেই পরীক্ষার রিপোর্টে কোরোনা নেগেটিভ আসতে হবে । তবেই, হাসপাতাল থেকে ছুটি দেওয়া যাবে বলে গতকাল সংশোধিত নীতিতে উল্লেখ করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ।
স্বাস্থ্যমন্ত্রকের এই নতুন নীতি শুধুমাত্র যাঁদের কোরোনার পাশাপাশি অন্যান্য গুরুতর অসুস্থতা রয়েছে বা প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য । কিন্তু যেসব কোরোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা গুরুতর নয় তাদের হাসপাতাল থেকে ছুটি পেতে RT-PCR-এর মাধ্যমে নমুনা পরীক্ষা করাতে হবে না ।
নিয়ম অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হলে 14 দিনের মাথায় একবার নমুনা পরীক্ষা করা হচ্ছিল । তারপর 24 ঘণ্টার ব্যবধানে ফের একবার নমুনা পরীক্ষা করা হচ্ছিল । এই দুইবারের রিপোর্টে যাঁদের কোরোনা নেগেটিভ এসেছে তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । কিন্তু বর্তমানে কোরোনা মোকাবিলায় ত্রিস্তরীয় স্বাস্থ্যবিধি ও রোগীদের শারীরিক অবস্থার শ্রেণিবিভাগ করে তার ভিত্তিতে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে সংশোধিত এই নীতি তৈরি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ।
আজ দেশে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 1 হাজার 981 । কোরোনা আক্রান্তের সংখ্যা এখন দেশে 59 হাজার 662 । গত 24 ঘণ্টায় নতুন করে 95 টি মৃত্যু ও 3 হাজার 320 টি কোরোনা সংক্রমণের খবর পাওয়া গেছে ।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, যে সব কোরোনা আক্রান্ত রোগীদের HIV রয়েছে বা অঙ্গ প্রতিস্থাপন হয়েছে তাঁদের RT-PCR-এর মাধ্যমে নমুনা পরীক্ষা করাতে হবে । তাতে যদি কোরোনা নেগেটিভ আসে তখনই হাসপাতাল থেকে ছুটি পাওয়া যাবে ।
অন্যদিকে যেসব সংক্রমিতের শারীরিক অবস্থা ততটা মারাত্মক বা গুরুতর নয় তাঁদের শারীরিক তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা দেখার পর ছুটি দিয়ে দেওয়া যাবে । স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়, "যে সব কোরোনা আক্রান্তদের শারীরিত অবস্থা গুরুতর নয় তাঁদের শারীরিক তাপমাত্রা যদি তিন দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে এবং আগামী চার দিনের জন্য যদি রোগীর অক্সিজ়েনের মাত্রা কোনওরকম যান্ত্রিক সাহায্য ছাড়া 95 শতাংশের বেশি থাকে তাহলে 10 দিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া যাবে ।"
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রোগীদের স্বাস্থ্যবিধি মেনে সাত দিনের জন্য হোম আইসোলেশনে থাকতে হবে । যদি কোনও হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগে কোনও রোগীর অক্সিজেনের মাত্রা 95 শতাংশের নিচে নেমে যায় তাহলে তাঁকে কোরোনার স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে । হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর যদি কারও শরীরে ফের জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো কোরোনার উপসর্গ দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট রোগী কোরোনা কেয়ার সেন্টার বা রাজ্যের হেল্পলাইন নম্বর বা 1075 -এ ফোন করে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে । 14 দিনের মাথায় টেলি কনফারেন্সের মাধ্যমে পুনরায় তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়া হবে ।