ETV Bharat / bharat

কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী, নিকেশ 3 জঙ্গি - ASI বাবু রাম

গভীর রাতে পান্থা চকে CRPF ও পুলিশের যৌথ বাহিনীর উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । হামলার সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী । অভিযান চলাকালীন ফের গুলি চালায় জঙ্গিরা । শুরু হয় গুলির লড়াই ।

terrorist killed
terrorist killed
author img

By

Published : Aug 30, 2020, 6:52 AM IST

Updated : Aug 30, 2020, 7:42 AM IST

শ্রীনগর, 30 অগাস্ট : ফের কাশ্মীরে CRPF ও পুলিশের যৌথ বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা । শ্রীনগর শহর থেকে দূরে পান্থা চক এলাকায় পুলিশ ও CRPF-এর যৌথ বাহিনীর উপর গতরাতে হামলা চালায় তারা । যোগ্য জবাব দেয় পুলিশ ও জওয়ানরা । উভয় পক্ষের গুলির লড়াই চলাকালীন এক পুলিশকর্মী শহিদ হয়েছেন । মৃত্যু হয়েছে তিন জঙ্গিরও ।

এক পুলিশ কর্তা জানান, গভীর রাত থেকে পান্থা চকে CRPF ও পুলিশের যৌথ নাকায় এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । হামলার সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী । অভিযান চলাকালীন ফের গুলি চালায় জঙ্গিরা । তখনই শুরু হয় গুলির লড়াই । এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়েছে । শহিদ হন জম্মু-কাশ্মীর পুলিশের ASI বাবু রাম । এলাকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে ।

কাশ্মীরে এই নিয়ে একদিনে দু'বার গুলির লড়াই হল বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা । এর আগে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় 3 হিজবুল মুজ়াহিদিন জঙ্গির মৃত্যু হয় । শহিদ হন এক জওয়ান ।

শ্রীনগর, 30 অগাস্ট : ফের কাশ্মীরে CRPF ও পুলিশের যৌথ বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা । শ্রীনগর শহর থেকে দূরে পান্থা চক এলাকায় পুলিশ ও CRPF-এর যৌথ বাহিনীর উপর গতরাতে হামলা চালায় তারা । যোগ্য জবাব দেয় পুলিশ ও জওয়ানরা । উভয় পক্ষের গুলির লড়াই চলাকালীন এক পুলিশকর্মী শহিদ হয়েছেন । মৃত্যু হয়েছে তিন জঙ্গিরও ।

এক পুলিশ কর্তা জানান, গভীর রাত থেকে পান্থা চকে CRPF ও পুলিশের যৌথ নাকায় এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । হামলার সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী । অভিযান চলাকালীন ফের গুলি চালায় জঙ্গিরা । তখনই শুরু হয় গুলির লড়াই । এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়েছে । শহিদ হন জম্মু-কাশ্মীর পুলিশের ASI বাবু রাম । এলাকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে ।

কাশ্মীরে এই নিয়ে একদিনে দু'বার গুলির লড়াই হল বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা । এর আগে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় 3 হিজবুল মুজ়াহিদিন জঙ্গির মৃত্যু হয় । শহিদ হন এক জওয়ান ।

Last Updated : Aug 30, 2020, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.