ETV Bharat / bharat

পথকুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পুলিশকর্মী - Khade Bazar police station

কুকুরের সঙ্গে দুর্ঘটনা এড়াতে গিয়ে প্রাণ হারালেন পুলিশকর্মী ৷

One Policeman died trying to save a stray dog's life
পুলিশকর্মী এম জি গানাচারি
author img

By

Published : Apr 18, 2020, 3:23 PM IST

বেলাগাভি, 18 এপ্রিল: সারমেয়র প্রাণ বাঁচাতে নিজের প্রাণ হারালেন পুলিশকর্মী ৷ হোক না সে কুকুর, তার কি প্রাণ নেই? বাইকের সামনে চলে আসা এক পথ কুকুরকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন পুলিশকর্মী এম জি গানাচারি ৷ কুকুরটির সঙ্গে দুর্ঘটনা এড়াতে পারলেও নিজে টাল সামলাতে পারেননি ৷ বাইকের চাকা পিছলে যাওয়ায় বাইক থেকে পড়ে যান তিনি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভিতে ৷

কোরোনাভাইরাসের জেরে লকডাউন চলায় বেলাগাভি জেলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ খাড়ে বাজার পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর বাড়ি থেকে বাইকে ডিউটিতে যাচ্ছিলেন ৷ এমন সময় একটি পথ কুকুর আচমকা বাইকের সামনে চলে আসে ৷

One Policeman died trying to save a stray dog's life
দুর্ঘটনাস্থলে পড়ে রয়েছে পুলিশকর্মীর মৃতদেহ

তিনি দুর্ঘটনা এড়াতে চাইলেও বাইকটি দ্রুত গতিতে চলায় চাকা পিছলে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

ঘটনাস্থান ঘুরে দেখেন উচ্চপদস্থ পুলিশকর্তারা ৷ আকস্মিক দুর্ঘটনায় শোকাহত তাঁর পরিবার ৷

বেলাগাভি, 18 এপ্রিল: সারমেয়র প্রাণ বাঁচাতে নিজের প্রাণ হারালেন পুলিশকর্মী ৷ হোক না সে কুকুর, তার কি প্রাণ নেই? বাইকের সামনে চলে আসা এক পথ কুকুরকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন পুলিশকর্মী এম জি গানাচারি ৷ কুকুরটির সঙ্গে দুর্ঘটনা এড়াতে পারলেও নিজে টাল সামলাতে পারেননি ৷ বাইকের চাকা পিছলে যাওয়ায় বাইক থেকে পড়ে যান তিনি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভিতে ৷

কোরোনাভাইরাসের জেরে লকডাউন চলায় বেলাগাভি জেলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ খাড়ে বাজার পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর বাড়ি থেকে বাইকে ডিউটিতে যাচ্ছিলেন ৷ এমন সময় একটি পথ কুকুর আচমকা বাইকের সামনে চলে আসে ৷

One Policeman died trying to save a stray dog's life
দুর্ঘটনাস্থলে পড়ে রয়েছে পুলিশকর্মীর মৃতদেহ

তিনি দুর্ঘটনা এড়াতে চাইলেও বাইকটি দ্রুত গতিতে চলায় চাকা পিছলে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

ঘটনাস্থান ঘুরে দেখেন উচ্চপদস্থ পুলিশকর্তারা ৷ আকস্মিক দুর্ঘটনায় শোকাহত তাঁর পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.