ETV Bharat / bharat

খুনের পর ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ পাকিস্তান জওয়ানদের !

author img

By

Published : Jan 12, 2020, 11:16 PM IST

Updated : Jan 12, 2020, 11:33 PM IST

প্রশাসনের সূত্রে আজ জানানো হয়, দু'দিন আগে পুঞ্চ সেক্টরে পাকিস্তানের আক্রমণে যে দু'জন মারা যান, তাঁদের মধ্য়ে একজনের শিরশ্ছেদ করা হয়েছিল ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), 12 জানুয়ারি : দু'দিন আগে পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনার আক্রমণে মারা যান দু'জন নিরস্ত্র নাগরিক ৷ প্রশাসনের সূত্রে আজ জানানো হয়, ওই দু'জনের মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়েছিল ৷

নিহত দুই নিরস্ত্র নাগরিকের নাম মহম্মদ আসলাম ও আলতাফ হুসেন ৷ LoC-তে পাকিস্তানি সেনাদের ওই আক্রমণে আরও দু'জন গুরুতর জখম হয়েছেন ৷

ভারতীয় সেনা সূত্রে খবর, পুঞ্চ সেক্টরে গৃহপালিত পশু চরাতে গিয়ে LoC পেরিয়ে যান পাঁচজন নিরস্ত্র নাগরিক ৷ তবে তাঁরা ভারতের সীমার মধ্যেই ছিলেন ৷ ওই পাঁচজনকেই আক্রমণ করে পাকিস্তানি সেনা ৷

আজ পুঞ্চের দেগওয়ার ও গুলপার সেক্টরেও পাকিস্তানের তরফে গুলি চালানো হয়েছে ৷ LoC-তেও সাম্প্রতিককালে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), 12 জানুয়ারি : দু'দিন আগে পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনার আক্রমণে মারা যান দু'জন নিরস্ত্র নাগরিক ৷ প্রশাসনের সূত্রে আজ জানানো হয়, ওই দু'জনের মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়েছিল ৷

নিহত দুই নিরস্ত্র নাগরিকের নাম মহম্মদ আসলাম ও আলতাফ হুসেন ৷ LoC-তে পাকিস্তানি সেনাদের ওই আক্রমণে আরও দু'জন গুরুতর জখম হয়েছেন ৷

ভারতীয় সেনা সূত্রে খবর, পুঞ্চ সেক্টরে গৃহপালিত পশু চরাতে গিয়ে LoC পেরিয়ে যান পাঁচজন নিরস্ত্র নাগরিক ৷ তবে তাঁরা ভারতের সীমার মধ্যেই ছিলেন ৷ ওই পাঁচজনকেই আক্রমণ করে পাকিস্তানি সেনা ৷

আজ পুঞ্চের দেগওয়ার ও গুলপার সেক্টরেও পাকিস্তানের তরফে গুলি চালানো হয়েছে ৷ LoC-তেও সাম্প্রতিককালে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷

Hyderabad Jan 12 (ANI): Union Minister of Minority Affairs Mukhtar Abbas Naqvi on Sunday slammed Chief Minister of West Bengal, Mamata Banerjee for opposing Citizenship Amendment Act (CAA) and said "she should read history and the constitution". Adding to it, he further said CAA has been passed by the Parliament and so it will be implemented in the whole country. He said, "CAA has been passed by the Parliament and so it will be implemented in the whole country. West Bengal is part of India and therefore it also has to implement it. CM Mamata Banerjee should read history and the constitution."
Last Updated : Jan 12, 2020, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.