ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল নির্ভয়াকাণ্ডে দোষীর

নির্ভয়াকাণ্ডে অন্যতম দোষী অক্ষয় কুমার সিং প্রাণদণ্ডের সাজা রদ করতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ৷

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Dec 10, 2019, 3:29 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডে অন্যতম দোষী অক্ষয় কুমার সিং প্রাণদণ্ডের সাজা রদ করতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ৷ অক্ষয় মঙ্গলবার এই পিটিশন দাখিল করে ।

ইতিমধ্যে নির্ভয়া মামলায় অক্ষয়কে ধর্ষণ ও খুনের দায়ে নিম্ন আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল ৷ পরে অক্ষয় দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যায় । কিন্তু সেখানেও তার মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে ।

উল্লেখ্য, 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণ করে যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয় । পরে হাসপাতালে চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় এক নাবালক সহ ছয়জন অভিযুক্ত ছিল । তাদের মধ্যে এক নাবালক তিন বছর সাজা খেটে মুক্তি পায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । অন্য চার অভিযুক্ত অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তার প্রাণদণ্ড দেয় আদালত ।

দিল্লি, 10 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডে অন্যতম দোষী অক্ষয় কুমার সিং প্রাণদণ্ডের সাজা রদ করতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ৷ অক্ষয় মঙ্গলবার এই পিটিশন দাখিল করে ।

ইতিমধ্যে নির্ভয়া মামলায় অক্ষয়কে ধর্ষণ ও খুনের দায়ে নিম্ন আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল ৷ পরে অক্ষয় দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যায় । কিন্তু সেখানেও তার মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে ।

উল্লেখ্য, 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণ করে যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয় । পরে হাসপাতালে চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় এক নাবালক সহ ছয়জন অভিযুক্ত ছিল । তাদের মধ্যে এক নাবালক তিন বছর সাজা খেটে মুক্তি পায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । অন্য চার অভিযুক্ত অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তার প্রাণদণ্ড দেয় আদালত ।

New Delhi, Dec 10 (ANI): A new research has revealed the existence of tendon stem cells that can potentially be harnessed to improve tendon healing and even to avoid surgery. The research was led by Carnegie's Chen-Ming Fan and published in the journal of Nature Cell Biology. Fan explained, "Tendons are the connective tissue that tethers our muscles to our bones, they improve our stability and facilitate the transfer of force that allows us to move. But they are also particularly susceptible to injury and damage."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.