দিল্লি, 10 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডে অন্যতম দোষী অক্ষয় কুমার সিং প্রাণদণ্ডের সাজা রদ করতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ৷ অক্ষয় মঙ্গলবার এই পিটিশন দাখিল করে ।
ইতিমধ্যে নির্ভয়া মামলায় অক্ষয়কে ধর্ষণ ও খুনের দায়ে নিম্ন আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল ৷ পরে অক্ষয় দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যায় । কিন্তু সেখানেও তার মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে ।
উল্লেখ্য, 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণ করে যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয় । পরে হাসপাতালে চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় এক নাবালক সহ ছয়জন অভিযুক্ত ছিল । তাদের মধ্যে এক নাবালক তিন বছর সাজা খেটে মুক্তি পায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । অন্য চার অভিযুক্ত অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তার প্রাণদণ্ড দেয় আদালত ।