ETV Bharat / bharat

একটা পরিবারের ক্ষমতার লোভ দেশের ক্ষতি করেছে : মোদি - PM Modi

"২০১৪ সাধারণ নির্বাচনে মানুষ পরিবারতন্ত্রক সরিয়ে সততার পক্ষে ভোট দিয়েছিল। আর উন্নয়নের সাথী হতে চেয়েছিল।" নিজের ব্লগে এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 20, 2019, 11:39 AM IST

দিল্লি, ২০ মার্চ : পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য ভারতের প্রতিষ্ঠানগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের ব্লগে এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদি।

গতকাল ব্লগে তিনি লেখেন, "২০১৪ সাধারণ নির্বাচনে মানুষ পরিবারতন্ত্রক সরিয়ে সততার পক্ষে ভোট দিয়েছিল। আর উন্নয়নের সাথী হতে চেয়েছিল।" তিনি আরও লেখেন, "যখন আপনারা ভোট দিতে যাবেন, তখন অবশ্যই মাথায় রাখবেন কীভাবে একটি পরিবারের ক্ষমতা দখলের আকাঙ্খা দেশের ক্ষতি করেছে। ওরা যদি আগে এরকম করে, এখনও তাই করবে।"

মোদি লেখেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না। কোনও নেতা যদি দলের মাথা হওয়ার স্বপ্ন দেখেন তাহলে তাঁকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হয়।"

দিল্লি, ২০ মার্চ : পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য ভারতের প্রতিষ্ঠানগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের ব্লগে এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদি।

গতকাল ব্লগে তিনি লেখেন, "২০১৪ সাধারণ নির্বাচনে মানুষ পরিবারতন্ত্রক সরিয়ে সততার পক্ষে ভোট দিয়েছিল। আর উন্নয়নের সাথী হতে চেয়েছিল।" তিনি আরও লেখেন, "যখন আপনারা ভোট দিতে যাবেন, তখন অবশ্যই মাথায় রাখবেন কীভাবে একটি পরিবারের ক্ষমতা দখলের আকাঙ্খা দেশের ক্ষতি করেছে। ওরা যদি আগে এরকম করে, এখনও তাই করবে।"

মোদি লেখেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না। কোনও নেতা যদি দলের মাথা হওয়ার স্বপ্ন দেখেন তাহলে তাঁকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হয়।"


Muzaffarpur (Bihar), Mar 20 (ANI): Massive fire broke out in a slum in Muzaffarpur's Ahiyapur in Bihar. The fire broke out last night. Fire is under control now. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.