ETV Bharat / bharat

ঘাতক ট্রাকের নম্বর প্লেট কালো কেন? অর্থপ্রদানকারী সংস্থার বয়ানে নয়া মোড় - cbi

প্রশ্ন উঠেছিল ট্রাকের নম্বর প্লেটে কালো আঁচড় নিয়ে । রবিবার দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তবে তদন্তে নয়া মোড় আসে দেবেন্দ্রকে অর্থপ্রদানকারী সংস্থার আধিকারিকের বয়ানে ।

নম্বর প্লেট কালো কেন
author img

By

Published : Aug 3, 2019, 6:54 PM IST

লখনউ, 3 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল ট্রাকের নম্বর প্লেটে কালো আঁচড় নিয়ে । রবিবার দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেই সময় দেবেন্দ্র পুলিশকে জানায়, ইনস্টলমেন্ট মেটাতে না পারায় এজেন্টের থেকে এড়িয়ে চলতেই সে কালি লেপে দিয়েছিল ট্রাকের নম্বর প্লেটে ।

তবে তদন্তে নয়া মোড় আসে দেবেন্দ্রকে অর্থপ্রদানকারী সংস্থার আধিকারিকের বয়ানে । টাকা উদ্ধারের জন্য কারও উপর চাপ সৃষ্টি কখনওই করা হয়নি । এর আগেও দেবেন্দ্র ওই সংস্থা থেকে গাড়ির জন্য ঋণ নিয়েছেন ও নির্ধারিত সময়ে সে ঋণশোধ করেছে । ওই আধিকারিকের দাবি, এবার দেবেন্দ্র EMI দিতে দেরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সব টাকা দিয়ে দেন । ওই গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে বলেও দাবি ওই সংস্থার । এরপরই গাড়ি মালিকের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রশ্ন উঠছে কেন তাহলে ঘাতক ট্রাকের মালিক অন্য কথা বলছেন ।

রবিরার দুর্ঘটনার পর কালি লাগানো অবস্থায় ট্রাকের নম্বর প্লেট পাওয়া যায় । কিন্তু পুলিশের দাবি, রায়বরেলির লালগঞ্জ টোল প্লাজ়া অতিক্রম করার সময় ওই ট্রাকের নম্বর প্লেটে কালি লেপা ছিল না । CCTV ফুটেজে গাড়ির নম্বর স্পষ্ট ধরা পড়েছে । টোল প্লাজ়া পেরোনোর পরই ওই গাড়ির নম্বরে কালি লেপা হয় । গত 28 জুলাই ভোর 5টা 20 মিনিট নাগাদ টোল প্লাজ়া থেকে যেতে দেখা যায় গাড়িটিকে । দুর্ঘটনা ঘটে 20 কিলোমিটার দূরে দুপুর 12টা 40 মিনিটে রায়বরেলির গুরবক্সগঞ্জে ।

দুর্ঘটনার তিনদিন পর, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । কিন্তু সে চিঠি সময়মতো পৌঁছায়নি প্রধান বিচারপতির কাছে । এরপরই ঘটে দুর্ঘটনা । অভিযোগ, অভিযুক্ত BJP বিধায়ক ধর্ষণ মামলার প্রমাণ লোপাট করতেই এই ষড়যন্ত্র করেছেন ।

রবিবার কেন পুলিশ উন্নাওয়ের নির্যাতিতাদের সঙ্গে ছিল না ? নির্যাতিতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী জানায়, গাড়িতে জায়গা না হওয়ায় তাদের সেখানেই থেকে যেতে বলা হয় নির্যাতিতার পরিবারের তরফে । কর্তব্যে গাফিলতির কারণে ইতিমধ্যেই উচ্চপদস্থ এক অফিসারসহ তিন জন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে যোগী প্রসাসন ।

এদিকে CBI তদন্ত শুরু করেই জেলবন্দী বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সঙ্গে জেলে দেখা করতে আসা ব্যক্তিদের তালিকা চেয়ে পাঠিয়েছে । গতকাল দুর্ঘটনাস্থানে গিয়ে ঘটনার পুননির্মাণ করেছে গোয়েন্দারা । বাড়ানো হয়েছে তদন্তকারীর সংখ্যাও । এদিকে নির্যাতিতাকে CRPF নিরাপত্তা ও 25 লাখ টাকা দিতে যোগী সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ।

লখনউ, 3 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল ট্রাকের নম্বর প্লেটে কালো আঁচড় নিয়ে । রবিবার দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেই সময় দেবেন্দ্র পুলিশকে জানায়, ইনস্টলমেন্ট মেটাতে না পারায় এজেন্টের থেকে এড়িয়ে চলতেই সে কালি লেপে দিয়েছিল ট্রাকের নম্বর প্লেটে ।

তবে তদন্তে নয়া মোড় আসে দেবেন্দ্রকে অর্থপ্রদানকারী সংস্থার আধিকারিকের বয়ানে । টাকা উদ্ধারের জন্য কারও উপর চাপ সৃষ্টি কখনওই করা হয়নি । এর আগেও দেবেন্দ্র ওই সংস্থা থেকে গাড়ির জন্য ঋণ নিয়েছেন ও নির্ধারিত সময়ে সে ঋণশোধ করেছে । ওই আধিকারিকের দাবি, এবার দেবেন্দ্র EMI দিতে দেরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সব টাকা দিয়ে দেন । ওই গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে বলেও দাবি ওই সংস্থার । এরপরই গাড়ি মালিকের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রশ্ন উঠছে কেন তাহলে ঘাতক ট্রাকের মালিক অন্য কথা বলছেন ।

রবিরার দুর্ঘটনার পর কালি লাগানো অবস্থায় ট্রাকের নম্বর প্লেট পাওয়া যায় । কিন্তু পুলিশের দাবি, রায়বরেলির লালগঞ্জ টোল প্লাজ়া অতিক্রম করার সময় ওই ট্রাকের নম্বর প্লেটে কালি লেপা ছিল না । CCTV ফুটেজে গাড়ির নম্বর স্পষ্ট ধরা পড়েছে । টোল প্লাজ়া পেরোনোর পরই ওই গাড়ির নম্বরে কালি লেপা হয় । গত 28 জুলাই ভোর 5টা 20 মিনিট নাগাদ টোল প্লাজ়া থেকে যেতে দেখা যায় গাড়িটিকে । দুর্ঘটনা ঘটে 20 কিলোমিটার দূরে দুপুর 12টা 40 মিনিটে রায়বরেলির গুরবক্সগঞ্জে ।

দুর্ঘটনার তিনদিন পর, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । কিন্তু সে চিঠি সময়মতো পৌঁছায়নি প্রধান বিচারপতির কাছে । এরপরই ঘটে দুর্ঘটনা । অভিযোগ, অভিযুক্ত BJP বিধায়ক ধর্ষণ মামলার প্রমাণ লোপাট করতেই এই ষড়যন্ত্র করেছেন ।

রবিবার কেন পুলিশ উন্নাওয়ের নির্যাতিতাদের সঙ্গে ছিল না ? নির্যাতিতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী জানায়, গাড়িতে জায়গা না হওয়ায় তাদের সেখানেই থেকে যেতে বলা হয় নির্যাতিতার পরিবারের তরফে । কর্তব্যে গাফিলতির কারণে ইতিমধ্যেই উচ্চপদস্থ এক অফিসারসহ তিন জন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে যোগী প্রসাসন ।

এদিকে CBI তদন্ত শুরু করেই জেলবন্দী বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সঙ্গে জেলে দেখা করতে আসা ব্যক্তিদের তালিকা চেয়ে পাঠিয়েছে । গতকাল দুর্ঘটনাস্থানে গিয়ে ঘটনার পুননির্মাণ করেছে গোয়েন্দারা । বাড়ানো হয়েছে তদন্তকারীর সংখ্যাও । এদিকে নির্যাতিতাকে CRPF নিরাপত্তা ও 25 লাখ টাকা দিতে যোগী সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ।

Rameswaram (Tamil Nadu), Aug 03 (ANI): Devotees participated in large numbers in the annual chariot procession of Goddess Parvathavarthini in Tamil Nadu's Rameswaram on Friday. The event took place at Ramanathaswamy Temple. Special prayers were offered to Goddess Parvathavarthini during the chariot procession.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.