ETV Bharat / bharat

এ বছর আরও শান্তিতে ইদ কাটাবে উপত্যকা, দাবি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর - Jammu-Kashmir

সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷

এ বছর আরও শান্তিতে ইদ কাটাবে উপত্যকা, দাবি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর দিল্লি, 11 অগাস্ট : মানুষ যাতে শান্তিতে ইদ পালন করতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন । সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ উধমপুরের সাংসদ জিতেন্দ্রর কথায়, উপত্যকার মানুষ 370 ধারা বিলোপে খুশি হয়েছেন, শুধুমাত্র কংগ্রেস নেতাদের কানে এটা খুশির খবর হিসেবে পৌঁছায়নি ৷ অনিশ্চিয়তা এবং ত্রাসের পরিবেশকেই সমর্থন করে জাতীয় কংগ্রেস, এমনটাও মন্তব্য করেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''গত এক সপ্তাহ ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে । সাধারণ মানুষ অসম্ভব খুশি৷ 144 ধারাও উঠে যাচ্ছে ৷ চলতি বছরের ইদ অন্য বছরের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি আনন্দের৷'' গতকাল (শনিবার) কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধি উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও উল্লেখ করেছিলেন ৷ সেই বক্তব্যকে সম্পূর্ণ খারিজ করলেন কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং ৷ রাত পোহালে ইদ ৷ উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে ইদ পালনের বাতাবারণ না থাকলে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হতে পারে ৷ তৎপর রয়েছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে কাশ্মীরের মানুষের চলতি বছরের ইদগাহ পালন অনেক বেশি আনন্দের হবে বলেও মন্তব্য করেন জিতেন্দ্র ৷
author img

By

Published : Aug 11, 2019, 7:42 PM IST

দিল্লি, 11 অগাস্ট : মানুষ যাতে শান্তিতে ইদ পালন করতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন । সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷

উধমপুরের সাংসদ জিতেন্দ্রর কথায়, উপত্যকার মানুষ 370 ধারা বিলোপে খুশি হয়েছেন, শুধুমাত্র কংগ্রেস নেতাদের কানে এটা খুশির খবর হিসেবে পৌঁছায়নি ৷ অনিশ্চিয়তা এবং ত্রাসের পরিবেশকেই সমর্থন করে জাতীয় কংগ্রেস, এমনটাও মন্তব্য করেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''গত এক সপ্তাহ ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে । সাধারণ মানুষ অসম্ভব খুশি ৷ 144 ধারাও উঠে যাচ্ছে ৷ চলতি বছরের ইদ অন্য বছরের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি আনন্দের৷''

গতকাল (শনিবার) কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধি উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও উল্লেখ করেছিলেন ৷ সেই বক্তব্যকে সম্পূর্ণ খারিজ করলেন কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং ৷

রাত পোহালে ইদ ৷ উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে ইদ পালনের বাতাবারণ না থাকলে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হতে পারে ৷ তৎপর রয়েছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে কাশ্মীরের মানুষের চলতি বছরের ইদগাহ পালন অনেক বেশি আনন্দের হবে বলেও মন্তব্য করেন জিতেন্দ্র ৷

দিল্লি, 11 অগাস্ট : মানুষ যাতে শান্তিতে ইদ পালন করতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন । সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷

উধমপুরের সাংসদ জিতেন্দ্রর কথায়, উপত্যকার মানুষ 370 ধারা বিলোপে খুশি হয়েছেন, শুধুমাত্র কংগ্রেস নেতাদের কানে এটা খুশির খবর হিসেবে পৌঁছায়নি ৷ অনিশ্চিয়তা এবং ত্রাসের পরিবেশকেই সমর্থন করে জাতীয় কংগ্রেস, এমনটাও মন্তব্য করেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''গত এক সপ্তাহ ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে । সাধারণ মানুষ অসম্ভব খুশি ৷ 144 ধারাও উঠে যাচ্ছে ৷ চলতি বছরের ইদ অন্য বছরের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি আনন্দের৷''

গতকাল (শনিবার) কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধি উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও উল্লেখ করেছিলেন ৷ সেই বক্তব্যকে সম্পূর্ণ খারিজ করলেন কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং ৷

রাত পোহালে ইদ ৷ উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে ইদ পালনের বাতাবারণ না থাকলে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হতে পারে ৷ তৎপর রয়েছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে কাশ্মীরের মানুষের চলতি বছরের ইদগাহ পালন অনেক বেশি আনন্দের হবে বলেও মন্তব্য করেন জিতেন্দ্র ৷

Lucknow (UP), Aug 11 (ANI): A woman was murdered by a broker in Lucknow on August 11 in a manic attack over a suspected money dispute, police said. The man had called the deceased to Bangla Bazar on pretext of resolving the issue and to show her the new property. Both, the accused and the victim, used to work at a firm named Amit Infra Heights. After killing the girl, the accused threw the body of the victim in a river in Raebareli. So far, police have arrested two people and have also seized a car which was allegedly used in the murder. A thorough investigation in the matter is underway.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.