ETV Bharat / bharat

বাণিজ্যকে সামনে রেখে সন্ত্রাস দমনের ডাক মোদি-চিনপিংয়ের - On Day 1, PM Modi, Xi Jinping Discuss Trade And Terrorism

চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সামনে দেশের স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মাঝেই উঠে এল দেশের বাণিজ্যিক পরিস্থিতি, অর্থনীতি, সন্ত্রাসবাদ, মৌলবাদ সহ একাধিক ইশু ৷

ছবি
author img

By

Published : Oct 12, 2019, 4:23 AM IST

Updated : Oct 12, 2019, 10:09 AM IST

চেন্নাই, 12 অক্টোবর : দক্ষিণী সংস্কৃতিতে রাজকীয়ভাবে বরণ ৷ তারপর চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সামনে দেশের স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সময়মতো নৈশভোজও সারলেন দু'জনে ৷ এর মাঝেই উঠে এল দেশের বাণিজ্যিক পরিস্থিতি, অর্থনীতি, সন্ত্রাসবাদ, মৌলবাদ সহ একাধিক ইশু ৷ আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই বৈঠকেরই নির্যাস তুলে ধরলেন বিদেশ সচিব বিজয় কে গোখলে ৷

কী কী বিষয় উঠে এল দুই দেশ প্রধানের আলোচনায় :

  • ভারত ও চিন, দুই দেশের কাছে প্রধান চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ ও মৌলবাদ । তা দমন করতে যৌথভাবে কাজ করতে হবে দুই দেশকে ৷ দুটি দেশই খুব বৈচিত্র্যপূর্ণ ৷ নানা ধর্ম, সংস্কৃতির মানুষ একইসঙ্গে বাস করে ৷ সেক্ষেত্রে যৌথভাবেই সন্ত্রাসবাদ ও মৌলবাদের মোকাবিলা করতে হবে দুই দেশকে ৷ যাতে এই বিষয়গুলি মাথাচাড়া দিয়ে না ওঠে এবং সমাজের উপর প্রভাব বিস্তার করতে না পারে ৷
  • সন্ত্রাসবাদ দমনের পাশপাশি দুই দেশের বাণিজ্যিক পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা হয় ৷ আলোচনা হয় নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বার করা নিয়ে ৷ চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাণিজ্যিক ক্ষেত্রে ঘাটতি, বিনিয়োগের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা সহ একাধিক ইশুতে কথা বলেন মোদি ও শি চিনপিং ৷
    image
    ডাব খাওয়ার ফাঁকে চলছে আলোচনা
  • এছাড়াও জাতীয়ক্ষেত্রে নিজেদের দৃষ্টিভঙ্গির পাশাপাশি সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলিও উঠে আসে আলোচনায় ৷ অর্থনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে ।
  • দুই দেশের বাণিজ্যের পরিমাণ ও মূল্য নিয়েও কথা হয় ৷ বাণিজ্যিক ঘাটতি ও অসম বাণিজ্যিক পরিস্থিতির বিষয়টিও উঠে আসে ৷
  • তামিলনাড়ুর মমল্লপুরমের সঙ্গে চিনের ফুজিয়ান প্রদেশের বহুদিনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও উঠে আসে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : ভারতে পা রাখলেন চিনের প্রেসিডেন্ট

  • আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দ্বিতীয়বার নির্বাচিত করার মাধ্যমে দেশবাসী তাঁকে দেশের অর্থনীতির হাল ধরার দায়ভার দিয়েছেন ৷ মোদির দ্বিতীয়বার জয়লাভ ও এই দায়ভারকে স্বাগত জানান শি চিনপিং ৷ চিনপিং জানিয়েছেন, আগামী সাড়ে চার বছর সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি ।
  • মমল্লপুরমের প্রাচীন মন্দির পরিদর্শনের ফাঁকে প্রকৃতি, মানুষ ও জীবজন্তুর একসঙ্গে বেঁচে থাকার দর্শন, প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক দিকের নানা কথা উঠে এল দুই দেশ প্রধানের মধ্যে ৷ ভারত চিনের বাণিজ্যিক এবং বৌদ্ধ ধর্মের সংযোগের কথাও মনে করিয়ে দিয়েছেন মোদি ৷

আজ সকালে ছ’ঘণ্টা ধরে আলোচনা করবেন দু'জনে । উঠে আসতে পারে দীর্ঘ প্রতীক্ষিত কাশ্মীর ইশু ৷ প্রতিরক্ষা, ভারত-চিন সীমান্তের নানা বিষয়ও উঠতে পারে ৷ আপাতত স্বস্তিতেই কাটল প্রথমদিন ৷

চেন্নাই, 12 অক্টোবর : দক্ষিণী সংস্কৃতিতে রাজকীয়ভাবে বরণ ৷ তারপর চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সামনে দেশের স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সময়মতো নৈশভোজও সারলেন দু'জনে ৷ এর মাঝেই উঠে এল দেশের বাণিজ্যিক পরিস্থিতি, অর্থনীতি, সন্ত্রাসবাদ, মৌলবাদ সহ একাধিক ইশু ৷ আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই বৈঠকেরই নির্যাস তুলে ধরলেন বিদেশ সচিব বিজয় কে গোখলে ৷

কী কী বিষয় উঠে এল দুই দেশ প্রধানের আলোচনায় :

  • ভারত ও চিন, দুই দেশের কাছে প্রধান চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ ও মৌলবাদ । তা দমন করতে যৌথভাবে কাজ করতে হবে দুই দেশকে ৷ দুটি দেশই খুব বৈচিত্র্যপূর্ণ ৷ নানা ধর্ম, সংস্কৃতির মানুষ একইসঙ্গে বাস করে ৷ সেক্ষেত্রে যৌথভাবেই সন্ত্রাসবাদ ও মৌলবাদের মোকাবিলা করতে হবে দুই দেশকে ৷ যাতে এই বিষয়গুলি মাথাচাড়া দিয়ে না ওঠে এবং সমাজের উপর প্রভাব বিস্তার করতে না পারে ৷
  • সন্ত্রাসবাদ দমনের পাশপাশি দুই দেশের বাণিজ্যিক পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা হয় ৷ আলোচনা হয় নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বার করা নিয়ে ৷ চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাণিজ্যিক ক্ষেত্রে ঘাটতি, বিনিয়োগের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা সহ একাধিক ইশুতে কথা বলেন মোদি ও শি চিনপিং ৷
    image
    ডাব খাওয়ার ফাঁকে চলছে আলোচনা
  • এছাড়াও জাতীয়ক্ষেত্রে নিজেদের দৃষ্টিভঙ্গির পাশাপাশি সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলিও উঠে আসে আলোচনায় ৷ অর্থনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে ।
  • দুই দেশের বাণিজ্যের পরিমাণ ও মূল্য নিয়েও কথা হয় ৷ বাণিজ্যিক ঘাটতি ও অসম বাণিজ্যিক পরিস্থিতির বিষয়টিও উঠে আসে ৷
  • তামিলনাড়ুর মমল্লপুরমের সঙ্গে চিনের ফুজিয়ান প্রদেশের বহুদিনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও উঠে আসে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : ভারতে পা রাখলেন চিনের প্রেসিডেন্ট

  • আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দ্বিতীয়বার নির্বাচিত করার মাধ্যমে দেশবাসী তাঁকে দেশের অর্থনীতির হাল ধরার দায়ভার দিয়েছেন ৷ মোদির দ্বিতীয়বার জয়লাভ ও এই দায়ভারকে স্বাগত জানান শি চিনপিং ৷ চিনপিং জানিয়েছেন, আগামী সাড়ে চার বছর সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি ।
  • মমল্লপুরমের প্রাচীন মন্দির পরিদর্শনের ফাঁকে প্রকৃতি, মানুষ ও জীবজন্তুর একসঙ্গে বেঁচে থাকার দর্শন, প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক দিকের নানা কথা উঠে এল দুই দেশ প্রধানের মধ্যে ৷ ভারত চিনের বাণিজ্যিক এবং বৌদ্ধ ধর্মের সংযোগের কথাও মনে করিয়ে দিয়েছেন মোদি ৷

আজ সকালে ছ’ঘণ্টা ধরে আলোচনা করবেন দু'জনে । উঠে আসতে পারে দীর্ঘ প্রতীক্ষিত কাশ্মীর ইশু ৷ প্রতিরক্ষা, ভারত-চিন সীমান্তের নানা বিষয়ও উঠতে পারে ৷ আপাতত স্বস্তিতেই কাটল প্রথমদিন ৷

Mahabalipuram (Tamil Nadu), Oct 12 (ANI): While addressing a press conference in Tamil Nadu's Mahabalipuram on October 11, Foreign Secretary of Ministry of External Affairs (MEA) Vijay Gokhale said, "There has been nearly five hours of quality time and discussion that Prime Minister Narendra Modi and President Xi Jinping of China have spent together. Most of it was one to one." The two leaders will hold one-on-one talks at the Fisherman's Cove resort on October 12. This will be followed up by delegation-level talks. After the talks, Modi will host a lunch for Chinese President Xi Jinping.
Last Updated : Oct 12, 2019, 10:09 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.