ETV Bharat / bharat

বাগজানে হাইড্রোকার্বন উত্তোলনের সম্মতি নেওয়া হয়নি, বলছে NGT

NGT-র বিশেষজ্ঞ কমিটি অসমের OIL এবং PCB-র জমা করা নথি যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যানের নিয়ন্ত্রণাধীন বাগজান 5 নম্বর কূপে হাইড্রোকার্বনের খনন ও পরীক্ষার জন্য কোনও সম্মতি দেওয়া হচ্ছে না ।

বাগজানে
বাগজানে
author img

By

Published : Jul 30, 2020, 3:24 AM IST

গুয়াহাটি, 29 জুলাই: অসমের তিনসুকিয়া জেলার বাগজানে হাইড্রোকার্বন উত্তোলনে তাদের কোনও সম্মতি ছিল না । জানাল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল । সঙ্গে বলেছে, আগে থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করলে 22 মে সেখানে বিস্ফোরণ এবং 9 জুন আগুন লাগানোর ঘটনা আটকানো যেত । দু'জনের মৃত্যুও হত না ।

চলতি মাসের 9 জুন তিনসুকিয়ার 5 নম্বর OIL-এর এই কূপে আগুন লাগে । এরপরই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে NGT । বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন বিচারপতি বি পি কাটাকে, সর্ববেশ্বর কলিতা, অভয় কুমার জোহরি, অজিত হাজারিকা ।

NGT-র বিশেষজ্ঞ কমিটি অসমের OIL এবং PCB-র জমা করা নথি যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যানের নিয়ন্ত্রণাধীন বাগজান 5 নম্বর কূপে হাইড্রোকার্বনের খনন ও পরীক্ষার জন্য কোনও সম্মতি দেওয়া হচ্ছে না । কারণ হিসেবে বলা হচ্ছে এটি পরিবেশের সুরক্ষার বিরুদ্ধে একটি গুরুতর এবং মারাত্মক আইন লঙ্ঘনের ইঙ্গিত ।

গুয়াহাটি, 29 জুলাই: অসমের তিনসুকিয়া জেলার বাগজানে হাইড্রোকার্বন উত্তোলনে তাদের কোনও সম্মতি ছিল না । জানাল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল । সঙ্গে বলেছে, আগে থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করলে 22 মে সেখানে বিস্ফোরণ এবং 9 জুন আগুন লাগানোর ঘটনা আটকানো যেত । দু'জনের মৃত্যুও হত না ।

চলতি মাসের 9 জুন তিনসুকিয়ার 5 নম্বর OIL-এর এই কূপে আগুন লাগে । এরপরই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে NGT । বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন বিচারপতি বি পি কাটাকে, সর্ববেশ্বর কলিতা, অভয় কুমার জোহরি, অজিত হাজারিকা ।

NGT-র বিশেষজ্ঞ কমিটি অসমের OIL এবং PCB-র জমা করা নথি যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যানের নিয়ন্ত্রণাধীন বাগজান 5 নম্বর কূপে হাইড্রোকার্বনের খনন ও পরীক্ষার জন্য কোনও সম্মতি দেওয়া হচ্ছে না । কারণ হিসেবে বলা হচ্ছে এটি পরিবেশের সুরক্ষার বিরুদ্ধে একটি গুরুতর এবং মারাত্মক আইন লঙ্ঘনের ইঙ্গিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.