ETV Bharat / bharat

সাইকেল চালিয়ে মহারাষ্ট্র থেকে ওড়িশা, কোয়ারানটিন শেষে বাড়ি ফিরলেন যুবক

author img

By

Published : Apr 27, 2020, 12:51 PM IST

ওড়িশার জাজপুরের বাসিন্দা মহেশ কাজ করতেন মহারাষ্ট্রে । লকডাউন ঘোষণা হওয়ার পর কাজ থাকলেও বেতন বন্ধ হয়ে যায় । যার জেরে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি । 1700 কিমি সাইকেল চালিয়ে ওড়িশা ফিরেই স্বাস্থ্যকর্মীদের জানান । কোয়ারানটিনে থাকেন ।

মহারাষ্ট্র থেকে ওড়িশা
মহারাষ্ট্র থেকে ওড়িশা

জাজপুর(ওড়িশা), 27 এপ্রিল : লকডাউনে আটকে পড়েছিলেন মহারাষ্ট্রে । বেতন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি চলে আসবেন বলে ঠিক করেন ওড়িশার যুবক । ঠিক হয়, লকডাউন শেষ হলেই ফিরবেন । কিন্তু তারমধ্যেই লকডাউন বাড়ার জল্পনা শুরু হয় । যার জেরে আর কিছু না ভেবে তড়িঘড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বছর 20-র মহেশ জেনা । 1700 কিমি সাইকেল চালিয়ে 7 দিনে মহারাষ্ট্র থেকে ওড়িশায় ফেরেন তিনি । চলে যান কোয়ারানটিনে । গতকাল কোয়ারানটিন শেষ করে অবশেষে বাড়ি ফিরলেন মহেশ ।

ওড়িশার জাজপুরের বাসিন্দা মহেশ । মাসিক 8000 টাকা বেতনে কাজ করতেন মহারষ্ট্রে । লকডাউন ঘোষণা হওয়ার পর কাজ থাকলেও বেতন বন্ধ হয়ে যায় । যার জেরে মহারাষ্ট্রে থাকা আর সম্ভব হয়নি । বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি । বন্ধুর থেকে ধার নেন 3000 টাকা । এরপর মহারাষ্ট্রের সাঙ্গলি থেকে 1 এপ্রিল সাইকেলে রওনা দেন তিনি । সারাদিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা করে সাইকেল চালিয়ে অবশেষে 7 দিনের মাথায় জাজপুর পৌঁছান । জাজপুর ঢুকেই স্বাস্থ্যকর্মীদের জানান, তিনি মহারাষ্ট্র থেকে এসেছেন । স্বাস্থ্যকর্মীরা তাঁকে কোয়ারানটিনে নিয়ে যান । সেখান থেকেই গতকাল ছুটি পেয়ে বাড়ি ফেরেন তিনি ।

কেমন ছিল এই সাতদিনের সফর? মহেশের কথায়, "এই সফরে এমনও দিন গেছে যেদিন আমি খেতে পাইনি । কয়েকদিন আবার রাস্তার ধারে ধাবায় খেতে পেয়েছি । দু'বেলাই যে রোজ খেতে পেরেছি এমন নয় । অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফিরতে গিয়ে । হায়দরাবাদের কাছে আমার সাইকেল পাংচারও হয়ে যায় । তবুও আমি চেষ্টা চালিয়েছি বাড়ি ফেরার । রাতে কোথাও কোনও মন্দিরে শুয়ে পড়তাম । সকালে উঠে আবার সাইকেল চালাতাম । 14 থেকে 15 ঘণ্টা করে সাইকেল চালাতে হয়েছে । রোজই রাতে শোওয়ার জন্য সুরক্ষিত জায়গা খুঁজতে হত ।"

মহেশ আরও বলেন, "আমাকে রাজ্যগুলির বর্ডারে আটকানো হয়েছে অনেকবার । তাঁরা জিজ্ঞাসা করলে যেই আমি বলেছি মহারাষ্ট্র থেকে আসছি, শুনে ছেড়ে দিত । ভাবত হয়ত আমি মজা করছি । "

জাজপুর(ওড়িশা), 27 এপ্রিল : লকডাউনে আটকে পড়েছিলেন মহারাষ্ট্রে । বেতন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি চলে আসবেন বলে ঠিক করেন ওড়িশার যুবক । ঠিক হয়, লকডাউন শেষ হলেই ফিরবেন । কিন্তু তারমধ্যেই লকডাউন বাড়ার জল্পনা শুরু হয় । যার জেরে আর কিছু না ভেবে তড়িঘড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বছর 20-র মহেশ জেনা । 1700 কিমি সাইকেল চালিয়ে 7 দিনে মহারাষ্ট্র থেকে ওড়িশায় ফেরেন তিনি । চলে যান কোয়ারানটিনে । গতকাল কোয়ারানটিন শেষ করে অবশেষে বাড়ি ফিরলেন মহেশ ।

ওড়িশার জাজপুরের বাসিন্দা মহেশ । মাসিক 8000 টাকা বেতনে কাজ করতেন মহারষ্ট্রে । লকডাউন ঘোষণা হওয়ার পর কাজ থাকলেও বেতন বন্ধ হয়ে যায় । যার জেরে মহারাষ্ট্রে থাকা আর সম্ভব হয়নি । বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি । বন্ধুর থেকে ধার নেন 3000 টাকা । এরপর মহারাষ্ট্রের সাঙ্গলি থেকে 1 এপ্রিল সাইকেলে রওনা দেন তিনি । সারাদিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা করে সাইকেল চালিয়ে অবশেষে 7 দিনের মাথায় জাজপুর পৌঁছান । জাজপুর ঢুকেই স্বাস্থ্যকর্মীদের জানান, তিনি মহারাষ্ট্র থেকে এসেছেন । স্বাস্থ্যকর্মীরা তাঁকে কোয়ারানটিনে নিয়ে যান । সেখান থেকেই গতকাল ছুটি পেয়ে বাড়ি ফেরেন তিনি ।

কেমন ছিল এই সাতদিনের সফর? মহেশের কথায়, "এই সফরে এমনও দিন গেছে যেদিন আমি খেতে পাইনি । কয়েকদিন আবার রাস্তার ধারে ধাবায় খেতে পেয়েছি । দু'বেলাই যে রোজ খেতে পেরেছি এমন নয় । অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফিরতে গিয়ে । হায়দরাবাদের কাছে আমার সাইকেল পাংচারও হয়ে যায় । তবুও আমি চেষ্টা চালিয়েছি বাড়ি ফেরার । রাতে কোথাও কোনও মন্দিরে শুয়ে পড়তাম । সকালে উঠে আবার সাইকেল চালাতাম । 14 থেকে 15 ঘণ্টা করে সাইকেল চালাতে হয়েছে । রোজই রাতে শোওয়ার জন্য সুরক্ষিত জায়গা খুঁজতে হত ।"

মহেশ আরও বলেন, "আমাকে রাজ্যগুলির বর্ডারে আটকানো হয়েছে অনেকবার । তাঁরা জিজ্ঞাসা করলে যেই আমি বলেছি মহারাষ্ট্র থেকে আসছি, শুনে ছেড়ে দিত । ভাবত হয়ত আমি মজা করছি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.