ETV Bharat / bharat

প্রয়াত ওড়িশার রাজ্যপালের স্ত্রী - গণেশী লালের স্ত্রী সুশীলা দেবী

ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সুশীলা দেবীর ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 23, 2020, 12:05 PM IST

ভুবনেশ্বর, 23 নভেম্বর : প্রয়াত ওড়িশার রাজ্যপাল গণেশী লালের স্ত্রী সুশীলা দেবী ৷ ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

1 নভেম্বর রাজ্যপাল, তাঁর স্ত্রী ও পরিবারের আরও চার সদস্যের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের প্রত্যেকেরই চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে ।

সুশীলা দেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ BJP নেতা বৈজন্ত জয় পান্ডা টুইটারে লেখেন, "রাজ্যপালের স্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা রইল ৷"

ওড়িশায় গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 638 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 লাখ 13 হাজার 961 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 হাজার 360 ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 3 লাখ 4 হাজার 908 জন ৷

ভুবনেশ্বর, 23 নভেম্বর : প্রয়াত ওড়িশার রাজ্যপাল গণেশী লালের স্ত্রী সুশীলা দেবী ৷ ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

1 নভেম্বর রাজ্যপাল, তাঁর স্ত্রী ও পরিবারের আরও চার সদস্যের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের প্রত্যেকেরই চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে ।

সুশীলা দেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ BJP নেতা বৈজন্ত জয় পান্ডা টুইটারে লেখেন, "রাজ্যপালের স্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা রইল ৷"

ওড়িশায় গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 638 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 লাখ 13 হাজার 961 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 হাজার 360 ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 3 লাখ 4 হাজার 908 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.