ভুবনেশ্বর, 23 নভেম্বর : প্রয়াত ওড়িশার রাজ্যপাল গণেশী লালের স্ত্রী সুশীলা দেবী ৷ ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷
1 নভেম্বর রাজ্যপাল, তাঁর স্ত্রী ও পরিবারের আরও চার সদস্যের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের প্রত্যেকেরই চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে ।
-
Deeply saddened by the untimely passing of Odisha's First Lady Smt. Sushila Devi Ji, wife of H.E. @GovernorOdisha Prof. Ganeshi Lal Ji. Condolences to the family.
— Baijayant Jay Panda (@PandaJay) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Om Shanti 🙏🙏 pic.twitter.com/RZ5rgwkgVU
">Deeply saddened by the untimely passing of Odisha's First Lady Smt. Sushila Devi Ji, wife of H.E. @GovernorOdisha Prof. Ganeshi Lal Ji. Condolences to the family.
— Baijayant Jay Panda (@PandaJay) November 23, 2020
Om Shanti 🙏🙏 pic.twitter.com/RZ5rgwkgVUDeeply saddened by the untimely passing of Odisha's First Lady Smt. Sushila Devi Ji, wife of H.E. @GovernorOdisha Prof. Ganeshi Lal Ji. Condolences to the family.
— Baijayant Jay Panda (@PandaJay) November 23, 2020
Om Shanti 🙏🙏 pic.twitter.com/RZ5rgwkgVU
সুশীলা দেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ BJP নেতা বৈজন্ত জয় পান্ডা টুইটারে লেখেন, "রাজ্যপালের স্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা রইল ৷"
ওড়িশায় গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 638 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 লাখ 13 হাজার 961 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 হাজার 360 ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 3 লাখ 4 হাজার 908 জন ৷