ভুবনেশ্বর, 23 মে : গণনার আগের দিন ওড়িশার আসকা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গুলিবিদ্ধ । পুলিশ জানিয়েছে, মনোজ কুমার জেনা নামে ওই কংগ্রেস নেতাকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা । তাঁকে গুলি করার পাশাপাশি গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় । আশঙ্কাজনক অবস্থায় মনোজ কুমার জেনা এখন MKCG মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
পুলিশ জানিয়েছে, ভুবনেশ্বর থেকে গাড়ি করে নিজের এলাকায় ফিরছিলেন মনোজ । পথে বরহমপুরের লাঞ্জিপালি এলাকায় একটি স্কুলের কাছে তাঁর গাড়ি আটকায় অজ্ঞাত পরিচয় ছয় দুষ্কৃতী । গাড়ি থেকে নামিয়ে মনোজের বুকে গুলি করা হয় । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরহমপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।
গাড়িতে চড়ার সময় থেকে দুষ্কৃতীরা মনোজবাবুর পিছু নিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা । এই ঘটনা নিয়ে বরহমপুরের পুলিশ সুপার পিনাক মিশ্র বলেন, "খুন করার লক্ষ্যে মনোজবাবুর উপর আক্রমণ করে দুষ্কৃতীরা । মনোজবাবুর গতিবিধির উপর নজর রেখেছিল ওরা । মৃত্যু নিশ্চিত করতে বুকে গুলি করার পর গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় । মনোজবাবুর সঙ্গীর উপরও হামলা করা হয় । এখন মনোজবাবুর অবস্থা আশঙ্কাজনক । প্রয়োজনে তাঁকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হতে পারে ।"
নির্বাচন শুরু হওয়ার পর থেকে হিংসার ঘটনা ঘটছে ওড়িশায় । মাসখানেক আগে খুরদা শহরে দলীয় কার্যালয়ের বাইরে খুন হন স্থানীয় BJP নেতা । ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ।