ETV Bharat / bharat

রাহুল "নার্ভাস ও অপরিণত", নিজের বইতে উল্লেখ ওবামার

‘আ প্রমিসড ল্য়ান্ড’ বইটিতে রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন বারাক ওবামা ৷ সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, রাহুল গান্ধির আচরণ একজন পড়ুয়ার মত ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ ওবামার লেখা বইয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির বিষয়েও উল্লেখ রয়েছে ৷

obama-mentions-congress-leader-rahul-gandhi-in-his-memoir
রাহুল গান্ধী ‘ভীরু এবং অপরিণত’, ‘আ প্রমিস ল্য়ান্ড’ বইতে উল্লেখ ওবামার
author img

By

Published : Nov 13, 2020, 1:01 PM IST

নিউইয়র্ক, 13 নভেম্বর : তাঁকে অপরিণত বলে এতদিন আক্রমণ করে এসেছে BJP । এবার অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের স্মৃতিচারণায়ও সেই শব্দ । যার জেরে অস্বস্তিতে পড়তে পারেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি । নিজের বইয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাহুল গান্ধি নার্ভাস এবং অগোছালো প্রকৃতির ৷ তাঁর আচরণ একজন পড়ুয়ার মতো । যে সবসময় তাঁর শিক্ষককের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে ৷ কিন্তু, কোনো বিষয়ে দক্ষতা অর্জনের প্রবণতা ও আগ্রহের অভাব রয়েছে ৷ মার্কিন সংবাদমাধ্য়ম দা নিউইয়র্ক টাইমস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের স্মৃতি নিয়ে লেখা বই ‘আ প্রমিসড ল্য়ান্ড’র একটি পর্যালোচনা প্রকাশ করেছে ৷ সেখানে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্য়ক্তিত্বকে নিয়ে কথা বলেছেন ওবামা ৷ সেই পর্যালোচনাতে রাহুল গান্ধিকে নিয়ে এই মন্তব্য় করেন তিনি ৷

‘আ প্রমিসড ল্য়ান্ড’ বইটিতে রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন বারাক ওবামা ৷ সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, রাহুল গান্ধির আচরণ একজন পড়ুয়ার মতো ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ ওবামার লেখা বইয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির বিষয়েও উল্লেখ রয়েছে ৷ বইটিতে সোনিয়া গান্ধিকে নিয়ে তিনি বলেছেন, "আমরা সুদশর্ন ব্য়ক্তির উদাহরণ দিতে গেলে সবসময় চার্লি ক্রিস্ট এবং রাহম এমানুয়েলের কথা বলি ৷ কিন্তু একজন মহিলার সৌন্দর্য নিয়ে কথা বলি না ৷ বিশেষ এক বা দু’টি ক্ষেত্র ছাড়া ৷ ঠিক যেমনটা সোনিয়া গান্ধির ক্ষেত্রে ৷" ওবামা তাঁর বইতে প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাও বলেছেন ৷ যেখান এই দু’জনের সততার প্রশংসা করেছেন বারাক ওবামা ৷ বইটিতে ওবামা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করেছে ৷ যাঁকে দেখে ওবামার কড়া এবং স্ট্রিট স্মার্ট ওয়ার্ড কর্তাদের কথা মনে পড়ে ৷ যাঁরা শিকাগো মেশিন চালাতেন ৷ এমনকী শারীরিক দিক থেকেও পুতিনকে অবিস্মরণীয় বলে মনে হয়েছে ওবামার ৷

768 পাতার বইতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচার এবং 2008 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসার পর, হোয়াইট হাউজ়ে তাঁর প্রথম চার বছরের অভিজ্ঞতাও তুলে ধরেছেন ওবামা ৷ এই পর্বে ওবামা তাঁর স্মৃতির গভীরে ডুব দিয়েছেন বলে পর্যালোচনায় লিখেছে মার্কিন সংবাদ মাধ্য়মটি ৷ বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি 2010 এবং 2015 সালে দু’বার ভারত সফরে এসেছিলেন ৷

নিউইয়র্ক, 13 নভেম্বর : তাঁকে অপরিণত বলে এতদিন আক্রমণ করে এসেছে BJP । এবার অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের স্মৃতিচারণায়ও সেই শব্দ । যার জেরে অস্বস্তিতে পড়তে পারেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি । নিজের বইয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাহুল গান্ধি নার্ভাস এবং অগোছালো প্রকৃতির ৷ তাঁর আচরণ একজন পড়ুয়ার মতো । যে সবসময় তাঁর শিক্ষককের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে ৷ কিন্তু, কোনো বিষয়ে দক্ষতা অর্জনের প্রবণতা ও আগ্রহের অভাব রয়েছে ৷ মার্কিন সংবাদমাধ্য়ম দা নিউইয়র্ক টাইমস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের স্মৃতি নিয়ে লেখা বই ‘আ প্রমিসড ল্য়ান্ড’র একটি পর্যালোচনা প্রকাশ করেছে ৷ সেখানে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্য়ক্তিত্বকে নিয়ে কথা বলেছেন ওবামা ৷ সেই পর্যালোচনাতে রাহুল গান্ধিকে নিয়ে এই মন্তব্য় করেন তিনি ৷

‘আ প্রমিসড ল্য়ান্ড’ বইটিতে রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন বারাক ওবামা ৷ সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, রাহুল গান্ধির আচরণ একজন পড়ুয়ার মতো ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ ওবামার লেখা বইয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির বিষয়েও উল্লেখ রয়েছে ৷ বইটিতে সোনিয়া গান্ধিকে নিয়ে তিনি বলেছেন, "আমরা সুদশর্ন ব্য়ক্তির উদাহরণ দিতে গেলে সবসময় চার্লি ক্রিস্ট এবং রাহম এমানুয়েলের কথা বলি ৷ কিন্তু একজন মহিলার সৌন্দর্য নিয়ে কথা বলি না ৷ বিশেষ এক বা দু’টি ক্ষেত্র ছাড়া ৷ ঠিক যেমনটা সোনিয়া গান্ধির ক্ষেত্রে ৷" ওবামা তাঁর বইতে প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাও বলেছেন ৷ যেখান এই দু’জনের সততার প্রশংসা করেছেন বারাক ওবামা ৷ বইটিতে ওবামা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করেছে ৷ যাঁকে দেখে ওবামার কড়া এবং স্ট্রিট স্মার্ট ওয়ার্ড কর্তাদের কথা মনে পড়ে ৷ যাঁরা শিকাগো মেশিন চালাতেন ৷ এমনকী শারীরিক দিক থেকেও পুতিনকে অবিস্মরণীয় বলে মনে হয়েছে ওবামার ৷

768 পাতার বইতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচার এবং 2008 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসার পর, হোয়াইট হাউজ়ে তাঁর প্রথম চার বছরের অভিজ্ঞতাও তুলে ধরেছেন ওবামা ৷ এই পর্বে ওবামা তাঁর স্মৃতির গভীরে ডুব দিয়েছেন বলে পর্যালোচনায় লিখেছে মার্কিন সংবাদ মাধ্য়মটি ৷ বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি 2010 এবং 2015 সালে দু’বার ভারত সফরে এসেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.