ETV Bharat / bharat

NRC : অযথা আতঙ্কিত হবেন না, সরকার দায়িত্ব নিচ্ছে ; বললেন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Aug 30, 2019, 7:58 PM IST

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে । "

সর্বানন্দ সোনওয়াল

গুয়াহাটি, 30 অগাস্ট : আর কয়েকঘণ্টা । তারপরই প্রকাশিত হবে জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা । যা নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন অনেকে । তবে, সরকার জানাচ্ছে অযথা আতঙ্কিত হবেন না ।

আজ এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে । "

এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "কারোর ভয় পাওয়ার দরকার নেই । সরকার সবার দায়িত্ব নিচ্ছে । চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে ।"

গতবছর 30 জুলাই NRC-র প্রথম খসড়া প্রকাশিত হয় । সেই তালিকায় প্রায় 40 লাখ মানুষের নাম ওঠেনি । যা নিয়ে শুরু হয় বিতর্ক । আগামীকাল প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ।

গুয়াহাটি, 30 অগাস্ট : আর কয়েকঘণ্টা । তারপরই প্রকাশিত হবে জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা । যা নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন অনেকে । তবে, সরকার জানাচ্ছে অযথা আতঙ্কিত হবেন না ।

আজ এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে । "

এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "কারোর ভয় পাওয়ার দরকার নেই । সরকার সবার দায়িত্ব নিচ্ছে । চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে ।"

গতবছর 30 জুলাই NRC-র প্রথম খসড়া প্রকাশিত হয় । সেই তালিকায় প্রায় 40 লাখ মানুষের নাম ওঠেনি । যা নিয়ে শুরু হয় বিতর্ক । আগামীকাল প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ।

Siaha (Mizoram), Aug 30 (ANI): Villagers of Tisopi gave palaquin ride to District Magistrate (DM) Bhupesh Chaudhary. DM visited remote village for the first time on 27th August. DM Bhupesh Chaudhary went to Tisopi village of Siyaha district to see the road construction work.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.