দিল্লি, 22 এপ্রিল: কোরোনা মোকাবিলায় একাধিক অভিনব উদ্যোগ দেখা যাচ্ছে গোটা দেশজুড়ে। যেমন, কেন্দ্রের নির্দেশে বেশ কিছু ট্রেনের কামরাকে মোবাইল হাসপাতাল তথা চলমান আইসোলেশন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সেভাবেই এবার অভিনব উদ্যোগ দিল্লি পুলিশের। COVID-19-এর র্যাপিড টেস্টের জন্য দিল্লি পুলিশের 22টি প্রিজনার ভ্যানকে ব্যবহারের সিদ্ধান্ত নিল রাজধানির পুলিশ। দিল্লির 79টি এলাকায় চলমান কোরোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই 25টি প্রিজনার ভ্যানকে। পাশাপাশি অতিরিক্তি 3 টি ভ্যান রাখা থাকবে আপৎকালীন পরিস্থিতির জন্য।
দেশের অন্যতম কোরোনা সংক্রমিত অঞ্চল দিল্লি। যেখানে কোরোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করছে দিল্লি পুলিশ। শহরের নাগরিকদের সুরক্ষায় লকডাউন সফল করতে রাত-দিন টহল দেওয়া ছাড়াও অতিরিক্ত সংক্রমিত এলাকাগুলিকে চিহ্নিত করে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। যাঁদের হোম কোয়ারান্টাইনে থাকার কথা তাঁরা যাতে তা মেনে চলে সেদিকেও নজর রাখা হচ্ছে।
এইসঙ্গে রাজধানীতে কাজ করতে আসা অসংখ্য পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি হওয়া বাড়তি অস্বস্তিও সামাল দিচ্ছে পুলিশ। সব মিলিয়ে নাগরিকদের নিরাপত্তায় নিজেদের বিপদের কথা ভুলে কাজ করছেন দিল্লি পুলিশের অসংখ্য কর্মী।এবার COVID-19-এর বিরুদ্ধে সেই লড়াইয়ে নিজেদের 22টি প্রিজনার ভ্যান প্রশাসনের হাতে তুলে দিল দিল্লি পুলিশ।
এই প্রসঙ্গে আজ দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব ETV ভারতকে বলেন, "প্রশাসনের চলমান কোরোনা সংক্রমণ পরীক্ষা কেন্দ্রের জন্য বড় গাড়ির দরকার ছিল।আমরা তাই আমাদের প্রিজনার ভ্যানগুলো দিলাম। যেহেতু এখন কয়েদি স্থানান্তরের প্রয়োজন পড়ছে না।"
বুধবার দিল্লির পুলিশ কমিশনার আরও জানান, পুলিশ কর্মীদের জন্য পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা করা হয়েছে। স্যানিটাইজার ও গ্লাভসের ব্যবস্থাও হয়েছে। যে সব পুলিশকর্মী অতিরিক্ত সংক্রমণ প্রবণ এলাকায় কাজ করছেন, তাঁদের জন্য PPE কিটেরও ব্যবস্থা করা হয়েছে। ফেস শিল্ডও দেওয়া হচ্ছে।
এদিকে দিল্লি পুলিশের তরফে আগেই জানানো হয়েছে, কোনও পুলিশ কর্মী যদি কোরোনা সংক্রমিত হন তবে তাঁকে দিল্লি পুলিশ ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রাথমিক ভাবে 1 লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল ঘোষণা করেছেন, দিল্লি পুলিশ সহ দিল্লি সরকারের কোনও কর্মীর যদি কোরোনার কারণে মৃত্যু হয় তবে তাঁর পরিবারকে 1 কোটি টাকা অনুদান দেওয়া হবে।
রবিবার দিল্লি পুলিশের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন। তিনি লেখেন, "শান্তি-সেবা-ন্যায় হল দিল্লি পুলিশের লক্ষ্য। গর্বিত দিল্লি পুলিশের জন্য।আমরা একসঙ্গে কাজ করে কোরোনার সঙ্গে যুদ্ধ জয়ী হব।"