ETV Bharat / bharat

আন্দোলনরত বাস চালকের মৃত্যু , সিদ্ধান্তে অনড় চন্দ্রশেখর রাও - Telangana

নিজের অবস্থানেই অনড় কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যে বাস পরিষেবা বিঘ্নিত করার চেষ্টা করলে যে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি ৷ বাস ডিপোগুলিতে অতিরিক্ত পুলিশ ও CCTV বসানো হয়েছে ৷ আজ চন্দ্রশেখর রাও বলেন, "আমরা ভয় পাইনি ৷ আমরা বাস পরিষেবা বন্ধের জন্য যেকোনও প্রচেষ্টা বা বিক্ষোভ বরদাস্ত করব না ৷ "

আন্দোলনরত বাস চালকের মৃত্যু , সিদ্ধান্তে অনড় চন্দ্রশেখর রাও
author img

By

Published : Oct 13, 2019, 7:13 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর : বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি ছিল ৷ আদায় না হওয়ায় ধর্মঘটে গেছিল ৷ তার পরই তেলাঙ্গানা সরকার 48 হাজার বাস কর্মীকে বরখাস্ত করে ৷ পরিস্থিতি জটিল হলেও নিজেদের অবস্থান থেকে তিনি যে পিছু হটবেন না, তা রবিবার ফের একবার স্পষ্ট করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ আর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল একটি মৃত্যুকে কেন্দ্র করে ৷

TSRTC-র বিভিন্ন দাবি না মানায় শ্রীনিবাস রেড্ডি নামে এক বাস চালক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ তাঁর শরীরের প্রায় 90 শতাংশ পুড়ে গেছিল ৷ আজ সকালে অ্যাপোলো ডিআরডিও হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর আন্দোলনকারীদের বিক্ষোভ আরও জোরদার হয়ে ওঠে ৷ শ্রীনিবাসের মৃত্যুর প্রতিবাদে খাম্মামে বনধের ডাক দিয়েছে RTC ৷

আজ তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট নবম দিনে পড়ল ৷ ইতিমধ্যেই TSRTC-কে কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠকে বসতে চান না, এ কথাও স্পষ্ট করে দেন ৷ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ধর্মঘটে সামিল TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ 5 অক্টোবরের মধ্যে কাজে যোগদান করেননি এমন কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48 হাজার RTC কর্মচারী কর্মহীন হয়ে পড়েন ৷ অন্যদিকে, ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ জনজীবনে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৷

নিজের অবস্থানেই অনড় কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যে বাস পরিষেবা বিঘ্নিত করার চেষ্টা করলে যে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি ৷ বাস ডিপোগুলিতে অতিরিক্ত পুলিশ ও CCTV বসানো হয়েছে ৷ আজ চন্দ্রশেখর রাও বলেন, "আমরা ভয় পাইনি ৷ আমরা বাস পরিষেবা বন্ধের জন্য যেকোনও প্রচেষ্টা বা বিক্ষোভ বরদাস্ত করব না ৷ "

আজ তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট নবম দিনে পড়ল ৷ ইতিমধ্যেই TSRTC-কে কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চন্দ্রশেখর রাও ৷ শুধু তাই নয়, সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠক যে তিনি করবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন ৷ শনিবারই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ধর্মঘটে সামিল হওয়া TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ 5 অক্টোবরের মধ্যে কাজে যোগদান করেননি এমন কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48 হাজার RTC কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন ৷ স্বাভাবিকভাবেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ৷ যদিও রাজ্য প্রশাসনের দাবি, সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে ৷

তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে 5200 বাস রাস্তায় নামানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷ প্রায় 3100 জন অস্থায়ী বাস চালকদের দিয়ে চালানো হবে ৷ কিন্তু, এর ফলে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ তেলাঙ্গানার সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে 21 অক্টোবরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷

পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "ধুঁকতে থাকা তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সঙ্গে সংযুক্তির প্রতিশ্রুতি আমরা কোনওদিনই কোনও নির্বাচনী প্রচারে করিনি ৷ এটি কোনও সরকারি নীতিতেও বলা হয়নি ৷" এর পরই তাঁর প্রশ্ন, যে সব বিরোধী এই ধর্মঘটকে সমর্থন করছে তারা কি সাধারণ মানুষদের অসুবিধার কথা ভাবছেন না?

হায়দরাবাদ, 13 অক্টোবর : বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি ছিল ৷ আদায় না হওয়ায় ধর্মঘটে গেছিল ৷ তার পরই তেলাঙ্গানা সরকার 48 হাজার বাস কর্মীকে বরখাস্ত করে ৷ পরিস্থিতি জটিল হলেও নিজেদের অবস্থান থেকে তিনি যে পিছু হটবেন না, তা রবিবার ফের একবার স্পষ্ট করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ আর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল একটি মৃত্যুকে কেন্দ্র করে ৷

TSRTC-র বিভিন্ন দাবি না মানায় শ্রীনিবাস রেড্ডি নামে এক বাস চালক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ তাঁর শরীরের প্রায় 90 শতাংশ পুড়ে গেছিল ৷ আজ সকালে অ্যাপোলো ডিআরডিও হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর আন্দোলনকারীদের বিক্ষোভ আরও জোরদার হয়ে ওঠে ৷ শ্রীনিবাসের মৃত্যুর প্রতিবাদে খাম্মামে বনধের ডাক দিয়েছে RTC ৷

আজ তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট নবম দিনে পড়ল ৷ ইতিমধ্যেই TSRTC-কে কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠকে বসতে চান না, এ কথাও স্পষ্ট করে দেন ৷ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ধর্মঘটে সামিল TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ 5 অক্টোবরের মধ্যে কাজে যোগদান করেননি এমন কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48 হাজার RTC কর্মচারী কর্মহীন হয়ে পড়েন ৷ অন্যদিকে, ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ জনজীবনে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৷

নিজের অবস্থানেই অনড় কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যে বাস পরিষেবা বিঘ্নিত করার চেষ্টা করলে যে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি ৷ বাস ডিপোগুলিতে অতিরিক্ত পুলিশ ও CCTV বসানো হয়েছে ৷ আজ চন্দ্রশেখর রাও বলেন, "আমরা ভয় পাইনি ৷ আমরা বাস পরিষেবা বন্ধের জন্য যেকোনও প্রচেষ্টা বা বিক্ষোভ বরদাস্ত করব না ৷ "

আজ তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট নবম দিনে পড়ল ৷ ইতিমধ্যেই TSRTC-কে কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চন্দ্রশেখর রাও ৷ শুধু তাই নয়, সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠক যে তিনি করবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন ৷ শনিবারই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ধর্মঘটে সামিল হওয়া TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ 5 অক্টোবরের মধ্যে কাজে যোগদান করেননি এমন কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48 হাজার RTC কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন ৷ স্বাভাবিকভাবেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ৷ যদিও রাজ্য প্রশাসনের দাবি, সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে ৷

তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে 5200 বাস রাস্তায় নামানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷ প্রায় 3100 জন অস্থায়ী বাস চালকদের দিয়ে চালানো হবে ৷ কিন্তু, এর ফলে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ তেলাঙ্গানার সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে 21 অক্টোবরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷

পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "ধুঁকতে থাকা তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সঙ্গে সংযুক্তির প্রতিশ্রুতি আমরা কোনওদিনই কোনও নির্বাচনী প্রচারে করিনি ৷ এটি কোনও সরকারি নীতিতেও বলা হয়নি ৷" এর পরই তাঁর প্রশ্ন, যে সব বিরোধী এই ধর্মঘটকে সমর্থন করছে তারা কি সাধারণ মানুষদের অসুবিধার কথা ভাবছেন না?

Hyderabad, Oct 13 (ANI): TSRTC employees protested outside Apollo DRDO Hospital where a Telangana State Road Transport Corporation (TSRTC) driver, who had set himself ablaze on October 12 in Telangana's Khammam, died today. His family has alleged that he was depressed over state govt's behavior regarding RTC employees.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.