ETV Bharat / bharat

সুখবর, ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমল 62 টাকা - lpg price drop

গতকাল মধ্যরাত থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমল 62.50 টাকা ।

ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমল 62 টাকা
author img

By

Published : Aug 1, 2019, 3:10 PM IST

দিল্লি, 1 অগাস্ট : ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমল 62.50 টাকা । মাসের প্রথমেই সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে 14.2 কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হল 574.50 টাকা । এর আগে এই দাম ছিল 637 টাকা । গতকাল মধ্যরাত থেকে নতুন এই দাম লাগু করা হয় ।

ইন্ডিয়ান অয়েলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে LPG-র দাম কমেছে । পাশাপাশি, ডলার-রুপির বিনিময় মূল্য সুবিধাজনক হওয়ায় গ্যাসের দাম কমানো হয়েছে ।

সাধারণত বছরে 12টি গ্যাস সিলিন্ডারে ভরতুকি দেওয়া হয়ে থাকে ৷ এরপর থেকে ভরতুকিহীন গ্যাস কিনতে হয় ৷ তবে এরকম অনেকেই আছেন যারা গ্যাস সিলিন্ডারে ভরতুকি নেন না ৷ এর আগে জুলাই মাসের শুরুতে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 100.5 টাকা কমানো হয়েছিল ৷

দিল্লি, 1 অগাস্ট : ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমল 62.50 টাকা । মাসের প্রথমেই সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে 14.2 কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হল 574.50 টাকা । এর আগে এই দাম ছিল 637 টাকা । গতকাল মধ্যরাত থেকে নতুন এই দাম লাগু করা হয় ।

ইন্ডিয়ান অয়েলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে LPG-র দাম কমেছে । পাশাপাশি, ডলার-রুপির বিনিময় মূল্য সুবিধাজনক হওয়ায় গ্যাসের দাম কমানো হয়েছে ।

সাধারণত বছরে 12টি গ্যাস সিলিন্ডারে ভরতুকি দেওয়া হয়ে থাকে ৷ এরপর থেকে ভরতুকিহীন গ্যাস কিনতে হয় ৷ তবে এরকম অনেকেই আছেন যারা গ্যাস সিলিন্ডারে ভরতুকি নেন না ৷ এর আগে জুলাই মাসের শুরুতে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 100.5 টাকা কমানো হয়েছিল ৷


Gurez Sector (JandK), July 31 (ANI): An infiltration bid had been foiled in Jammu and Kashmir's Gurez Sector on Tuesday. One woman, who was injured in shelling by Pakistan along Line of Control (LoC) in Gurez sector, has succumbed to injuries today. Woman died at Bandipora District Hospital. People living near LoC are staying in bunkers to safeguard their lives.
"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.