দিল্লি, 1 অগাস্ট : ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমল 62.50 টাকা । মাসের প্রথমেই সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে 14.2 কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হল 574.50 টাকা । এর আগে এই দাম ছিল 637 টাকা । গতকাল মধ্যরাত থেকে নতুন এই দাম লাগু করা হয় ।
ইন্ডিয়ান অয়েলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে LPG-র দাম কমেছে । পাশাপাশি, ডলার-রুপির বিনিময় মূল্য সুবিধাজনক হওয়ায় গ্যাসের দাম কমানো হয়েছে ।
সাধারণত বছরে 12টি গ্যাস সিলিন্ডারে ভরতুকি দেওয়া হয়ে থাকে ৷ এরপর থেকে ভরতুকিহীন গ্যাস কিনতে হয় ৷ তবে এরকম অনেকেই আছেন যারা গ্যাস সিলিন্ডারে ভরতুকি নেন না ৷ এর আগে জুলাই মাসের শুরুতে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 100.5 টাকা কমানো হয়েছিল ৷