ETV Bharat / bharat

কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না : অমিত শাহ

author img

By

Published : Feb 3, 2021, 8:22 PM IST

Updated : Feb 3, 2021, 8:36 PM IST

কোনও অপপ্রচারই ভারতের একতাকে ভাঙতে পারবে না৷ সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বুধবার টুইট করে তিনি এই বার্তা দিয়েছেন৷

কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না : অমিত শাহ
কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না : অমিত শাহ

দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোনও অপপ্রচারই ভারতের একতাকে ভাঙতে পারবে না৷ সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বুধবার টুইট করে তিনি এই বার্তা দিয়েছেন৷

দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে রিহানা-সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা প্রতিবাদ করেছেন৷ কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন তাঁরা৷ এরই পালটা জবাব দিতে এই টুইট করেছেন অমিত শাহ৷

এই বিষয়ে আগেই বিবৃতি দিয়েছিল বিদেশমন্ত্রকের৷ বিদেশমন্ত্রকের সেই বিবৃতি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ বিজেপির নেতা, সরকারি আধিকারিক থেকে চিত্র তারকারাও প্রতিবাদে সরব হন৷ প্রতিবাদে টুইট করেন স্বয়ং শচীন তেন্ডুলকরও৷ কৃষকদের প্রতিবাদ আন্দোলন দেশের অভ্যন্তরীণ বিষয়৷ এই নিয়ে বাইরের কারও নাক গলানো উচিত নয়৷ এই মর্মেই পর পর রিটুইট হতে থাকে বিদেশমন্ত্রকের বিবৃতিটি৷

বুধবার সন্ধ্যায় সেই তালিকায় সবচেয়ে হেভিওয়েট হিসেবে উঠে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের টুইট রিটুইট করেন৷ সঙ্গে লেখেন, ‘‘কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না৷ কোনও অপপ্রচারই ভারতকে নতুন উচ্চতায় যেতে রুখতে পারবে না৷ ভারতের ভাগ্য কোনও অপপ্রচার ঠিক করবে না, ঠিক করবে ‘উন্নয়ন’৷ ভারত ঐক্যবদ্ধ হয়ে রয়েছে৷ আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব৷’’

আরও পড়ুন : নিয়ম না মানলে ‘শাস্তি’ হতে পারে, টুইটারকে নোটিস কেন্দ্রের

এদিন কৃষকদের বিক্ষোভ নিয়ে প্রথম টুইট করেন রিহানা৷ টুইটারে তাঁর ফলোয়ার 100 মিলিয়ন৷ তার পর ভারতের কৃষক আন্দোলনের স্বপক্ষে অনেকেই টুইট করেন৷ সেই তালিকায় জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পর্নস্টার মিয়া খলিফা৷

দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোনও অপপ্রচারই ভারতের একতাকে ভাঙতে পারবে না৷ সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বুধবার টুইট করে তিনি এই বার্তা দিয়েছেন৷

দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে রিহানা-সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা প্রতিবাদ করেছেন৷ কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন তাঁরা৷ এরই পালটা জবাব দিতে এই টুইট করেছেন অমিত শাহ৷

এই বিষয়ে আগেই বিবৃতি দিয়েছিল বিদেশমন্ত্রকের৷ বিদেশমন্ত্রকের সেই বিবৃতি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ বিজেপির নেতা, সরকারি আধিকারিক থেকে চিত্র তারকারাও প্রতিবাদে সরব হন৷ প্রতিবাদে টুইট করেন স্বয়ং শচীন তেন্ডুলকরও৷ কৃষকদের প্রতিবাদ আন্দোলন দেশের অভ্যন্তরীণ বিষয়৷ এই নিয়ে বাইরের কারও নাক গলানো উচিত নয়৷ এই মর্মেই পর পর রিটুইট হতে থাকে বিদেশমন্ত্রকের বিবৃতিটি৷

বুধবার সন্ধ্যায় সেই তালিকায় সবচেয়ে হেভিওয়েট হিসেবে উঠে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের টুইট রিটুইট করেন৷ সঙ্গে লেখেন, ‘‘কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না৷ কোনও অপপ্রচারই ভারতকে নতুন উচ্চতায় যেতে রুখতে পারবে না৷ ভারতের ভাগ্য কোনও অপপ্রচার ঠিক করবে না, ঠিক করবে ‘উন্নয়ন’৷ ভারত ঐক্যবদ্ধ হয়ে রয়েছে৷ আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব৷’’

আরও পড়ুন : নিয়ম না মানলে ‘শাস্তি’ হতে পারে, টুইটারকে নোটিস কেন্দ্রের

এদিন কৃষকদের বিক্ষোভ নিয়ে প্রথম টুইট করেন রিহানা৷ টুইটারে তাঁর ফলোয়ার 100 মিলিয়ন৷ তার পর ভারতের কৃষক আন্দোলনের স্বপক্ষে অনেকেই টুইট করেন৷ সেই তালিকায় জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পর্নস্টার মিয়া খলিফা৷

Last Updated : Feb 3, 2021, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.