দিল্লি, 17 সেপ্টেম্বর : লাদাখ সীমান্তে তপ্ত আবহের মধ্যে আজ আবার সংসদে ভারত-চিন সংঘর্ষ প্রসঙ্গ উত্থাপন । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে দিলেন, পৃথিবীর কোনও শক্তি ভারতীয় সেনাকে টহলদারি থেকে সরাতে পারবে না । চিনকেই এই সংঘর্ষ পরিস্থিতির জন্য কার্যত দায়ি করে রাজনাথ সিং বলেন, চিন ভারতীয় সেনাকে টহলদারিতে বাধা দিচ্ছে । যা আমাদের সঙ্গে চিনের যুদ্ধের কারণ । কূটনৈতিক মহলের বক্তব্য, চিনকে সতর্কবার্তা দিলেন তিনি।
লাদাখ সীমান্ত এখনও উত্তপ্ত । জুনে গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যু । সম্প্রতি আবার প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে । এরই মধ্যে মস্কোতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাজনাথ । সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । চিনের তরফে স্পষ্ট জানানো হয়েছ, এক ইঞ্চিও জমি ছাড়া হবে না । তাদের অভিযোগের আঙুল ভারতের দিকে । এইদিকে সংঘর্ষ পরিস্থিতির জন্য চিনকেই বারবার দায়ি করছে প্রতিরক্ষামন্ত্রক ।
এপ্রিল-মে মাস থেকেই চিন-ভারত সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । চিনের সেনা কি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তা দখল করেছে ? এই প্রশ্নই বারবার তুলেছে বিরোধীরা । কিন্তু অধিবেশেন আগের দিন রাজনাথ এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন যে, চিনের সেনা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি । নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে ভারতীয় সেনা । আজ আবার সংসদে লাদাখ ইশুতেই কথা বললেন তিনি । তাঁর বিবৃতিতে উঠে এল, বর্তমান পরিস্থিতি ।
সংসদে লাদাখ প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন কংগ্রেসের সদস্য এ কে অ্যান্টনি । তিনি বলেন, নির্দিষ্ট প্যাট্রোলিং পয়েন্ট থেকে ভারতীয় সেনাকে সরানো হচ্ছে । এই বক্তব্যের উত্তর দেন রাজনাথ । বিরোধীদের আশ্বাস দিয়ে জানান, পূর্ব লাদাখের টহলদারির কোনও পরিবর্তন হয়নি ।
রাজনাথ বলেন, "টহলদারির ধরন ট্র্যাডিশনাল এবং সুগঠিত । পৃথিবীর কোনও শক্তি ভারতীয় সেনাকে টহলদারি থেকে সরাতে পারবে না । " পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, "এই বছরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা । আমরা তাও শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি । একইসঙ্গে সমস্তরকম সংকটের মোকাবিলাতেও প্রস্তুত রয়েছি ।"